Ajker Patrika

ইসলামপুরে নৌকার ৫ তোরণ, জানেন না ধর্ম প্রতিমন্ত্রী

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
ইসলামপুরে নৌকার ৫ তোরণ, জানেন না ধর্ম প্রতিমন্ত্রী

জামালপুর-২ (ইসলামপুর) আসনের বিভিন্ন স্থানে নৌকা প্রতীকের তোরণ নির্মাণ করা হয়েছে। ওই সব তোরণে আওয়ামী লীগের প্রার্থী ও ধর্ম প্রতিমন্ত্রীর ছবিসহ নৌকা প্রতীকের পোস্টার সাঁটিয়ে দেওয়া হয়েছে।

অভিযোগ উঠেছে, সরকার দলীয় প্রার্থীর পক্ষে আচরণবিধি লঙ্ঘন হলেও আইনগত ব্যবস্থা গ্রহণ করতে দেখা যায়নি সংশ্লিষ্টদের। তবে ধর্ম প্রতিমন্ত্রীর দাবি, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের কোনো ঘটনা ঘটেনি। আর উপজেলা প্রশাসনের তরফ থেকে বলা হচ্ছে, কোথাও আচরণবিধি ভঙ্গের ঘটনা ঘটলে, তড়িৎ ব্যবস্থা নেওয়ার।

সরেজমিন দেখা গেছে, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফরিদুল হক খান দুলালের নির্বাচনী প্রচারণার লক্ষ্যে উপজেলার গাইবান্ধা ইউনিয়নের নাপিতেরচর বাজারের মূল প্রবেশ পথে স্থানীয় আওয়ামী লীগের উদ্যোগে গেটসহ নৌকা প্রতীকের তোরণ নির্মাণ করা হয়েছে। একই ইউনিয়নের টুংরাপাড়া ব্রিজপাড়, চন্দনপুর মোড় এবং কড়ইতলা এলাকাতেও নির্মাণ করা হয়েছে গেটসহ নৌকা প্রতীকের তোরণ।

এ ছাড়া উপজেলা শহরের প্রাণ কেন্দ্র রেলওয়ে স্টেশন মোড়ে নৌকা প্রতীকের তোরণ নির্মাণ করা হয়েছে। নির্মিত ওই সব তোরণে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলালের ছবিসহ ‘নৌকায় ভোট দিন’ লেখা সংবলিত ব্যানার সাঁটিয়ে দেওয়া হয়েছে।

এ বিষয়ে কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সদস্য এস এম শাহীনুজ্জামান শাহীনের সমর্থক পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি নুর ইসলাম নুর বলেন, ‘আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে জয় করতে তাঁর সমর্থকেরা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে প্রচার-প্রচারণা করে যাচ্ছে। বিভিন্ন জায়গায় গেটসহ নৌকা তোরণ নির্মাণ করা হয়েছে। আচরণবিধি লঙ্ঘনের হলেও আইনগত ব্যবস্থা গ্রহণ করতে দেখা যাচ্ছে না সংশ্লিষ্টদের।’

পৌর শহরের রেলওয়ে স্টেশন এলাকায় নৌকা প্রতীকের তোরণ। আজ বুধবার সন্ধ্যায় তোলা।উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মাদ জামান চৌধুরী বলেন, ‘নির্বাচনী প্রচারণায় গেট এবং প্রতীকের তোরণ নির্মাণ করা যাবে না। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে নৌকা প্রতীকের তোরণ নির্মাণের বিষয়টি আমার জানা নেই।’

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সিরাজুল ইসলাম বলেন, ‘আচরণবিধি লঙ্ঘন হওয়ার অভিযোগ কেউ দেয়নি। তবে নির্বাচনী প্রচার-প্রচারণায় প্রার্থীর নামে গেট এবং প্রতীকের তোরণ নির্মাণ করে থাকলে খোঁজ খবর নিয়ে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

এ বিষয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলাল আজকের পত্রিকাকে বলেন, ‘আচরণবিধি লঙ্ঘন করে কোথাও প্রচারণা করা হচ্ছে না। বরং আচরণবিধি ভঙ্গ না করতে নেতা-কর্মীরা সজাগ রয়েছেন। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগগুলো ফাঁকা আওয়াজ। কোথাও নৌকা প্রতীকের তোরণ নির্মাণের খবর পাওয়া যায়নি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

আওয়ামী লীগকেও পথভ্রষ্ট করেছেন শেখ হাসিনা

গণহত্যার জন্য ক্ষমা প্রার্থনা ও বাংলাদেশের ক্ষতিপূরণ দাবির উল্লেখ নেই পাকিস্তানের বিবৃতিতে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত