Ajker Patrika

নান্দাইলে বজ্রপাতে শিশুর মৃত্যু

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ময়মনসিংহের নান্দাইলে বজ্রপাতে মো. সাইদুল ইসলাম (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার (৩১ মে) বেলা ২টার দিকে উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড কামালপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাইদুল ওই গ্রামের হযরত আলীর ছেলে। সে গাজীপুরের মাওনায় একটি স্কুলের ৬ষ্ঠ শ্রেণিতে পড়াশোনা করত।

নিহত ব্যক্তির পারিবারিক সূত্রে জানা গেছে, মো. সাইদুল ইসলাম তার পরিবারের সঙ্গে গাজীপুরের মাওনা এলাকায় বসবাস করত। পরীক্ষা শেষ হওয়ায় গত সপ্তাহে বাবা হয়রত আলীর সঙ্গে নিজ বাড়ি কামালপুরে আসে। আজ দুপুরে বাড়ির পাশে বৃষ্টির মধ্যে শিশুদের সঙ্গে খেলা করছিল সাইদুল ইসলাম। হঠাৎ বজ্রপাতে মাটিতে লুটিয়ে পড়ে সে। খবর পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ব্যক্তির চাচা মো. মারফত জানান, সাইদুল তার বাবার সঙ্গে ঈদের ছুটিতে বাড়িতে এসেছিল। দুপুরের দিকে বাচ্চাদের সঙ্গে খেলা করার সময় বজ্রপাতে মারা গেছে।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ‘বজ্রপাতে শিশুমৃত্যুর খবর পেয়েছি। পুলিশ পাঠানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাষ্ট্রের গোপন নথি ফাঁস: এনবিআরের দ্বিতীয় সচিব মুকিতুলের বিরুদ্ধে এবার মামলা

রক্ত কেনা যায় না—ইয়েমেনে নিমিশাকে ক্ষমা করতে অস্বীকৃতি মাহদির পরিবারের

২৫ সেকেন্ডে ১২ গুলি, হাসপাতালে গ্যাংস্টারের শরীর ঝাঁঝরা

গোপালগঞ্জে সহিংসতায় নিহত ৪ জনের ময়নাতদন্ত হলো না, প্রশ্ন এড়িয়ে গেলেন ডিআইজি

বিএনপির অভ্যন্তরীণ কোন্দল: সাবেক এমপিসহ ৬০ জনের বিরুদ্ধে মামলা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত