জামালপুর প্রতিনিধি
জামালপুরের বকশিগঞ্জে সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যা মামলায় শামীম গাজী নামের এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার রাত সাড়ে ৮টার দিকে বকশিগঞ্জ পৌর শহরের গরুহাটি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
শামীম গাজীর বাড়ি বকশিগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের আর্চ্চাকান্দি এলাকায়। তিনি সাধুর পাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি।
গ্রেপ্তারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন বকশিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা। তিনি বলেন, ‘সাংবাদিক নাদিম হত্যাকাণ্ডে জড়িত থাকার ঘটনায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শামীমকে গ্রেপ্তার করা হয়।’
বকশিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহদপ্তর সম্পাদক মোশারফ হোসেন বলেন, ‘গ্রেপ্তার শামীম গাজী সাধুর পাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি।’
সাংবাদিক নাদিম গত ১৪ জুন রাত ১০টার দিকে পেশাগত দায়িত্বপালন শেষে বাড়ি ফেরার পথে পৌর শহরের পাটহাটি মোড় এলাকায় সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের সাময়িক বরখাস্ত হওয়া চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর নেতৃত্বে সন্ত্রাসী হামলার শিকার হন বলে অভিযোগ ওঠে। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
১৭ জুন নিহত নাদিমের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে বরখাস্ত হওয়া চেয়ারম্যান বাবুকে প্রধান আসামি করে ২২ জনের নামে ও আরও ২০-২৫ জনকে অজ্ঞাত আসামি করে বকশিগঞ্জ থানায় মামলা দায়ের করেন। সাংবাদিক নাদিম হত্যা মামলায় ২২ জন আসামির মধ্যে ৫ জন গ্রেপ্তার হয়েছেন। বাবু চেয়ারম্যানের ছেলে ও মামলার ২ নম্বর আসামি ফাহিম ফয়সাল রিফাতসহ ১৭ জন আসামি ধরাছোঁয়ার বাইরে রয়েছেন। নাদিম হত্যাকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সাংবাদিক নাদিম বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের জামালপুর জেলা প্রতিনিধি ছিলেন। তিনি নিলক্ষিয়া ইউনিয়নের গোমেরপাড়া এলাকার আব্দুল করিমের ছেলে।
জামালপুরের বকশিগঞ্জে সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যা মামলায় শামীম গাজী নামের এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার রাত সাড়ে ৮টার দিকে বকশিগঞ্জ পৌর শহরের গরুহাটি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
শামীম গাজীর বাড়ি বকশিগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের আর্চ্চাকান্দি এলাকায়। তিনি সাধুর পাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি।
গ্রেপ্তারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন বকশিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা। তিনি বলেন, ‘সাংবাদিক নাদিম হত্যাকাণ্ডে জড়িত থাকার ঘটনায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শামীমকে গ্রেপ্তার করা হয়।’
বকশিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহদপ্তর সম্পাদক মোশারফ হোসেন বলেন, ‘গ্রেপ্তার শামীম গাজী সাধুর পাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি।’
সাংবাদিক নাদিম গত ১৪ জুন রাত ১০টার দিকে পেশাগত দায়িত্বপালন শেষে বাড়ি ফেরার পথে পৌর শহরের পাটহাটি মোড় এলাকায় সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের সাময়িক বরখাস্ত হওয়া চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর নেতৃত্বে সন্ত্রাসী হামলার শিকার হন বলে অভিযোগ ওঠে। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
১৭ জুন নিহত নাদিমের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে বরখাস্ত হওয়া চেয়ারম্যান বাবুকে প্রধান আসামি করে ২২ জনের নামে ও আরও ২০-২৫ জনকে অজ্ঞাত আসামি করে বকশিগঞ্জ থানায় মামলা দায়ের করেন। সাংবাদিক নাদিম হত্যা মামলায় ২২ জন আসামির মধ্যে ৫ জন গ্রেপ্তার হয়েছেন। বাবু চেয়ারম্যানের ছেলে ও মামলার ২ নম্বর আসামি ফাহিম ফয়সাল রিফাতসহ ১৭ জন আসামি ধরাছোঁয়ার বাইরে রয়েছেন। নাদিম হত্যাকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সাংবাদিক নাদিম বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের জামালপুর জেলা প্রতিনিধি ছিলেন। তিনি নিলক্ষিয়া ইউনিয়নের গোমেরপাড়া এলাকার আব্দুল করিমের ছেলে।
খাল সংস্কার কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে খালের পাড় থেকে খননযন্ত্র পর্যন্ত ‘লাল গালিচা’ বিছানোর ব্যাখ্যা দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। ডিএনসিসি বলছে, কোনো ধরনের অপব্যয় বা অতিরিক্ত শ্রদ্ধা প্রদর্শনের উদ্দেশ্য এখানে নেই। শুধু পিচ্ছিল পথে নিরাপত্তার জন্য লাল রঙের ‘কার্পেট সদৃশ ম্যাট’ ব্যব
৮ মিনিট আগেনাশকতার মামলায় চাঁদপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জহিরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার চাঁদপুর শহরের চেয়ারম্যান ঘাট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১০ মিনিট আগেময়মনসিংহে আওয়ামী লীগ ও নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ১১ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার থেকে আজ (রোববার) বিকেল পর্যন্ত বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
১৬ মিনিট আগেকিশোরগঞ্জের ভৈরবে আবারও মেঘনা নদীর ভাঙন শুরু হয়েছে। গত সোমবার রাত থেকে ভাঙন শুরু হয়ে এখনো অব্যাহত রয়েছে। সাত দিনের ব্যাপক ভাঙনের ঝুঁকিতে ভৈরবের বাণিজ্য কেন্দ্র, দুটি রেলওয়ে এবং একটি সেতু। এতে আতঙ্কিত ভৈরব বাজারের বাসিন্দা ও ব্যবসায়ীরা।
১৯ মিনিট আগে