Ajker Patrika

ভাইকে ফাঁসাতে স্ত্রীকে হত্যা

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ১৭ মার্চ ২০২২, ২২: ০৩
ভাইকে ফাঁসাতে স্ত্রীকে হত্যা

বিয়ের দুই মাস পর ভাইকে ফাঁসাতে নিজের স্ত্রী রিবা আক্তারকে (১৫) হত্যা করেছেন স্বামী আব্দুর রাজ্জাক মণ্ডল (৬০)। আজ বৃহস্পতিবার সকালে জেলা পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গতকাল বুধবার বিকেলে আব্দুর রাজ্জাককে গাজীপুর থেকে গ্রেপ্তার করে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ। 

মৃত রিবা আক্তার নরসিংদীর মাধবপুর উপজেলার খিলগাঁও গ্রামের অটোচালক দুলাল মিয়ার মেয়ে। সে গার্মেন্টসকর্মী ছিল। গ্রেপ্তারকৃত আব্দুর রাজ্জাক ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার টাংগাটি মধ্যপাড়ার বাসিন্দা। দুই মাস আগে আব্দুর রাজ্জাক মণ্ডল ও রিবা আক্তারের বিয়ে হয়। 

জানা যায়, দীর্ঘদিন ধরে আব্দুর রাজ্জাক ও তাঁর ভাই আমিনুল ইসলামের জমিজমা নিয়ে বিরোধ চলছিল। আমিনুল ইসলামকে ফাঁসাতে গত সোমবার রিবাকে বাড়িতে বেড়ানোর কথা বলে ধোবাউড়া গোয়াতলা কংশ নদীর তীরে নিয়ে যান আব্দুর রাজ্জাক। এ সময় অপেক্ষমাণ দুই সহযোগী দল বেঁধে রিবাকে ধর্ষণের পর হত্যা করেন। পরে মরদেহ আমিনুল ইসলামের বাড়ির পাশের খেতে ফেলে রাখেন তাঁরা। মরদেহের সঙ্গে আমিনুল ইসলামের ছেলে শহীদুল্লাহর জন্মনিবন্ধনের ফটোকপিও রাখা হয়। পরদিন মঙ্গলবার রিবা আক্তারের মরদেহ উদ্ধার করে পুলিশ। 

এ বিষয়ে জেলা পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান বলেন, ‘দুই মাস আগে রিবা আক্তারের সঙ্গে আব্দুর রাজ্জাকের পরিচয় হয়। আব্দুর রাজ্জাক তাকে সাংবাদিক বানানোর প্রলোভন দেখিয়ে বিয়ে করেন। বিয়ের পর গাজীপুরের গাছা রোড এলাকায় আব্দুর রাজ্জাকের ভাড়া বাসায় রিবার যাতায়াত ছিল।’ 

পুলিশ সুপার আরও বলেন, ‘এ বিষয়ে ধোবাউড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত