ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের ইসলামপুরে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার সন্ধ্যায় উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের সভারচর গ্রামের তাঁর স্বামীর বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়।
মৃত গৃহবধূর নাম তাসলিমা আক্তার (২৩)। তিনি ওই গ্রামের আব্দুর রশীদের স্ত্রী এবং উপজেলার মেরুরচর ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের টুক্কুর শেখের মেয়ে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, গতকালর বিকেল ৪টার দিকে শ্বশুরবাড়ির সবার অজান্তে বসতঘরে সিলিং ফ্যানের সঙ্গে নিজের ওড়না দিয়ে গলায় ফাঁস দেয়। স্বজনেরা তাঁর মরদেহ ঝুলতে দেখে থানায় খবর দেয়। পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাত-আট বছর আগে আবু সামার ছেলে আব্দুর রশীদ ওরফে উকিল তাসলিমা আক্তারকে পারিবারিকভাবে বিয়ে করেন। উকিল রাজধানীর কারওয়ান বাজারে কাঁচামালের ব্যবসা করেন। মাঝেমধ্যে বাড়িতে আসেন। তাসলিমা আক্তার ছয় বছর বয়সী লাবণ্য এবং চার বছর বয়সী লাবিবা নামে দুই মেয়েসন্তানের জননী।
গোয়ালেরচর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুর রহিম বলেন, ‘লোক মারফতে তাসলিমা আক্তারের আত্মহত্যা করার খবর পেয়েছি। তবে কী কারণে সে আত্মহত্যা করেছে, তা জানা যায়নি। পারিবারিক কলহের কারণে আত্মহত্যা করে থাকতে মর্মে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’
মরদেহের সুরতহাল প্রস্তুতকারী ইসলামপুর থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ারুল হক বলেন, ‘ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল্লাহ সাইফ বলেন, ‘ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে। ঘটনার তদন্ত চলছে।’
জামালপুরের ইসলামপুরে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার সন্ধ্যায় উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের সভারচর গ্রামের তাঁর স্বামীর বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়।
মৃত গৃহবধূর নাম তাসলিমা আক্তার (২৩)। তিনি ওই গ্রামের আব্দুর রশীদের স্ত্রী এবং উপজেলার মেরুরচর ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের টুক্কুর শেখের মেয়ে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, গতকালর বিকেল ৪টার দিকে শ্বশুরবাড়ির সবার অজান্তে বসতঘরে সিলিং ফ্যানের সঙ্গে নিজের ওড়না দিয়ে গলায় ফাঁস দেয়। স্বজনেরা তাঁর মরদেহ ঝুলতে দেখে থানায় খবর দেয়। পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাত-আট বছর আগে আবু সামার ছেলে আব্দুর রশীদ ওরফে উকিল তাসলিমা আক্তারকে পারিবারিকভাবে বিয়ে করেন। উকিল রাজধানীর কারওয়ান বাজারে কাঁচামালের ব্যবসা করেন। মাঝেমধ্যে বাড়িতে আসেন। তাসলিমা আক্তার ছয় বছর বয়সী লাবণ্য এবং চার বছর বয়সী লাবিবা নামে দুই মেয়েসন্তানের জননী।
গোয়ালেরচর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুর রহিম বলেন, ‘লোক মারফতে তাসলিমা আক্তারের আত্মহত্যা করার খবর পেয়েছি। তবে কী কারণে সে আত্মহত্যা করেছে, তা জানা যায়নি। পারিবারিক কলহের কারণে আত্মহত্যা করে থাকতে মর্মে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’
মরদেহের সুরতহাল প্রস্তুতকারী ইসলামপুর থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ারুল হক বলেন, ‘ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল্লাহ সাইফ বলেন, ‘ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে। ঘটনার তদন্ত চলছে।’
এবার পানিতে গেল যশোরের মনিরামপুর মুক্তেশ্বরী ডিগ্রি কলেজের মাঠ ভরাটের সাড়ে তিন লাখ টাকা। টিআর ও কলেজ ফান্ডের বরাদ্দের টাকায় নদী খুঁড়ে বালু দিয়ে ভরাটের ১০-১৫ দিনের মাথায় ডুবে গেছে কলেজের মাঠ। এখন কলেজের মাঠে হাঁটুপানি। এ ছাড়া প্রায় এক ফুট পরিমাণ পানিতে ডুবে গেছে ভবনের নিচতলার শ্রেণিকক্ষ।
২ ঘণ্টা আগেচার বছর ধরে বন্ধ এতিমখানার কার্যক্রম। কিন্তু সরকারি বরাদ্দের টাকা তোলা হচ্ছে নিয়মিত। সিরাজগঞ্জের কাজীপুরে একটি এতিমখানার কমিটির লোকজনের বিরুদ্ধে এই টাকা তুলে আত্মসাতের অভিযোগ উঠেছে। উপজেলার মাইজবাড়ি ইউনিয়নের চকপাড়া গ্রামে অবস্থিত এই এতিমখানার নাম ‘মোহাম্মদ আলী শিশুসদন’।
২ ঘণ্টা আগেআইনি জটিলতায় প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষক নিয়োগ দিতে পারছে না রাঙামাটি জেলা পরিষদ। পাঁচ বছর ধরে বন্ধ রয়েছে নিয়োগ কার্যক্রম। এতে সহকারী ও প্রধান শিক্ষকের হাজারের বেশি পদ শূন্য রয়েছে। শিশুরা বঞ্চিত হচ্ছে শিক্ষা থেকে। চাপ বেড়েছে শিক্ষকদেরও। পাশাপাশি বঞ্চিত হচ্ছেন চাকরিপ্রত্যাশীরা।
২ ঘণ্টা আগেঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এবং ওয়ারী থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এফ এম শরীফুল ইসলামকে (৪২) গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সিটি সাইবার ক্রাইম অভিযান চালিয়ে
৪ ঘণ্টা আগে