Ajker Patrika

প্রদর্শনীতে বিঘ্ন ঘটায় ঈশ্বরগঞ্জে সিনেমা হলে ভাঙচুর, আগুন

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
আপডেট : ০২ এপ্রিল ২০২৫, ১৪: ৪৭
ঈশ্বরগঞ্জে সিনেমা হলে ভাঙচুর, আগুন। ছবি: সংগৃহীত
ঈশ্বরগঞ্জে সিনেমা হলে ভাঙচুর, আগুন। ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে প্রদর্শনীতে বিঘ্ন ঘটায় সিনেমা হলে ভাঙচুরের পর আগুন দিয়েছে বিক্ষুব্ধ দর্শক। গতকাল মঙ্গলবার (১ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঈশ্বরগঞ্জ পৌর বাজারের মাছমহালে সোনালী টকিজ সিনেমা হলে ঈদ উপলক্ষে ‘বরবাদ’ সিনেমা চলছে। গতকাল সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হওয়া শোতে ডিসি, বেলকনি ও প্রথম শ্রেণির টিকিট বিক্রি হয়। কিন্তু সাউন্ড সিস্টেমে যান্ত্রিক ত্রুটির কারণে সিনেমার মাঝপথে প্রদর্শন থেমে যায়। বেশ কিছু সময় নিয়ে যান্ত্রিক ত্রুটি ঠিক করতে না পারায় সাড়ে ৮টার দিকে দর্শক হলের ভেতরে ভাঙচুর শুরু করে।

রাত ৯টা পর্যন্ত সিনেমা হলে বসার বেঞ্চ, চেয়ার, টিকিট বিক্রির কক্ষে ভাঙচুর চালায় ক্ষুব্ধ দর্শক। পরে পোস্টার ছিঁড়ে হলের নিচতলায় আগুন ধরিয়ে দেয়। এ সময় স্থানীয় একদল যুবক ধাওয়া দিলে হল এলাকা ত্যাগ করে বিক্ষুব্ধ দর্শক। রাতে সাড়ে ৯টার দিকে পুলিশ ঘটনাস্থলে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, যান্ত্রিক ত্রুটির সময় হল কর্তৃপক্ষ কলাপসিবল গেটে তালা দিয়ে চলে যাওয়ায় দর্শক ক্ষুব্ধ হয়ে ভাঙচুর চালায়।

খবর পেয়ে সিনেমা হলে গেলে হলের পরিচালক হারুনুর রশিদকে পাওয়া যায়নি। তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ায় বিশ্রামে রয়েছেন বলে জানান হলটির শ্রমিকেরা।

ঈশ্বরগঞ্জে সিনেমা হলে ভাঙচুর, আগুন। ছবি: সংগৃহীত
ঈশ্বরগঞ্জে সিনেমা হলে ভাঙচুর, আগুন। ছবি: সংগৃহীত

এ বিষয়ে জানতে চাইলে ঈশ্বরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) প্রজিত কুমার দাস আজকের পত্রিকাকে বলেন, ‘সিনেমা চলার সময় সাউন্ড সিস্টেমে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। সেটি মেরামত করতে না পারায় কর্তৃপক্ষ বাইরে থেকে সাউন্ড সিস্টেম ভাড়া করে আনতে যায়। কিন্তু বাইরে কলাপসিবল গেটে তালা দেখে দর্শক বিক্ষুব্ধ হয়ে ভাঙচুর চালায়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশি পণ্যে ৩৭ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প

বিমসটেক সম্মেলনে ড. ইউনূস ও নরেন্দ্র মোদি বৈঠক হচ্ছে

বনশ্রীতে নারীকে হেনস্তা–মারধরের অভিযোগ, গ্রেপ্তার ৩

ড. ইউনূসের সেভেন সিস্টার্স নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিলেন হাই রিপ্রেজেন্টেটিভ

ঈদের দিন ঘুরতে গিয়ে ধর্ষণের শিকার নববধূ, সাবেক প্রেমিক কারাগারে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত