মৌলভীবাজার প্রতিনিধি
পবিত্র ঈদুল আজহার লম্বা ছুটিতে পর্যটকদের বরণ করতে প্রস্তুত মৌলভীবাজার জেলা। দেশের ভ্রমণপিপাসুদের কাছে অন্যতম আকর্ষণীয় স্থান এটি। পর্যটকেরা এখানে এসে চা-বাগানঘেরা জেলাটির প্রাকৃতিক সৌন্দর্যে বিমোহিত হন। এবারের ঈদের লম্বা ছুটিতে বিপুলসংখ্যক পর্যটক মৌলভীবাজারে বেড়াতে আসবেন বলে পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীরা আশা করছেন। ইতিমধ্যে জেলার হোটেল ও রিসোর্টগুলোর প্রায় ৮০ শতাংশ অগ্রীম বুকিং হয়ে গেছে।
৫ জুন থেকে ১৪ জুন টানা ১০ দিন এবার ঈদের ছুটি ঘোষণা করা হয়েছে। পর্যটন-ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টরা জানান, সবচেয়ে বেশি পর্যটক মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জে যান। ছোট রিসোর্টগুলো শতভাগ বুকিং হয়ে গেছে। বড় রিসোর্ট ও হোটেলের ৮০ শতাংশ অগ্রীম বুকিং হয়েছে।
মৌলভীবাজারে রয়েছে লাউয়াছড়া জাতীয় উদ্যান, উঁচু-নিচু সবুজ চা-বাগান, মাধবপুর লেক, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্মৃতি কমপ্লেক্স, মাধবকুণ্ড জলপ্রপাত, বাইক্কা বিল, হামহাম জলপ্রপাত, মণিপুরী পল্লি, খাসিয়া পুঞ্জি, হাকালুকি হাওর, বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট, নীলকণ্ঠ টি কেবিন, সীতেশ বাবুর চিড়িয়াখানা, পৃথিমপাশা নবাববাড়ি, পাথারিয়া হিলস রিজার্ভ ফরেস্ট, বর্ষিজোড়া ইকোপার্কসহ বিভিন্ন দর্শনীয় স্থান। এসব জায়গা এবার ঈদের ছুটিতে পর্যটকদের পদচারণায় মুখর থাকবে বলে আশা করা হচ্ছে।
শ্রীমঙ্গলের একটি রিসোর্ট অ্যান্ড গলফের ব্যবস্থাপনা পরিচালক আরমান খান বলেন, ‘ঈদের ছুটিতে আমাদের অগ্রীম বুকিং হয়েছে প্রায় ৮০ শতাংশ। আমরা আশা করছি, গত ঈদের চেয়ে এবার পর্যটক বেশি আসবেন মৌলভীবাজারে।’ শ্রীমঙ্গল পর্যটনসেবা সংস্থার সভাপতি ও গ্র্যান্ড সেলিম রিসোর্টের মালিক সেলিম আহমদ বলেন, ‘জেলার বেশির ভাগ রিসোর্ট শ্রীমঙ্গলে অবস্থিত। প্রায় সব রিসোর্ট শতভাগ বুকিং হয়ে গেছে। ৬ থেকে ১৫ জুনের জন্য পর্যটকেরা আগাম বুকিং দিয়ে রেখেছেন। আমরা এরই মধ্যে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছি। আমরা আশা করছি, ঈদের লম্বা ছুটিতে চায়ের রাজ্যে প্রচুর পর্যটকের সমাগম হবে।’
ট্যুরিস্ট পুলিশ শ্রীমঙ্গল জোনের পরিদর্শক মো. কামরুল হোসেন চৌধুরী বলেন, ‘ঈদের লম্বা ছুটিতে প্রচুর পর্যটক হবে। ইতিমধ্যেই আমরা পর্যটনসংশ্লিষ্টদের সঙ্গে সভা করেছি। আমরা পর্যটকদের নিরাপত্তার জন্য প্রতিটি দর্শনীয় স্থানে নজর রাখছি।’
পর্যটকের নিরাপত্তার বিষয়ে মৌলভীবাজারের পুলিশ সুপার কে এইচ জাহাঙ্গীর হোসেন বলেন, পবিত্র ঈদুল আজহার ছুটিতে পর্যটকেরা যাতে নিরাপদে ভ্রমণ করে গন্তব্যে ফিরতে পারেন, এ জন্য জেলা পুলিশ, ট্যুরিস্ট পুলিশ ও সংশ্লিষ্ট থানা-পুলিশ কাজ করছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সব সময় প্রস্তুত। ঈদের ছুটিতে পর্যটনকেন্দ্রে সব সময় পুলিশের দল রয়েছে।
পবিত্র ঈদুল আজহার লম্বা ছুটিতে পর্যটকদের বরণ করতে প্রস্তুত মৌলভীবাজার জেলা। দেশের ভ্রমণপিপাসুদের কাছে অন্যতম আকর্ষণীয় স্থান এটি। পর্যটকেরা এখানে এসে চা-বাগানঘেরা জেলাটির প্রাকৃতিক সৌন্দর্যে বিমোহিত হন। এবারের ঈদের লম্বা ছুটিতে বিপুলসংখ্যক পর্যটক মৌলভীবাজারে বেড়াতে আসবেন বলে পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীরা আশা করছেন। ইতিমধ্যে জেলার হোটেল ও রিসোর্টগুলোর প্রায় ৮০ শতাংশ অগ্রীম বুকিং হয়ে গেছে।
৫ জুন থেকে ১৪ জুন টানা ১০ দিন এবার ঈদের ছুটি ঘোষণা করা হয়েছে। পর্যটন-ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টরা জানান, সবচেয়ে বেশি পর্যটক মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জে যান। ছোট রিসোর্টগুলো শতভাগ বুকিং হয়ে গেছে। বড় রিসোর্ট ও হোটেলের ৮০ শতাংশ অগ্রীম বুকিং হয়েছে।
মৌলভীবাজারে রয়েছে লাউয়াছড়া জাতীয় উদ্যান, উঁচু-নিচু সবুজ চা-বাগান, মাধবপুর লেক, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্মৃতি কমপ্লেক্স, মাধবকুণ্ড জলপ্রপাত, বাইক্কা বিল, হামহাম জলপ্রপাত, মণিপুরী পল্লি, খাসিয়া পুঞ্জি, হাকালুকি হাওর, বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট, নীলকণ্ঠ টি কেবিন, সীতেশ বাবুর চিড়িয়াখানা, পৃথিমপাশা নবাববাড়ি, পাথারিয়া হিলস রিজার্ভ ফরেস্ট, বর্ষিজোড়া ইকোপার্কসহ বিভিন্ন দর্শনীয় স্থান। এসব জায়গা এবার ঈদের ছুটিতে পর্যটকদের পদচারণায় মুখর থাকবে বলে আশা করা হচ্ছে।
শ্রীমঙ্গলের একটি রিসোর্ট অ্যান্ড গলফের ব্যবস্থাপনা পরিচালক আরমান খান বলেন, ‘ঈদের ছুটিতে আমাদের অগ্রীম বুকিং হয়েছে প্রায় ৮০ শতাংশ। আমরা আশা করছি, গত ঈদের চেয়ে এবার পর্যটক বেশি আসবেন মৌলভীবাজারে।’ শ্রীমঙ্গল পর্যটনসেবা সংস্থার সভাপতি ও গ্র্যান্ড সেলিম রিসোর্টের মালিক সেলিম আহমদ বলেন, ‘জেলার বেশির ভাগ রিসোর্ট শ্রীমঙ্গলে অবস্থিত। প্রায় সব রিসোর্ট শতভাগ বুকিং হয়ে গেছে। ৬ থেকে ১৫ জুনের জন্য পর্যটকেরা আগাম বুকিং দিয়ে রেখেছেন। আমরা এরই মধ্যে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছি। আমরা আশা করছি, ঈদের লম্বা ছুটিতে চায়ের রাজ্যে প্রচুর পর্যটকের সমাগম হবে।’
ট্যুরিস্ট পুলিশ শ্রীমঙ্গল জোনের পরিদর্শক মো. কামরুল হোসেন চৌধুরী বলেন, ‘ঈদের লম্বা ছুটিতে প্রচুর পর্যটক হবে। ইতিমধ্যেই আমরা পর্যটনসংশ্লিষ্টদের সঙ্গে সভা করেছি। আমরা পর্যটকদের নিরাপত্তার জন্য প্রতিটি দর্শনীয় স্থানে নজর রাখছি।’
পর্যটকের নিরাপত্তার বিষয়ে মৌলভীবাজারের পুলিশ সুপার কে এইচ জাহাঙ্গীর হোসেন বলেন, পবিত্র ঈদুল আজহার ছুটিতে পর্যটকেরা যাতে নিরাপদে ভ্রমণ করে গন্তব্যে ফিরতে পারেন, এ জন্য জেলা পুলিশ, ট্যুরিস্ট পুলিশ ও সংশ্লিষ্ট থানা-পুলিশ কাজ করছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সব সময় প্রস্তুত। ঈদের ছুটিতে পর্যটনকেন্দ্রে সব সময় পুলিশের দল রয়েছে।
বরিশালে সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে ছাত্রদলের নতুন কমিটি গঠনে কাউন্সিলের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য প্রায় ২ হাজার ৭০০ শিক্ষার্থীকে সদস্যপদ দিয়ে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম শেষ পর্যায়ে।
৫ ঘণ্টা আগেসিরাজগঞ্জের সদর উপজেলার ছাতিয়ানতলীতে গড়ে উঠছে অন্যতম বৃহৎ বিসিক শিল্পপার্ক। উত্তরবঙ্গকে দেশের অন্যতম শিল্পাঞ্চলে রূপ দেওয়ার স্বপ্ন ছিল এ প্রকল্প ঘিরে। তবে ৭১৯ কোটি টাকার এ প্রকল্পের কাজ শেষ না করেই উদ্যোক্তাদের কাছে প্লট হস্তান্তর করায় ক্ষোভে ফুঁসছেন শিল্পোদ্যোক্তারা।
৫ ঘণ্টা আগেহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের কার্গো ভিলেজের আমদানি কার্গো (পণ্য) কমপ্লেক্সে বিভিন্ন আমদানি পণ্যের পাশাপাশি মেয়াদোত্তীর্ণ রাসায়নিক দ্রব্যও মজুত ছিল। স্তূপাকারে ছিল দীর্ঘ দিন ধরে বাজেয়াপ্ত পুরোনো ও নষ্ট মালামাল। ঢাকা কাস্টমস সূত্রে এসব তথ্য জানা গেছে।
৫ ঘণ্টা আগেরাজধানীর মিরপুরের শিয়ালবাড়ী এলাকায় একটি কারখানার ফটকে দায়িত্ব পালন করেন পঞ্চাশোর্ধ্ব ফোরকান মোল্লা। ছয় দিন আগে পাশের রাস্তায় রাসায়নিক গুদাম ও পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের পর তিনি অসুস্থ হয়ে পড়েন। ঘটনার পরদিন তাঁর চোখে জ্বালাপোড়া, শ্বাসকষ্ট ও বমিভাব দেখা দেয়। চিকিৎসার পর কিছুটা সুস্থ হয়েছেন।
৫ ঘণ্টা আগে