Ajker Patrika

বাবাকে গলা কেটে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার

নেত্রকোনা প্রতিনিধি
আপডেট : ০৭ মে ২০২৩, ১৫: ৩১
বাবাকে গলা কেটে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার

নেত্রকোনার মোহনগঞ্জে বাবাকে গলা কেটে হত্যার পর লাশ মাটিচাপা দেওয়ার অভিযোগে ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার বিকেলে তাঁকে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

র‍্যাব বলছে, গ্রেপ্তারের পর আরমান হত্যাকাণ্ডে তাঁর সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার যুবকের নামে মোহনগঞ্জ থানায় হত্যা, দস্যুতাসহ চারটি মামলা রয়েছে। এসব মামলা বিচারাধীন রয়েছে।

গতকাল শনিবার সন্ধ্যায় ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার স্কয়ার মাস্টারবাড়ী এলাকা থেকে র‍্যাবের সহযোগিতায় তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার যুবক হলেন আরমান শাহ (২৩)। তিনি নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বড় বেথাম গ্রামের আবুল হোসেনের (৫৫) ছেলে। আরমান শাহ তাঁর বাবা আবুল হোসেনকে নিজ বাসায় গলা কেটে হত্যা করেন।

পুলিশ বলছে, গত ১৮ মার্চ রাতে আরমান শাহ তাঁর বাবা আবুল হোসেনকে নিজ বাসায় গলা কেটে হত্যা করেন। পরে বন্ধু আশিকুর রহমান আবিরকে সঙ্গে নিয়ে লাশ লুকানোর বিষয়ে গভীর রাত পর্যন্ত পরিকল্পনা করেন। দুজনে মিলে লাশ পুড়িয়ে ফেলা বা দূরে কোথাও নিয়ে গিয়ে ফেলে দেওয়ার সিদ্ধান্তও নেন। তবে লোকজন দেখে ফেলবে ভয়ে বাড়ির পাশের সাপমরা খালে গর্ত খুঁড়ে লাশ পুঁতে রাখেন। পরে ওপরের জমিতে জমে থাকা বৃষ্টির পানি খালে ছেড়ে দেওয়া হয়, যাতে করে লাশ পানিতে তলিয়ে যায়। এদিকে আবুল হোসেনকে খুঁজে না পেয়ে দুই দিন পর থানায় বিষয়টি অবহিত করেন তাঁর ভাই হিরা মিয়া।

পুলিশ আরও জানায়, পুলিশ বিষয়টি আমলে নিয়ে আরমানের বন্ধু আবিরকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। আবিরের দেওয়া তথ্যমতে, খালের পাড় থেকে মাটিতে পুঁতে রাখা অবস্থায় আবুল হোসেনের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহত আবুল হোসেনের স্ত্রী রুবাহার, মেয়ে চিন্তামনি ও আবিরকে আটক করে পুলিশ। এ সময় আরমান পালিয়ে যান। পরে নিহতের বড় ভাই সোহরাব শাহ বাদী হয়ে আরমানকে প্রধান আসামি করে চারজনের নামে হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় আটক তিনজনকে (রুবাহার, চিন্তামনি ও আবির) গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায় পুলিশ। আদালত তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান। তাঁরা এখনো কারাগারে রয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত