Ajker Patrika

ভুট্টাখেতে পড়ে ছিল নিখোঁজ নারীর মরদেহ

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ২৯ মার্চ ২০২৩, ১৯: ২৪
Thumbnail image

ময়মনসিংহের ফুলপুরে নিখোঁজের তিন দিন পর রাশিদা খাতুন (৪৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে উপজেলার বাঁশাটি গ্রামের একটি ভুট্টাখেত থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রাশিদা খাতুন বাঁশাটি গ্রামের কান্দাপাড়া এলাকার মৃত হাফিজ উদ্দিনের মেয়ে। স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর দীর্ঘদিন তিনি বাবার বাড়িতে বসবাস করছিলেন।

এ বিষয়ে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন আজকের পত্রিকাকে বলেন, ‘নিহত নারী ২৬ মার্চ থেকে নিখোঁজ ছিলেন। নিখোঁজের পর খোঁজ করেও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। বুধবার দুপুরের দিকে বাঁশাটি গ্রামের একটি ভুট্টাখেতে ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে খেতের ভেতর খড়ের বিছানা থেকে বিবস্ত্র অবস্থায় ওই নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।’

ওসি আব্দুল্লাহ আল মামুন আরও বলেন, ‘ওই নারী ধর্ষণের শিকার কি না, তা বলা মুশকিল। ময়নাতদন্তের পর বিষয়টি বলা যাবে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত