Ajker Patrika

সাংবাদিক নাদিম হত্যা মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

জামালপুর প্রতিনিধি
সাংবাদিক নাদিম হত্যা মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

জামালপুরের বকশিগঞ্জে সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যা মামলায় শামীম গাজী নামের এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার রাত সাড়ে ৮টার দিকে বকশিগঞ্জ পৌর শহরের গরুহাটি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

শামীম গাজীর বাড়ি বকশিগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের আর্চ্চাকান্দি এলাকায়। তিনি সাধুর পাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। 

গ্রেপ্তারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন বকশিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা। তিনি বলেন, ‘সাংবাদিক নাদিম হত্যাকাণ্ডে জড়িত থাকার ঘটনায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শামীমকে গ্রেপ্তার করা হয়।’ 

বকশিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহদপ্তর সম্পাদক মোশারফ হোসেন বলেন, ‘গ্রেপ্তার শামীম গাজী সাধুর পাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি।’ 

সাংবাদিক নাদিম গত ১৪ জুন রাত ১০টার দিকে পেশাগত দায়িত্বপালন শেষে বাড়ি ফেরার পথে পৌর শহরের পাটহাটি মোড় এলাকায় সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের সাময়িক বরখাস্ত হওয়া চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর নেতৃত্বে সন্ত্রাসী হামলার শিকার হন বলে অভিযোগ ওঠে। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

 ১৭ জুন নিহত নাদিমের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে বরখাস্ত হওয়া চেয়ারম্যান বাবুকে প্রধান আসামি করে ২২ জনের নামে ও আরও ২০-২৫ জনকে অজ্ঞাত আসামি করে বকশিগঞ্জ থানায় মামলা দায়ের করেন। সাংবাদিক নাদিম হত্যা মামলায় ২২ জন আসামির মধ্যে ৫ জন গ্রেপ্তার হয়েছেন। বাবু চেয়ারম্যানের ছেলে ও মামলার ২ নম্বর আসামি ফাহিম ফয়সাল রিফাতসহ ১৭ জন আসামি ধরাছোঁয়ার বাইরে রয়েছেন। নাদিম হত্যাকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

সাংবাদিক নাদিম বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের জামালপুর জেলা প্রতিনিধি ছিলেন। তিনি নিলক্ষিয়া ইউনিয়নের গোমেরপাড়া এলাকার আব্দুল করিমের ছেলে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টেলিগ্রামে সংগঠিত হচ্ছে আ.লীগ, হাসিনার সঙ্গে কথা বলতে টাকা নিচ্ছেন ওবায়দুল কাদের

আগামী ১১ দিন নৈরাজ্যের আশঙ্কা, ঠেকাতে এসপিদের এসবির চিঠি

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি বিজ্ঞপ্তি কাল, পরীক্ষা তিন ইউনিটে

ম্যানহোলে পড়ে নারী নিখোঁজ: ‘‎মব’ তৈরি করে হামলার চেষ্টা, উদ্ধার কার্যক্রম বন্ধ

প্রাথমিকে পাঠদান: বাইরের ২০ কাজের চাপে শিক্ষক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত