নাজমুল হাসান সাগর, জামালপুর থেকে
একের পর এক বিতর্কিত মন্তব্য ও মাহিয়া মাহির সঙ্গে অশ্লীল কথোপকথনের ফোন কলের রেকর্ড ফাঁস হওয়ায় মন্ত্রিত্ব, সংসদ সদস্য পদ ও দলীয় পদ হারিয়েছিলেন সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। এবার দলীয় প্রতীক পাননি তিনি। করছেন স্বতন্ত্র নির্বাচন। নিজ এলাকা জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল প্রতীকে সংসদ সদস্য পদে নির্বাচন করছেন তিনি।
দীর্ঘদিন আড়ালে থাকলেও বর্তমানে খুব ব্যস্ত সময় পার করছেন নির্বাচনী প্রচার নিয়ে। গতকাল সারা দিন মুরাদ হাসানের নির্বাচনী এলাকা ঘুরে দেখা যায় তিনি পুরো এলাকা চষে বেড়াচ্ছেন। জয়ের ব্যাপারেও আশাবাদী। তাঁকে ঘিরে বিভিন্ন আলোচনা থাকলেও এলাকার অনেক সেসব সেসব তেমন আমলে নিচ্ছে না। তবে কিছু মানুষ তাঁর কর্মকাণ্ড নিয়ে চর্চা করছে।
এই আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে কথা বলেন যমুনা সার কারখানা এলাকার বাসিন্দা দিনমজুর দুলাল মিয়া ৷ ৫৫ ছুঁই ছুঁই এই ব্যক্তির মুরাদের প্রতি আগ্রহ ও সমর্থন সবই আছে। তবে একনিষ্ঠ নৌকার সমর্থক। তাই মুরাদ হাসানকে নিয়ে কিছুটা হতাশা আছে তাঁর মনে। স্থানীয় ভাষায় দুলাল বলেন, ‘নায়িকা নিয়ে এসব কর্মকাণ্ড না ঘটালে কী এবার তাঁর নৌকা ছাড়া নির্বাচন করতে হয়? এলাকায় তার ভালো জনপ্রিয়তা, তার পরও নৌকা পেল অন্য কেউ। এসব না ঘটালে নৌকা কোনো দিনই অন্য কেউ পেত না।’
সরিষাবাড়ী সদর আরামনগর বাজার এলাকায় কথা হয় নতুন ও তরুণ ভোটার শফিকুর রহমানের সঙ্গে। মুরাদের এলাকাভিত্তিক প্রভাব ও জনপ্রিয়তার কথা স্বীকার করেন এই তরুণ। তবে তাঁর কর্মকাণ্ড নিয়ে মাঝে মাঝেই বেশ বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয় বলে ক্ষোভ প্রকাশ করলেন ৷ তিনি বলেন, ‘তাঁর এমন কর্মকাণ্ডর জন্য দেশের যেকোনো প্রান্তে গেলেই আমাদের ট্রল-টিটকারির শিকার হতে হয়। তখন বিষয়টা খুব খারাপ লাগে। উনি আমাদের জন্য এমন টিটকারির বদলে সম্মান বয়ে আনতে পারতেন ৷ সেই যোগ্যতা ও সম্ভাবনাও তাঁর ছিল।’
চিত্রনায়িকা মাহিয়া মাহিকে জড়িয়ে ঘটনার দিকে ইঙ্গিত করে পাশে থাকা অটোচালক রওশন মিয়া বলেন, ‘এরকম ঘটনা অনেকেই ঘটায়। কারোটা ফাঁস হয়, আবার কারোটা হয় না। মন্ত্রীরটা (মুরাদ) হয়েছে ৷ এটার সঙ্গে আমাদের লেনাদেনা খুব কম। উনি এলাকার জন্য কাজ করছে কি না, সেইটাই আমাদের দেখার বিষয়। ভোট দেওয়ার সময় আমি এটাই দেখব।’
দুলাল, শফিকুর আর রওশনের মতো আরও অনেকে সাবেক এই প্রতিমন্ত্রীকে নিয়ে নানা মতামত দিচ্ছেন। এসব কতটা প্রভাব ফেলবে মুরাদের ওপর, তার জন্য অপেক্ষা করতে হবে জানুয়ারির ৭ তারিখ পর্যন্ত। তবে এই আসনে মূল লড়াইটা হবে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী মাহবুবুর রহমান হেলাল আর স্বতন্ত্র দুই প্রার্থীর মধ্যে। স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল মার্কা নিয়ে লড়ছেন সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান ও ট্রাক প্রতীকের প্রার্থী ঢাকার তেজগাঁও আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ।
একের পর এক বিতর্কিত মন্তব্য ও মাহিয়া মাহির সঙ্গে অশ্লীল কথোপকথনের ফোন কলের রেকর্ড ফাঁস হওয়ায় মন্ত্রিত্ব, সংসদ সদস্য পদ ও দলীয় পদ হারিয়েছিলেন সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। এবার দলীয় প্রতীক পাননি তিনি। করছেন স্বতন্ত্র নির্বাচন। নিজ এলাকা জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল প্রতীকে সংসদ সদস্য পদে নির্বাচন করছেন তিনি।
দীর্ঘদিন আড়ালে থাকলেও বর্তমানে খুব ব্যস্ত সময় পার করছেন নির্বাচনী প্রচার নিয়ে। গতকাল সারা দিন মুরাদ হাসানের নির্বাচনী এলাকা ঘুরে দেখা যায় তিনি পুরো এলাকা চষে বেড়াচ্ছেন। জয়ের ব্যাপারেও আশাবাদী। তাঁকে ঘিরে বিভিন্ন আলোচনা থাকলেও এলাকার অনেক সেসব সেসব তেমন আমলে নিচ্ছে না। তবে কিছু মানুষ তাঁর কর্মকাণ্ড নিয়ে চর্চা করছে।
এই আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে কথা বলেন যমুনা সার কারখানা এলাকার বাসিন্দা দিনমজুর দুলাল মিয়া ৷ ৫৫ ছুঁই ছুঁই এই ব্যক্তির মুরাদের প্রতি আগ্রহ ও সমর্থন সবই আছে। তবে একনিষ্ঠ নৌকার সমর্থক। তাই মুরাদ হাসানকে নিয়ে কিছুটা হতাশা আছে তাঁর মনে। স্থানীয় ভাষায় দুলাল বলেন, ‘নায়িকা নিয়ে এসব কর্মকাণ্ড না ঘটালে কী এবার তাঁর নৌকা ছাড়া নির্বাচন করতে হয়? এলাকায় তার ভালো জনপ্রিয়তা, তার পরও নৌকা পেল অন্য কেউ। এসব না ঘটালে নৌকা কোনো দিনই অন্য কেউ পেত না।’
সরিষাবাড়ী সদর আরামনগর বাজার এলাকায় কথা হয় নতুন ও তরুণ ভোটার শফিকুর রহমানের সঙ্গে। মুরাদের এলাকাভিত্তিক প্রভাব ও জনপ্রিয়তার কথা স্বীকার করেন এই তরুণ। তবে তাঁর কর্মকাণ্ড নিয়ে মাঝে মাঝেই বেশ বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয় বলে ক্ষোভ প্রকাশ করলেন ৷ তিনি বলেন, ‘তাঁর এমন কর্মকাণ্ডর জন্য দেশের যেকোনো প্রান্তে গেলেই আমাদের ট্রল-টিটকারির শিকার হতে হয়। তখন বিষয়টা খুব খারাপ লাগে। উনি আমাদের জন্য এমন টিটকারির বদলে সম্মান বয়ে আনতে পারতেন ৷ সেই যোগ্যতা ও সম্ভাবনাও তাঁর ছিল।’
চিত্রনায়িকা মাহিয়া মাহিকে জড়িয়ে ঘটনার দিকে ইঙ্গিত করে পাশে থাকা অটোচালক রওশন মিয়া বলেন, ‘এরকম ঘটনা অনেকেই ঘটায়। কারোটা ফাঁস হয়, আবার কারোটা হয় না। মন্ত্রীরটা (মুরাদ) হয়েছে ৷ এটার সঙ্গে আমাদের লেনাদেনা খুব কম। উনি এলাকার জন্য কাজ করছে কি না, সেইটাই আমাদের দেখার বিষয়। ভোট দেওয়ার সময় আমি এটাই দেখব।’
দুলাল, শফিকুর আর রওশনের মতো আরও অনেকে সাবেক এই প্রতিমন্ত্রীকে নিয়ে নানা মতামত দিচ্ছেন। এসব কতটা প্রভাব ফেলবে মুরাদের ওপর, তার জন্য অপেক্ষা করতে হবে জানুয়ারির ৭ তারিখ পর্যন্ত। তবে এই আসনে মূল লড়াইটা হবে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী মাহবুবুর রহমান হেলাল আর স্বতন্ত্র দুই প্রার্থীর মধ্যে। স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল মার্কা নিয়ে লড়ছেন সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান ও ট্রাক প্রতীকের প্রার্থী ঢাকার তেজগাঁও আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ।
রাজধানীর হাতিরঝিল মোড়ল গলিতে এক যুবদল কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল শনিবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে তাঁকে গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
১৬ মিনিট আগে২০৩০ সালের মধ্যে রাজধানীতে নিরাপদ গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলার উদ্দেশ্যে ঢাকা শহরের বাস রুট যৌক্তিকীকরণ এবং প্রতি রুটে অভিন্ন কোম্পানির অধীনে বাস সার্ভিস চালুর একটি উদ্যোগ নিয়েছিল বিগত সরকার। এজন্য ২৪ কোটি ৪৯ লাখ টাকা ব্যয়ে একটি প্রকল্প শুরু করা হয় ২০২০ সালের ১ মার্চ।
১ ঘণ্টা আগেপুরোপুরি পাকেনি সুনামগঞ্জের জগন্নাথপুরের হাওরের ধান। তবে অকালবন্যার শঙ্কায় ১ বৈশাখ থেকে আনুষ্ঠানিকভাবে ধান কাটা শুরু হয়েছে। কৃষি বিভাগ জানিয়েছে, ইতিমধ্যে ৩০ ভাগের বেশি জমির বোরো ফসল ঘরে তুলেছেন কৃষক।
৫ ঘণ্টা আগেবরগুনার আমতলী উপজেলার খেকুয়ানী মাধ্যমিক বিদ্যালয় ভবনের নিচতলায় বসছে পানের বাজার। খেকুয়ানী বাজারের ইজারাদার শাহ আলম শিকদার এ বাজার বসাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
৬ ঘণ্টা আগে