Ajker Patrika

দেওয়ানগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২২, ১৫: ১২
দেওয়ানগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে সড়ক দুর্ঘটনায় আবু রায়হান নামের আড়াই বছরের এক শিশু নিহত হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার সীমান্তবর্তী ডাংধরা ইউনিয়নের পাথরের চর বাজারে এই দুর্ঘটনা ঘটে। শিশু আবু রায়হান তার বাবা-মায়ের সঙ্গে সিএনজি অটোরিকশায় করে রৌমারী যাচ্ছিল। 

নিহত শিশু আবু রায়হান বকশীগঞ্জ উপজেলার মো. শাহিন মিয়ার ছেলে। 

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বকশীগঞ্জ থেকে ছেড়ে আসা রৌমারীগামী একটি সিএনজি অটোরিকশা পাথরের চর বাজারে টোলঘরের সামনের সড়কে টানানো রশিতে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই মারা যায় শিশুটি। এ সময় অটোরিকশার গতি বেপরোয়া ছিল বলে স্থানীয়রা জানায়। পুলিশ গাড়িটি জব্দ করলেও গাড়িরচালক পালিয়ে গেছেন। 

এ বিষয়ে সানান্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জোহায়ের হোসেন খান জানান, শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত