মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের মেলান্দহ উপজেলায় পরিত্যক্ত ইটভাটার পাশ থেকে মৌসুমী আক্তার নার্গিস (২০) নামে এক নারীর মরদেহ উদ্ধারের ঘটনায় তাঁর সাবেক স্বামী জাহিদ হাসানকে (২২) গ্রেপ্তার করেছে জামালপুর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নের নাপিতেরচর শাহপাড়া নিজ বাড়ি থেকে জাহিদ হাসানকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া জাহিদ হাসান ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নের নিদেনু মিয়ার ছেলে।
পিবিআই সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে মেলান্দহ উপজেলার কুলিয়া ইউনিয়নের ডেফলাপড়া এলাকায় পরিত্যক্ত একটি ইটভাটার পাশে থেকে মৌসুমী আক্তার নার্গিসের (২০) মরদেহ উদ্ধার করে মেলান্দহ থানা-পুলিশ। মৌসুমী আক্তার নার্গিস লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার উত্তর বত্রিশ হাজারি এলাকার জাকির হোসেনের মেয়ে।
মেলান্দহ থানার উপপরিদর্শক (এসআই) দিলীপ চন্দ্র সরকার বলেন, ‘মৌসুমী আক্তার নার্গিস সাভারের একটি পোশাক কারখানায় কাজ করতেন। একই পোশাক কারখানায় জাহিদও কাজ করতেন। চাকরিসূত্রে তাঁদের পরিচয় হয় এবং ৬-৭ মাস আগে বিয়ে হয়। বিয়ের পর মৌসুমী আক্তার ইসলামপুরে থাকতেন। এক মাস আগে রাগ করে ইসলামপুর থেকে বাবার বাড়িতে চলে যান নার্গিস। গত ৩১ জানুয়ারি গার্মেন্টসে চাকরি নেওয়ার জন্য নার্গিস আবার সাভারে ওই পোশাক কারখানায় যান। গতকাল বৃহস্পতিবার হত্যাকাণ্ডটি ঘটে।’
গাইবান্ধা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ইদ্রিস আলী সরকার বলেন, ‘ঢাকায় থাকার সুবাদে আট মাস আগে জাহিদ হাসান নার্গিসকে বিয়ে করেন। বিয়ের পরে স্ত্রীকে নিয়ে নিজ বাড়িতেই থাকছিলেন জাহিদ। পারিবারিক কলহের কারণে মাসখানেক আগে জাহিদ হাসানকে খোলা তালাক দিয়ে ঢাকায় চলে যান নার্গিস। জাহিদ হাসান নাপিতেরচর বাজারের মোবাইল ফোন মেরামতের কাজ করতেন।’
মেলান্দহ থানার ওসি ময়নুল ইসলাম বলেন, ‘নিহতের মা বাদী হয়ে মামলা করেছেন।’
এ বিষয়ে পুলিশ সুপার (পিবিআই) এমএম সালাহ উদ্দীন বলেন, ‘নিহতের স্বামী জাহিদ হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। আসামির বিরুদ্ধে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
জামালপুরের মেলান্দহ উপজেলায় পরিত্যক্ত ইটভাটার পাশ থেকে মৌসুমী আক্তার নার্গিস (২০) নামে এক নারীর মরদেহ উদ্ধারের ঘটনায় তাঁর সাবেক স্বামী জাহিদ হাসানকে (২২) গ্রেপ্তার করেছে জামালপুর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নের নাপিতেরচর শাহপাড়া নিজ বাড়ি থেকে জাহিদ হাসানকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া জাহিদ হাসান ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নের নিদেনু মিয়ার ছেলে।
পিবিআই সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে মেলান্দহ উপজেলার কুলিয়া ইউনিয়নের ডেফলাপড়া এলাকায় পরিত্যক্ত একটি ইটভাটার পাশে থেকে মৌসুমী আক্তার নার্গিসের (২০) মরদেহ উদ্ধার করে মেলান্দহ থানা-পুলিশ। মৌসুমী আক্তার নার্গিস লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার উত্তর বত্রিশ হাজারি এলাকার জাকির হোসেনের মেয়ে।
মেলান্দহ থানার উপপরিদর্শক (এসআই) দিলীপ চন্দ্র সরকার বলেন, ‘মৌসুমী আক্তার নার্গিস সাভারের একটি পোশাক কারখানায় কাজ করতেন। একই পোশাক কারখানায় জাহিদও কাজ করতেন। চাকরিসূত্রে তাঁদের পরিচয় হয় এবং ৬-৭ মাস আগে বিয়ে হয়। বিয়ের পর মৌসুমী আক্তার ইসলামপুরে থাকতেন। এক মাস আগে রাগ করে ইসলামপুর থেকে বাবার বাড়িতে চলে যান নার্গিস। গত ৩১ জানুয়ারি গার্মেন্টসে চাকরি নেওয়ার জন্য নার্গিস আবার সাভারে ওই পোশাক কারখানায় যান। গতকাল বৃহস্পতিবার হত্যাকাণ্ডটি ঘটে।’
গাইবান্ধা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ইদ্রিস আলী সরকার বলেন, ‘ঢাকায় থাকার সুবাদে আট মাস আগে জাহিদ হাসান নার্গিসকে বিয়ে করেন। বিয়ের পরে স্ত্রীকে নিয়ে নিজ বাড়িতেই থাকছিলেন জাহিদ। পারিবারিক কলহের কারণে মাসখানেক আগে জাহিদ হাসানকে খোলা তালাক দিয়ে ঢাকায় চলে যান নার্গিস। জাহিদ হাসান নাপিতেরচর বাজারের মোবাইল ফোন মেরামতের কাজ করতেন।’
মেলান্দহ থানার ওসি ময়নুল ইসলাম বলেন, ‘নিহতের মা বাদী হয়ে মামলা করেছেন।’
এ বিষয়ে পুলিশ সুপার (পিবিআই) এমএম সালাহ উদ্দীন বলেন, ‘নিহতের স্বামী জাহিদ হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। আসামির বিরুদ্ধে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
ট্রাকের মালিক বগুড়ার মালীপাড়া গ্রামের আলমগীর হোসেন বলেন, ‘ট্রাকটি চুরি হয়ে যাওয়ার পর কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়ি।’ এরপর বিষয়টি ওসিকে জানানো হলে তিনি বলেন, যেভাবেই হোক আপনার ট্রাকটি উদ্ধার করতেই হবে। তা না হলে এলাকায় এ ধরনের ঘটনা আরও ঘটবে। এরপর ট্রাকটি উদ্ধার করা হয়।
২ মিনিট আগেউত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তে নিহত কুমিল্লার মাহতাব রহমান ভূঁইয়ার গ্রামের বাড়িতে গিয়ে শ্রদ্ধা জানিয়েছে বিমানবাহিনীর প্রতিনিধিদল। আজ রোববার দুপুরে তারা দেবিদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়নের উখারী গ্রামে মাহতাবের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে এবং পারিবার
৬ মিনিট আগেনরসিংদীর শিবপুরে ডোবায় ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার (২৭ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পুটিয়া ইউনিয়নের মুন্সেফেরচর (ইটাখোলা) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া শিশু দুটি হলো মুন্সেফেরচর কাঁঠালতলা এলাকার শাকিল মিয়ার ছেলে আলিফ মিয়া (০৩) ও একই এলাকার সোহেল মিয়ার মেয়ে মায়ামনি (০৩)।
২২ মিনিট আগেনোয়াখালীর সুবর্ণচরের চর আমান উল্যাহ ইউনিয়ন ও কাটাবুনিয়া ৩ নম্বর ওয়ার্ডের মারদোনা খাল দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। আজ রোববার সুবর্ণচর উপজেলা চত্বরে এই মানববন্ধন হয়। চর আমান উল্যাহ ইউনিয়নের বিভিন্ন শ্রেণির জনগণ এই মানববন্ধনের আয়োজন করে। এ সময় বক্তারা বলেন, খাল দখলমুক্ত না হলে এলাকা
২৯ মিনিট আগে