Ajker Patrika

দুর্গাপুরে ফসল রক্ষায় সোমেশ্বরী নদী খননের দাবিতে মানববন্ধন, স্মারকলিপি

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
আপডেট : ২৭ জুন ২০২৪, ১৮: ৫৫
দুর্গাপুরে ফসল রক্ষায় সোমেশ্বরী নদী খননের দাবিতে মানববন্ধন, স্মারকলিপি

নেত্রকোনার দুর্গাপুরে পাহাড়ি ঢল থেকে ফসল রক্ষায় সোমেশ্বরী নদী খননের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে সর্বস্তরের কৃষকের ব্যানারে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, চলতি বছর পাহাড়ি ঢলের সঙ্গে আসা বালু কৃষকের জমিতে পড়ে। বর্তমানে ইজারা বন্ধ থাকায় নদী থেকে বালু উত্তোলন বন্ধ রয়েছে। তাই প্রধানমন্ত্রীর কাছে দাবি, সোমেশ্বরী নদীর দুই পারে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণসহ নদী খনন করে যেন ফসলি জমি রক্ষা করা হয়।

দুর্গাপুরে ফসল রক্ষায় সোমেশ্বরী নদী খননের দাবিতে স্মারকলিপি। ছবি: আজকের পত্রিকামানববন্ধনে সর্বস্তরের কৃষকের পক্ষে বক্তব্য দেন আশ্রাব আলী, মামুনুর রশিদ, ফরিদ মিয়া, শহিদুল ইসলাম, ইন্তাজ আলী, কবীর, মোতালেব, ফজলু, আমিনুলসহ অনেকে।

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেন কৃষকেরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত