প্রতিনিধি
ফুলপুর (ময়মনসিংহ): ময়মনসিংহের ফুলপুর উপজেলায় ১৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই। এসব বিদ্যালয়ের কার্যক্রম পরিচালিত হচ্ছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে। আর এতে বিদ্যালয়ের সার্বিক কার্যক্রম বিভিন্নভাবে ব্যাহত হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
উপজেলা প্রাথমিক অফিস ও বিভিন্ন বিদ্যালয়ে খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার ১০টি ইউনিয়ন এবং একটি পৌরসভায় মোট ১১৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। আর ১১৯টি বিদ্যালয়ের মধ্যে ১৬টি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ খালি রয়েছে। এসব বিদ্যালয়ে সহকারী শিক্ষকেরা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করায় শিক্ষকদের মধ্যে দলাদলি ও কোন্দল লেগে থাকে। তা ছাড়া বিভিন্ন বিষয় নিয়ে বিদ্যালয় কমিটির সঙ্গে শিক্ষকদেরও মনোমালিন্য ও রেষারেষি হয়। ভারপ্রাপ্ত এসব শিক্ষকের নির্দেশ অনেক সময় সহকারী শিক্ষকেরা পুরোপুরি পালন করেন না।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জানান, সহকারী থেকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হওয়ায় অনেক শিক্ষক অখুশি। তারা অনেক নির্দেশ মানতে চান না। ফলে বিদ্যালয় পরিচালনায় সমস্যা দেখা দেয়।
ফুলপুর উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গোলাম কবীর দিদার জানান, একজন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে বিদ্যালয়ের সার্বিক দেখাশোনার পাশাপাশি নানা প্রশাসনিক কাজে ব্যস্ত থাকতে হয়। তাকে নিয়মিত ঊর্ধ্বতন অফিসের সঙ্গে যোগাযোগ রাখতে হয়। ফলে শিক্ষক সংকটে পড়ে ওই সব বিদ্যালয়।
উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মোসলেম উদ্দিন বলেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকেরা তাদের দায়িত্বটুকু পুরোপুরি পালন করেন না। আবার সহকারী শিক্ষকেরাও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে মানতে অস্বস্তিবোধ করেন। তিনি আরও জানান, আসলে ওই সব বিদ্যালয়ে প্রধান শিক্ষক না থাকাটাই প্রধান সমস্যা।
ফুলপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহী দিলসাদ এলীন বলেন, উপজেলায় যে শূন্যপদগুলো রয়েছে, সে ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে।
ময়মনসিংহ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিউল হক জানান, প্রধান শিক্ষকের যে পদগুলো খালি রয়েছে–এর মধ্যে শতকরা ৬৫ শতাংশ সহকারী শিক্ষক থেকে পদোন্নতি দিয়ে পূরণ করা হবে। আর বাকি ৩৫ শতাংশ সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণ করা হবে। আপাতত ভারপ্রাপ্ত দিয়ে বিদ্যালয়ের কার্যক্রম চলছে।
ফুলপুর (ময়মনসিংহ): ময়মনসিংহের ফুলপুর উপজেলায় ১৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই। এসব বিদ্যালয়ের কার্যক্রম পরিচালিত হচ্ছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে। আর এতে বিদ্যালয়ের সার্বিক কার্যক্রম বিভিন্নভাবে ব্যাহত হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
উপজেলা প্রাথমিক অফিস ও বিভিন্ন বিদ্যালয়ে খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার ১০টি ইউনিয়ন এবং একটি পৌরসভায় মোট ১১৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। আর ১১৯টি বিদ্যালয়ের মধ্যে ১৬টি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ খালি রয়েছে। এসব বিদ্যালয়ে সহকারী শিক্ষকেরা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করায় শিক্ষকদের মধ্যে দলাদলি ও কোন্দল লেগে থাকে। তা ছাড়া বিভিন্ন বিষয় নিয়ে বিদ্যালয় কমিটির সঙ্গে শিক্ষকদেরও মনোমালিন্য ও রেষারেষি হয়। ভারপ্রাপ্ত এসব শিক্ষকের নির্দেশ অনেক সময় সহকারী শিক্ষকেরা পুরোপুরি পালন করেন না।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জানান, সহকারী থেকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হওয়ায় অনেক শিক্ষক অখুশি। তারা অনেক নির্দেশ মানতে চান না। ফলে বিদ্যালয় পরিচালনায় সমস্যা দেখা দেয়।
ফুলপুর উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গোলাম কবীর দিদার জানান, একজন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে বিদ্যালয়ের সার্বিক দেখাশোনার পাশাপাশি নানা প্রশাসনিক কাজে ব্যস্ত থাকতে হয়। তাকে নিয়মিত ঊর্ধ্বতন অফিসের সঙ্গে যোগাযোগ রাখতে হয়। ফলে শিক্ষক সংকটে পড়ে ওই সব বিদ্যালয়।
উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মোসলেম উদ্দিন বলেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকেরা তাদের দায়িত্বটুকু পুরোপুরি পালন করেন না। আবার সহকারী শিক্ষকেরাও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে মানতে অস্বস্তিবোধ করেন। তিনি আরও জানান, আসলে ওই সব বিদ্যালয়ে প্রধান শিক্ষক না থাকাটাই প্রধান সমস্যা।
ফুলপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহী দিলসাদ এলীন বলেন, উপজেলায় যে শূন্যপদগুলো রয়েছে, সে ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে।
ময়মনসিংহ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিউল হক জানান, প্রধান শিক্ষকের যে পদগুলো খালি রয়েছে–এর মধ্যে শতকরা ৬৫ শতাংশ সহকারী শিক্ষক থেকে পদোন্নতি দিয়ে পূরণ করা হবে। আর বাকি ৩৫ শতাংশ সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণ করা হবে। আপাতত ভারপ্রাপ্ত দিয়ে বিদ্যালয়ের কার্যক্রম চলছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলার অভিযোগে সম্প্রতি ২৫৯ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছিল প্রশাসন। সেই তালিকায় মারধরে নিহত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা শামীম মোল্লার নামও রয়েছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
৯ মিনিট আগেঅধ্যক্ষকে পদত্যাগে ‘বাধ্য করানোর চেষ্টা’ ও ‘হেনস্তা’ করার ঘটনার প্রতিবাদে বিক্ষোভে নেমেছেন ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা। আজ বুধবার সকাল থেকে রাজধানীর শ্যামলীতে অবস্থিত এই বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি ছাড়া অন্য সব চিকিৎসাসেবা বন্ধ রয়ে
১০ মিনিট আগেখুলনায় প্রকাশ্যে এক যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। আজ বুধবার সন্ধ্যায় নগরীর বয়রা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
১৪ মিনিট আগেমুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার আড়ালিয়া গ্রামে উদ্ধার মর্টার শেল বিস্ফোরণে গ্রামের তিনটি গরু মারা গেছে এবং অর্ধশতাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী। এ জন্য তাঁরা ক্ষতিপূরণ দাবি করেছেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
২৪ মিনিট আগে