Ajker Patrika

৪০০ প্রজাতির গাছ নিয়ে ময়মনসিংহে মাসব্যাপী বৃক্ষমেলা শুরু

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ২৬ মে ২০২৩, ১৫: ০৯
Thumbnail image

ময়মনসিংহে প্রায় ৪০০ প্রজাতির গাছের চারা নিয়ে শুরু হয়েছে মাসব্যাপী বৃক্ষমেলা। ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) উদ্যোগে টাউন হল প্রাঙ্গণে আজ শুক্রবার সকালে মেলার উদ্বোধন করেন সিটি মেয়র মো. ইকরামুল হক টিটু।

এই মেলার ২৫টি স্টলে দেশি-বিদেশি বিভিন্ন জাতের ফলদ, বনজ, পুষ্পজাতীয় ও অর্নামেন্টাল বা সৌন্দর্যবর্ধনকারী গাছের চারাসহ প্রায় ৪০০ প্রজাতির গাছের চারা পাওয়া যাচ্ছে। মেলাটি আগামী ২৫ জুন পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলমান থাকবে।

উদ্বোধনকালে মসিক মেয়র ইকরামুল হক টিটু বলেন, ‘পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে উৎসাহিত করা এবং নতুন প্রজন্মকে বৃক্ষের সঙ্গে পরিচিত করার লক্ষ্যে প্রতিবছরই ময়মনসিংহ সিটি করপোরেশনের উদ্যোগে বৃক্ষমেলার আয়োজন করা হয়। এ ছাড়া এই আয়োজনের মাধ্যমে উদ্যোক্তারাও যাতে উৎসাহিত হয় এবং তাদের কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখে।’

মেয়র আরও বলেন, ‘মানুষ এখন বাড়ির ছাদ, আঙিনা, খালি জায়গায় বৃক্ষ রোপণ করছে। এই মেলা এসব উদ্যোগকে আরও বেগবান করবে, যা সবুজ ময়মনসিংহ গড়ায় ভূমিকা রাখবে।’

উদ্বোধনী অনুষ্ঠানে মসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইউসুফ আলী, প্যানেল মেয়র-৩ সামীমা আক্তার, কাউন্সিলর সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু ও সেলিনা আক্তার, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা অসীম সাহা, নার্সারি মালিক সমিতির নেতৃবৃন্দসহ সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত