নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
‘কী বলবাম, কথা কইতে গেলেও ভয় করত। কথা কইতেও সাহস পাইছি না। পুলিশ এত নিষ্ঠুর, আমার তরতাজা পোলাডারে গুলি কইরা মাইরালছে। খালি কান্দি আর আল্লাহর কাছে হাত তুইল্লা কই, আল্লাহ আমার পোলাডারে মাফ কইরা দিও। এহন তো দেশ স্বাধীন অইছে। তাই মুখ খুইল্যা কথাগুলা কইতে পারছি।’
কথাগুলো কোটা সংস্কার আন্দোলনে নিহত মুদিদোকানের কর্মচারী জোবায়ের মিয়ার (১৫) বাবা আজিজুল ইসলাম কুসুমের।
গত ২০ জুলাই পুলিশের গুলিতে নিহত হয় জোবায়ের মিয়া। সে ময়মনসিংহের নান্দাইল উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের চামারুল্লাহ গ্রামের ইসলাম কুসুম ও নাছিমা আক্তারের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত বছর ঢাকার যাত্রাবাড়ীর শনির আখড়ায় জোবায়ের মিয়া একটি মুদিদোকানে কর্মচারী হিসেবে কাজ শুরু করে। গত ২০ জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় যাত্রাবাড়ী ব্রিজের নিচ দিয়ে জোবায়ের মিয়া দোকান থেকে মালিকের বাসায় যাচ্ছিল। এ সময় পুলিশের ছোড়া বেশ কয়েকটি গুলি জোবায়ের মিয়ার বুকে লাগে। তাতে সে সড়কে লুটিয়ে পড়লে পুলিশ সদস্যরা তাকে পাশের একটি মসজিদের বারান্দায় রেখে চলে যায়। সেখানেই তার মৃত্যু হয়।
পরে পরিবারের লোকজন জোবায়ের মিয়ার লাশ শনাক্ত করে। ময়নাতদন্ত ছাড়াই লাশ নান্দাইলের চামারুল্লাহ গ্রামে দাফন করা হয়। যে সময় জোবায়ের মিয়া পুলিশের গুলিতে নিহত হয় তখন ভয়ে পরিবারের লোকজন কাউকে জানাননি।
নিহত জোবায়ের মিয়ার মা নাছিমা আক্তার বলেন, ‘আমি নিজের হাতে গোসল করাইছি। দেখছি আমার পুতের বুকটা গুলিতে ঝাঁজরা কইরালছে। ভয়ে এত দিন কেউ খবর নিছে না। আমার ছেলে মরার বিচার চাইলে তো ডর করে। মুখ বন্ধ করে রাখছি। বোকার তো শত্রু নাই।’
‘কী বলবাম, কথা কইতে গেলেও ভয় করত। কথা কইতেও সাহস পাইছি না। পুলিশ এত নিষ্ঠুর, আমার তরতাজা পোলাডারে গুলি কইরা মাইরালছে। খালি কান্দি আর আল্লাহর কাছে হাত তুইল্লা কই, আল্লাহ আমার পোলাডারে মাফ কইরা দিও। এহন তো দেশ স্বাধীন অইছে। তাই মুখ খুইল্যা কথাগুলা কইতে পারছি।’
কথাগুলো কোটা সংস্কার আন্দোলনে নিহত মুদিদোকানের কর্মচারী জোবায়ের মিয়ার (১৫) বাবা আজিজুল ইসলাম কুসুমের।
গত ২০ জুলাই পুলিশের গুলিতে নিহত হয় জোবায়ের মিয়া। সে ময়মনসিংহের নান্দাইল উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের চামারুল্লাহ গ্রামের ইসলাম কুসুম ও নাছিমা আক্তারের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত বছর ঢাকার যাত্রাবাড়ীর শনির আখড়ায় জোবায়ের মিয়া একটি মুদিদোকানে কর্মচারী হিসেবে কাজ শুরু করে। গত ২০ জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় যাত্রাবাড়ী ব্রিজের নিচ দিয়ে জোবায়ের মিয়া দোকান থেকে মালিকের বাসায় যাচ্ছিল। এ সময় পুলিশের ছোড়া বেশ কয়েকটি গুলি জোবায়ের মিয়ার বুকে লাগে। তাতে সে সড়কে লুটিয়ে পড়লে পুলিশ সদস্যরা তাকে পাশের একটি মসজিদের বারান্দায় রেখে চলে যায়। সেখানেই তার মৃত্যু হয়।
পরে পরিবারের লোকজন জোবায়ের মিয়ার লাশ শনাক্ত করে। ময়নাতদন্ত ছাড়াই লাশ নান্দাইলের চামারুল্লাহ গ্রামে দাফন করা হয়। যে সময় জোবায়ের মিয়া পুলিশের গুলিতে নিহত হয় তখন ভয়ে পরিবারের লোকজন কাউকে জানাননি।
নিহত জোবায়ের মিয়ার মা নাছিমা আক্তার বলেন, ‘আমি নিজের হাতে গোসল করাইছি। দেখছি আমার পুতের বুকটা গুলিতে ঝাঁজরা কইরালছে। ভয়ে এত দিন কেউ খবর নিছে না। আমার ছেলে মরার বিচার চাইলে তো ডর করে। মুখ বন্ধ করে রাখছি। বোকার তো শত্রু নাই।’
‘কপোতাক্ষ নদের জলাবদ্ধতা দূরীকরণ’ (দ্বিতীয় পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে হরিহর নদ পুনঃখনন কাজ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। অথচ নীতিমালা অনুযায়ী যথাযথ উল্লম্ব-অনুভূমিক জায়গা না রেখে হরিহর নদের ওপর যশোর সদর উপজেলার গোয়ালদাহ বাজারে আরেকটি অপরিকল্পিত সেতু নির্মাণ করছে স্
১ ঘণ্টা আগেগাজীপুরের কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মজুত থাকা সরকারি বিপুল ওষুধ নষ্ট হয়ে গেছে। সময়মতো রোগীদের মাঝে বিতরণ না করায় ওষুধগুলোর মেয়াদ উত্তীর্ণ হয়েছে বলে জানা গেছে। এতে সরকারি সম্পদের ক্ষতি হয়েছে; একই সঙ্গে সরকারি সেবা থেকে বঞ্চিত হয়েছে হাজারো রোগী।
১ ঘণ্টা আগেঢাকা রোড ট্রাফিক সেফটি প্রজেক্টের (ডিআরএসপি) আওতায় ‘নিরাপদ পথচারী পারাপারে পাইলট প্রকল্প’ বাস্তবায়ন শুরু হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সহযোগিতায় পাইলট প্রকল্পটি রোববার (২০ এপ্রিল ২০২৫) থেকে শুরু হয়ে ৮ মে পর্যন্ত চলবে।
২ ঘণ্টা আগেরাজধানীর তেজগাঁও থানাধীন কারওয়ান বাজারের কাঁচামাল ব্যবসায়ী আলাল উদ্দিন হত্যার চাঞ্চল্যকর ঘটনায় জড়িত মূল দুই আসামিকে গ্রেপ্তার করেছে ডিএমপির তেজগাঁও থানা-পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. শামীম হোসেন (২৮) ও মো. ইয়াসিন আরাফাত ওরফে মুরগি ইয়াসিন (২১)।
২ ঘণ্টা আগে