মহসিন রেজা, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের দেওয়ানগঞ্জে শসা বিক্রি হচ্ছে ৬ টাকা কেজি। আর ছোট টমেটো বিক্রি হচ্ছে ৫ টাকা কেজি দরে। আজ শনিবার উপজেলা সদরে কয়েকটি বাজার ঘুরে দেখা যায় এই চিত্র।
বাজারে প্রচুর শসা ওঠায় এর দাম কমেছে বলে ধারণা করছেন চাষিরা। উপজেলার ঝালোরচর বাজারে শসা বিক্রি করতে এনেছেন তালেব আলী নামের এক কৃষক। কিন্তু দীর্ঘক্ষণ অপেক্ষা করেও ক্রেতা পাচ্ছেন না তিনি। তালেব আলীর কাছে জানতে চাইলে তিনি বলেন, আগে এমন পরিস্থিতি হতো না, বাজারে শসা নিয়ে এলে পাইকাররা তা কিনে নিতেন। কিন্তু এখন বাজারে শসার আমদানি বেশি থাকায় পাইকাররা শসা কিনছেন না। শসার দাম একেবারে কমে গেছে।
তালেব আলী জানান, তিনি তিন বিঘা জমিতে শসার চাষ করেছেন। প্রতি সপ্তাহে প্রায় তিন মণ শসা খেত থেকে তুলে বিক্রি করেছেন। রোজার আগে শসার দাম ভালো ছিল। রোজা শুরু হওয়ার পর থেকে দাম কমতে শুরু করেছে। শসার বর্তমান বাজারমূল্যে শ্রমিকের টাকাও উঠছে না বলে দাবি করেন তিনি।
এদিকে টমেটোর দাম একদম কম থাকায় খেত থেকে টমেটো তুলছেন না চাষিরা। খেতেই নষ্ট হচ্ছে টমেটো। উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের বেশ কয়েকটি এলাকা ঘুরে দেখা গেছে, গাছে গাছে পাকা টমেটো ধরে আছে। কিন্তু তুলছেন না চাষিরা।
ঝালোরচর এলাকার টমেটোচাষি ওয়াহেদ মিয়া জানান, ৫ টাকা কেজিও টমেটো বিক্রি হচ্ছে না। খেত থেকে টমেটো তুলতে যে শ্রমিক খরচ হয়, সেটাই ওঠে না। বাধ্য হয়েই টমেটো খেতেই নষ্ট করছেন।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা পরেশ চন্দ্র দাস বলেন, উপজেলায় এ বছর লক্ষ্যমাত্রার চেয়ে ৫ হেক্টর বেশি জমিতে শসা চাষ হয়েছে। উপজেলার ৯০ হেক্টর জমিতে শসা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। রমজান উপলক্ষে বেশি শসা চাষ করেছেন চাষিরা। এ বছর রমজানে বাজারে শসার কোনো ঘাটতি নেই।
জামালপুরের দেওয়ানগঞ্জে শসা বিক্রি হচ্ছে ৬ টাকা কেজি। আর ছোট টমেটো বিক্রি হচ্ছে ৫ টাকা কেজি দরে। আজ শনিবার উপজেলা সদরে কয়েকটি বাজার ঘুরে দেখা যায় এই চিত্র।
বাজারে প্রচুর শসা ওঠায় এর দাম কমেছে বলে ধারণা করছেন চাষিরা। উপজেলার ঝালোরচর বাজারে শসা বিক্রি করতে এনেছেন তালেব আলী নামের এক কৃষক। কিন্তু দীর্ঘক্ষণ অপেক্ষা করেও ক্রেতা পাচ্ছেন না তিনি। তালেব আলীর কাছে জানতে চাইলে তিনি বলেন, আগে এমন পরিস্থিতি হতো না, বাজারে শসা নিয়ে এলে পাইকাররা তা কিনে নিতেন। কিন্তু এখন বাজারে শসার আমদানি বেশি থাকায় পাইকাররা শসা কিনছেন না। শসার দাম একেবারে কমে গেছে।
তালেব আলী জানান, তিনি তিন বিঘা জমিতে শসার চাষ করেছেন। প্রতি সপ্তাহে প্রায় তিন মণ শসা খেত থেকে তুলে বিক্রি করেছেন। রোজার আগে শসার দাম ভালো ছিল। রোজা শুরু হওয়ার পর থেকে দাম কমতে শুরু করেছে। শসার বর্তমান বাজারমূল্যে শ্রমিকের টাকাও উঠছে না বলে দাবি করেন তিনি।
এদিকে টমেটোর দাম একদম কম থাকায় খেত থেকে টমেটো তুলছেন না চাষিরা। খেতেই নষ্ট হচ্ছে টমেটো। উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের বেশ কয়েকটি এলাকা ঘুরে দেখা গেছে, গাছে গাছে পাকা টমেটো ধরে আছে। কিন্তু তুলছেন না চাষিরা।
ঝালোরচর এলাকার টমেটোচাষি ওয়াহেদ মিয়া জানান, ৫ টাকা কেজিও টমেটো বিক্রি হচ্ছে না। খেত থেকে টমেটো তুলতে যে শ্রমিক খরচ হয়, সেটাই ওঠে না। বাধ্য হয়েই টমেটো খেতেই নষ্ট করছেন।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা পরেশ চন্দ্র দাস বলেন, উপজেলায় এ বছর লক্ষ্যমাত্রার চেয়ে ৫ হেক্টর বেশি জমিতে শসা চাষ হয়েছে। উপজেলার ৯০ হেক্টর জমিতে শসা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। রমজান উপলক্ষে বেশি শসা চাষ করেছেন চাষিরা। এ বছর রমজানে বাজারে শসার কোনো ঘাটতি নেই।
কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদীর পাড় থেকে এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার চিংড়িজোনের চিলখালী কাটাবুনিয়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
৬ মিনিট আগেআজ শনিবার ফরিদপুরে ‘মাদারস অব জুলাই’ অনুষ্ঠানে কান্নাজড়িত কণ্ঠে কথাগুলো বলছিলেন শহরের পূর্ব খাবাসপুর এলাকার শামসু মোল্যার স্ত্রী মেঘলা বেগম। গত বছর ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ফরিদপুরে নিহত হন শামসু। ফরিদপুর জেলা প্রশাসন এবং মহিলা ও শিশুবিষয়ক অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে
১৭ মিনিট আগেনরসিংদীর রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকের ওপর হামলার চেষ্টার অভিযোগে এক ক্লিনিকের মালিককে আটক করা হয়েছে। আজ শনিবার (২ আগস্ট) দুপুরে সিরাজ খান ডায়াগনস্টিক সেন্টার থেকে তাঁকে আটক করা হয়।
২৪ মিনিট আগেসেদিনের ঘটনা স্মরণ করে অধ্যক্ষ বলেন, ‘দুপুর ১টায় ছুটির সময় কখনো কখনো আমি বাইরে যাই না। বারান্দায় দাঁড়াই। হাঁটাহাঁটি করি। শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব পালন দেখি। স্টুডেন্টদের দেখি। সেদিন প্রধান শিক্ষিকা ডেকে নিয়ে গেলেন, ১টার সময় দুজন নতুন শিক্ষকের সাক্ষাৎকার নেওয়া হবে। বেলা ১টা ৪ মিনিটের দিকে
৩৩ মিনিট আগে