ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের ইসলামপুরে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার সন্ধ্যায় উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের সভারচর গ্রামের তাঁর স্বামীর বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়।
মৃত গৃহবধূর নাম তাসলিমা আক্তার (২৩)। তিনি ওই গ্রামের আব্দুর রশীদের স্ত্রী এবং উপজেলার মেরুরচর ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের টুক্কুর শেখের মেয়ে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, গতকালর বিকেল ৪টার দিকে শ্বশুরবাড়ির সবার অজান্তে বসতঘরে সিলিং ফ্যানের সঙ্গে নিজের ওড়না দিয়ে গলায় ফাঁস দেয়। স্বজনেরা তাঁর মরদেহ ঝুলতে দেখে থানায় খবর দেয়। পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাত-আট বছর আগে আবু সামার ছেলে আব্দুর রশীদ ওরফে উকিল তাসলিমা আক্তারকে পারিবারিকভাবে বিয়ে করেন। উকিল রাজধানীর কারওয়ান বাজারে কাঁচামালের ব্যবসা করেন। মাঝেমধ্যে বাড়িতে আসেন। তাসলিমা আক্তার ছয় বছর বয়সী লাবণ্য এবং চার বছর বয়সী লাবিবা নামে দুই মেয়েসন্তানের জননী।
গোয়ালেরচর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুর রহিম বলেন, ‘লোক মারফতে তাসলিমা আক্তারের আত্মহত্যা করার খবর পেয়েছি। তবে কী কারণে সে আত্মহত্যা করেছে, তা জানা যায়নি। পারিবারিক কলহের কারণে আত্মহত্যা করে থাকতে মর্মে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’
মরদেহের সুরতহাল প্রস্তুতকারী ইসলামপুর থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ারুল হক বলেন, ‘ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল্লাহ সাইফ বলেন, ‘ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে। ঘটনার তদন্ত চলছে।’
জামালপুরের ইসলামপুরে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার সন্ধ্যায় উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের সভারচর গ্রামের তাঁর স্বামীর বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়।
মৃত গৃহবধূর নাম তাসলিমা আক্তার (২৩)। তিনি ওই গ্রামের আব্দুর রশীদের স্ত্রী এবং উপজেলার মেরুরচর ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের টুক্কুর শেখের মেয়ে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, গতকালর বিকেল ৪টার দিকে শ্বশুরবাড়ির সবার অজান্তে বসতঘরে সিলিং ফ্যানের সঙ্গে নিজের ওড়না দিয়ে গলায় ফাঁস দেয়। স্বজনেরা তাঁর মরদেহ ঝুলতে দেখে থানায় খবর দেয়। পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাত-আট বছর আগে আবু সামার ছেলে আব্দুর রশীদ ওরফে উকিল তাসলিমা আক্তারকে পারিবারিকভাবে বিয়ে করেন। উকিল রাজধানীর কারওয়ান বাজারে কাঁচামালের ব্যবসা করেন। মাঝেমধ্যে বাড়িতে আসেন। তাসলিমা আক্তার ছয় বছর বয়সী লাবণ্য এবং চার বছর বয়সী লাবিবা নামে দুই মেয়েসন্তানের জননী।
গোয়ালেরচর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুর রহিম বলেন, ‘লোক মারফতে তাসলিমা আক্তারের আত্মহত্যা করার খবর পেয়েছি। তবে কী কারণে সে আত্মহত্যা করেছে, তা জানা যায়নি। পারিবারিক কলহের কারণে আত্মহত্যা করে থাকতে মর্মে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’
মরদেহের সুরতহাল প্রস্তুতকারী ইসলামপুর থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ারুল হক বলেন, ‘ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল্লাহ সাইফ বলেন, ‘ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে। ঘটনার তদন্ত চলছে।’
খুলনার ডুমুরিয়ার চুকনগরে গরুর হাট দখল নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের ১০-১২ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল শুক্রবার দুপুরের পর থেকে দফায় দফায় এ সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জানা গেছে, উপজেলার চুকনগর গরুর হাট
৪ মিনিট আগেখালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের ‘ক্যাশিয়ার’ হিসেবে পরিচিত মোশাররফ হোসেন ওরফে মিনতি মোশাররফকে গ্রেপ্তার করেছে তেজগাঁও থানা-পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে গুলশান থানা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১১ মিনিট আগেযশোরে আফিল মুরগি ফার্মে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে শেডে থাকা প্রায় ৪৫ হাজার মুরগি পুড়ে মারা গেছে। মুরগি ও বিভিন্ন যন্ত্র পুড়ে প্রায় ১২ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ফার্ম কর্তৃপক্ষ দাবি করেছে। আজ শুক্রবার বেলা ২টার দিকে একটি শেডে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। খবর পেয়ে যশোর সদর ও মনিরামপুর উপজেলা
৪৩ মিনিট আগেরাজধানীতে পৃথক অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ছয় নেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাজধানীর বিভিন্ন এলাকায় এসব অভিযান চালানো হয়।
১ ঘণ্টা আগে