Ajker Patrika

বকশীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ 

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
আপডেট : ০৫ অক্টোবর ২০২২, ১৫: ৩১
বকশীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ 

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় যুবলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম তারা (৫২) ও আবুল হোসেন (৬০) নামে দুজন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ও রাত ৯টার দিকে দুর্ঘটনা দুটি ঘটেছে। 

নিহত আব্দুল আলিম তারা মেরুচর ইউনিয়নের খেওয়ার চর গ্রামের মৃত দৌলত হোসেন দালানের ছেলে। অপর নিহত আবুল হোসেন পৌর এলাকার চন্দের বনে গ্রামের মৃত তছিম উদ্দিনের ছেলে। 

জানা গেছে, গতকাল সন্ধ্যার দিকে আব্দুল আলিম ইসলামপুরে উপজেলার মোশারফগঞ্জ এলাকায় একটি পেট্রলপাম্প থেকে তেল নিয়ে হাইওয়ে রাস্তার ওপর ওঠার সঙ্গে সঙ্গে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেল তাঁকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে তাঁকে উদ্ধার করে প্রথমে জামালপুর জেনারেল হাসপাতালে, পরে ময়মনসিংহ সদর হাসপাতালে রেফার্ড করা হয়। এ সময় ময়মনসিংহে নিয়ে যাওয়ার পথে জামালপুরের নান্দিনা এলাকায় মারা যান তিনি। 

ইসলামপুর থানার উপপরিদর্শক (এসআই) আকরাম হোসেন বলেন, সড়ক দুর্ঘটনায় আহত আব্দুল আলিম তারাকে ময়মনসিংহ সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান। 

অন্যদিকে একই দিনে রাত ৯টার দিকে বকশীগঞ্জ পৌর এলাকায় হাইওয়ে থানার সামনে মোটরসাইকেলের ধাক্কায় সাইকেল আরোহী আবুল হোসেন (৬০) নিহত হয়েছেন। 

স্থানীয়রা জানান, গতকাল রাত ৯টার দিকে বাড়ি থেকে সাইকেল চালিয়ে বকশীগঞ্জ বাজারে যাওয়ার পথে আবুল হোসেনকে পেছন থেকে মোটরসাইকেল ধাক্কা দেয়। গুরুতর আহতাবস্থায় তাঁকে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবুল হোসেনকে মৃত ঘোষণা করেন। 

বকশীগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

বিড়াল নির্যাতনের ঘটনায় গ্রামীণফোন ও অ্যারিস্টোফার্মা কেন আলোচনায়

বাগ্‌বিতণ্ডার মধ্যে সাম্যকে ইট ও ধারালো অস্ত্রের আঘাত করা হয়: ডিএমপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত