Ajker Patrika

ময়মনসিংহে সহস্রাধিক মোটরসাইকেল নিয়ে আ.লীগের শোডাউন

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ০৬ নভেম্বর ২০২৩, ১৮: ১০
ময়মনসিংহে সহস্রাধিক মোটরসাইকেল নিয়ে আ.লীগের শোডাউন

বিএনপি-জামায়াতের ডাকা দ্বিতীয় দফা অবরোধের শেষ দিনে ময়মনসিংহে কোনো প্রভাব পড়েনি। তবে শান্তি সমাবেশ, অবস্থান কর্মসূচি ও মোটরসাইকেল মহড়ার মাধ্যমে রাজপথ দখলে রেখেছে আওয়ামী লীগ। আজ সোমবার দুপুরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুলের নেতৃত্বে এক বিশাল মোটর শোডাউন হয়েছে।

‘বিএনপি-জামায়াতের অবরোধ, সর্বক্ষেত্রে প্রতিরোধ’—এই স্লোগানে এক হাজারের বেশি মোটরসাইকেল নিয়ে সদর উপজেলায় প্রায় ১০০ কিলোমিটার পথে শোডাউন করেন নেতা-কর্মীরা। মোটর শোভাযাত্রাটি নগরীর টাউন হল প্রাঙ্গণ থেকে শুরু হয়। পরে সেটি সদরের ঘাগড়া, বেগুনবাড়ী, কাশেমপুর, বিদ্যাগঞ্জ বাজার, নিমতলা বাজার ও অষ্টধর বাজার ঘুরে সরকারি পুকুরপাড়, দাপুনিয়া, পাড়াইল, ভাবখালী ইউনিয়ন হয়ে চুরখাইয়ের নাজিরাবাদ স্কুল অ্যান্ড কলেজে গিয়ে শেষ হয়। এতে জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন। 
 
শোভাযাত্রাপূর্ব সমাবেশে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জম হোসেন বাবুল বলেন, ‘আমরা যেকোনো মূল্যে রাজপথ দখলে রাখব। জামায়াত-বিএনপির বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ চলবে। ময়মনসিংহের কোথাও তাদের রাস্তায় নামতে দেওয়া হবে না। আমরা চাই, বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে শেখ হাসিনা আবারও সরকার গঠন করবেন এবং সেই সরকার দেশ চালাবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত