Ajker Patrika

বাড়ির লোকদের হাত-পা বেঁধে নগদ অর্থ ও স্বর্ণালংকার ডাকাতি

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
আপডেট : ০৮ মে ২০২৫, ১৯: ৫৯
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ময়মনসিংহের ভালুকা উপজেলায় এক বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা বাড়ির লোকদের হাত-পা বেঁধে নগদ অর্থ, স্বর্ণালংকারসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল নিয়ে যান। গতকাল বুধবার রাতে উপজেলার কাচিনা পশ্চিমপাড়া গ্রামে মাওলানা আবুল কালাম আজাদের বাড়িতে ডাকাতির এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় বাসিন্দারা জানায়, মুখোশধারী একটি ডাকাত দল দরজা ভেঙে ঘরের ভেতর ঢুকে পড়ে। প্রথমে তারা ঘরে থাকা পরিবারের সদস্যদের রশি দিয়ে বেঁধে ফেলে। পরে ২ লাখ ১৯ হাজার টাকা, স্বর্ণালংকারসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল নিয়ে পালিয়ে যায়।

বাড়ির মালিকের ছেলে শফিকুল ইসলাম বলেন, ‘রাতে গরুর খাবার দিয়ে দরজার সিটকিনি না লাগিয়ে ঘরে প্রবেশ করি। সঙ্গে সঙ্গেই ঘরে ৮-৯ জন মুখোশধারী ডাকাত ঢুকে পড়ে। তারা আমাদের পরিবারের সবাইকে বেঁধে ফেলে নগদ অর্থ, স্বর্ণালংকার এবং আমার ভাই ইঞ্জিনিয়ার মামুনের ঘরের দরজা ভেঙে নগদ ২ লাখ ১৯ হাজার টাকাসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল নিয়ে পালিয়ে গেছে। ঘটনার পরপর থানা-পুলিশকে খবর দেওয়া হলেও আজ বৃহস্পতিবার দুপুরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।’ ভালুকা মডেল থানার উপপরিদর্শক (এসআই) গোবিন্দ দাস বলেন, খবর পেয়ে তাঁরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সঙ্গে আফগানিস্তান-শ্রীলঙ্কাও ঢাকায় এসিসির সভা বর্জন করল

মুক্তি পেয়ে আ.লীগ নেতার ভিডিও বার্তা, বেআইনি বলল বিএনপি

গাড়ি কেনার টাকা না দেওয়ায় স্ত্রীকে মারধর, নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে মামলা

যুদ্ধবিমানের ২৫০ ইঞ্জিন কিনছে ভারত, ফ্রান্সের সঙ্গে ৬১ হাজার কোটি রুপির চুক্তি

সালাহউদ্দিনকে নিয়ে বিষোদ্‌গার: চকরিয়ায় এনসিপির পথসভার মঞ্চে বিএনপির হামলা-ভাঙচুর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত