মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের মাদারগঞ্জে চুরির অপবাদ সইতে না পেরে শাকিব তালুকদার (২২) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। গতকাল রোববার রাত ১০টার দিকে পৌর শহরের গাবেরগ্রাম তালুকদার বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে আজ সোমবার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে মাদারগঞ্জ মডেল থানা-পুলিশ।
ওই এলাকার সাজ্জাত তালুকদারের ছেলে শাকিব। তাঁর স্ত্রী ও ৯ মাস বয়সী কন্যা সন্তান রয়েছে।
পরিবারের অভিযোগ, গত ২৫ মে পিকআপ ভ্যানের ব্যাটারি চুরির মিথ্যা অপবাদ দেন তারই আপন চাচা শাহজাদা তালুকদার। এ নিয়ে শাহজাদা তালুকদারের ভাতিজা নাকিব তালুকদার, নয়ন তালুকদার ও রাসেল তালুকদার তাঁকে পুলিশে দেওয়ার হুমকি ও থানায় মামলা হয়েছে বলে ভয়ভীতি দেখান। এতে তিনি আতঙ্কিত হয়ে ২৬ মে বাড়ি ছেড়ে নারায়ণগঞ্জ চলে যান। পরে কোনো কাজ না পেয়ে গতকাল সন্ধ্যায় বাড়ি ফেরেন। ফিরে আসার পর আবার তাঁকে নানান রকম হুমকি ও চুরির মিথ্যা অপবাদ দেন শাহজাদা তালুকদারের ঘনিষ্ঠ বালিজুড়ী নামাপাড়া এলাকার সালাম ব্যাপারির ছেলে কবির। এতে অপমানিত ও ভয় পেয়ে পাশের ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন শাকিব। পরে পরিবারের সদস্যরা টের পেয়ে তাঁকে উদ্ধার করে মাদারগঞ্জ সরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত শাকিবের মা ঝর্ণা বেগম বলেন, ‘ব্যাটারি চুরির মিথ্যা অভিযোগ দিয়ে আমার ছেলেকে ভয়ভীতি দেখায়। বলে থানায় নাকি অভিযোগ করছে, পুলিশ নাকি যে কোনো সময় তাঁকে ধরবে। চুরির মিথ্যা অপবাদ ও পুলিশে ধরার ভয়ে সে দুনিয়া থেকে চলে গেল। আমি সুষ্ঠু বিচার চাই।’
শাকিবের বোন সাদিয়া তালকুদার বলেন, ‘অভিযুক্তরা আগে থেকেই আমাদের ওপর অত্যাচার করত। হাসপাতাল থেকে আমার ভাইয়ের লাশ বাড়িতে নিয়ে এসে দেখি রাসেল তালুকদার ও তাঁর শ্বশুরবাড়ির লোকজনরা আমার মা ও বোনকে মারধর করেছে। কোনো প্রমাণ ছাড়াই আমার ভাইয়ের ওপর মিথ্যা অভিযোগ এনে তাঁকে আত্মহত্যার দিকে ঠেলে দিছে। এ ঘটনায় আমরা দোষীদের সর্বোচ্চ শাস্তি চাই। আমার ভাইয়ের হত্যার বিচার চাই।’
মাদারগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবুল বাশার বলেন, ‘খবর পেয়ে আমরা নিহত শাকিবের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসি। ময়নাতদন্তের জন্য জামালপুর মর্গে পাঠানো হয়েছে।’
পুলিশ পরিদর্শক (তদন্ত) আরশেদ আলী বলেন, নিহতের পরিবার যদি লিখিত অভিযোগ দেয় তদন্ত সাপেক্ষে দোষীদের আইনের আওতায় আনা হবে।
চুরির অপবাদ সম্পর্কিত আরও পড়ুন:
জামালপুরের মাদারগঞ্জে চুরির অপবাদ সইতে না পেরে শাকিব তালুকদার (২২) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। গতকাল রোববার রাত ১০টার দিকে পৌর শহরের গাবেরগ্রাম তালুকদার বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে আজ সোমবার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে মাদারগঞ্জ মডেল থানা-পুলিশ।
ওই এলাকার সাজ্জাত তালুকদারের ছেলে শাকিব। তাঁর স্ত্রী ও ৯ মাস বয়সী কন্যা সন্তান রয়েছে।
পরিবারের অভিযোগ, গত ২৫ মে পিকআপ ভ্যানের ব্যাটারি চুরির মিথ্যা অপবাদ দেন তারই আপন চাচা শাহজাদা তালুকদার। এ নিয়ে শাহজাদা তালুকদারের ভাতিজা নাকিব তালুকদার, নয়ন তালুকদার ও রাসেল তালুকদার তাঁকে পুলিশে দেওয়ার হুমকি ও থানায় মামলা হয়েছে বলে ভয়ভীতি দেখান। এতে তিনি আতঙ্কিত হয়ে ২৬ মে বাড়ি ছেড়ে নারায়ণগঞ্জ চলে যান। পরে কোনো কাজ না পেয়ে গতকাল সন্ধ্যায় বাড়ি ফেরেন। ফিরে আসার পর আবার তাঁকে নানান রকম হুমকি ও চুরির মিথ্যা অপবাদ দেন শাহজাদা তালুকদারের ঘনিষ্ঠ বালিজুড়ী নামাপাড়া এলাকার সালাম ব্যাপারির ছেলে কবির। এতে অপমানিত ও ভয় পেয়ে পাশের ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন শাকিব। পরে পরিবারের সদস্যরা টের পেয়ে তাঁকে উদ্ধার করে মাদারগঞ্জ সরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত শাকিবের মা ঝর্ণা বেগম বলেন, ‘ব্যাটারি চুরির মিথ্যা অভিযোগ দিয়ে আমার ছেলেকে ভয়ভীতি দেখায়। বলে থানায় নাকি অভিযোগ করছে, পুলিশ নাকি যে কোনো সময় তাঁকে ধরবে। চুরির মিথ্যা অপবাদ ও পুলিশে ধরার ভয়ে সে দুনিয়া থেকে চলে গেল। আমি সুষ্ঠু বিচার চাই।’
শাকিবের বোন সাদিয়া তালকুদার বলেন, ‘অভিযুক্তরা আগে থেকেই আমাদের ওপর অত্যাচার করত। হাসপাতাল থেকে আমার ভাইয়ের লাশ বাড়িতে নিয়ে এসে দেখি রাসেল তালুকদার ও তাঁর শ্বশুরবাড়ির লোকজনরা আমার মা ও বোনকে মারধর করেছে। কোনো প্রমাণ ছাড়াই আমার ভাইয়ের ওপর মিথ্যা অভিযোগ এনে তাঁকে আত্মহত্যার দিকে ঠেলে দিছে। এ ঘটনায় আমরা দোষীদের সর্বোচ্চ শাস্তি চাই। আমার ভাইয়ের হত্যার বিচার চাই।’
মাদারগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবুল বাশার বলেন, ‘খবর পেয়ে আমরা নিহত শাকিবের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসি। ময়নাতদন্তের জন্য জামালপুর মর্গে পাঠানো হয়েছে।’
পুলিশ পরিদর্শক (তদন্ত) আরশেদ আলী বলেন, নিহতের পরিবার যদি লিখিত অভিযোগ দেয় তদন্ত সাপেক্ষে দোষীদের আইনের আওতায় আনা হবে।
চুরির অপবাদ সম্পর্কিত আরও পড়ুন:
ঠাকুরগাঁওয়ে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা জবায়দুর রহমান হত্যা মামলায় বিএনপির ১২৩ নেতা-কর্মীকে খালাস দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও অতিরিক্ত জেলা ও দায়রা জজ সমরেশ শীল আসামিদের উপস্থিতিতে এ রায় দেন। ২০১৪ সালের ৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিন এ হত্যাকাণ্ড ঘটে।
১ মিনিট আগেকর্মসূচিতে অফিসার্স সমিতির সভাপতি মোক্তার হোসেন বলেন, ‘আমরা আমাদের সব বৈষম্য দূরীকরণের জন্য আগেও আন্দোলন করেছিলাম। পরে প্রশাসনের আশ্বাসে স্থগিত করেছি। কিন্তু বর্তমানে এই প্রশাসন আমাদের সঙ্গে প্রতারণা করছে। দেশের বাকি বিশ্ববিদ্যালয়গুলোতে প্রাতিষ্ঠানিক সুবিধা বহাল থাকলেও আমাদের সঙ্গে বৈষম্য করার জবাব
১৪ মিনিট আগেবেড়া পৌরসভার দক্ষিণপাড়া এলাকার তাহের উদ্দিনের বাড়িতে ১০-১২ দিন আগে একটি সেপটিক ট্যাংকের ছাদ ঢালাই করা হয়। আজ ওই ট্যাংকের ঢাকনা খুলে ভেতরে ঢুকে ঢালাইয়ের বাঁশ ও খুঁটি খুলছিলেন শ্রমিকেরা। এ সময় তাঁরা চেঁচামেচি শুরু করলে আশপাশের লোকজন এসে তাঁদের উদ্ধার করে ফায়ার সার্ভিসকে খবর দেয়।
১৮ মিনিট আগেগণপিটুনিতে জামাই-শ্বশুর নিহতের ঘটনায় রংপুরের তারাগঞ্জে গ্রেপ্তার চার আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে তারাগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতের বিচারক কৃষ্ণ কমল রায় এ রিমান্ড মঞ্জুর করেন।
১ ঘণ্টা আগে