মেহেরপুর প্রতিনিধি
সারা দেশে চার দিনের টানা কারফিউর পর আজ (বুধবার) পঞ্চম দিনে স্বাভাবিক হতে শুরু করেছে মেহেরপুরের জনজীবন। স্বল্প পরিমাণে ছেড়ে গেছে দূরপাল্লার বাস। জেলার পরিস্থিতিও অনেকটাই স্বাভাবিক। সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জেলায় কারফিউ শিথিল করেছে জেলা প্রশাসন।
দেখা গেছে, বুধবার ভোর থেকেই দূরপাল্লার কয়েকটি পরিবহন জেলা থেকে ঢাকাসহ বিভিন্ন বিভাগীয় শহরের উদ্দেশে ছেড়ে গেছে। খুলেছে শহরের বেশ কিছু দোকানপাট। সাধারণ মানুষ রাস্তায় বেরিয়ে এসেছে। প্রয়োজনীয় কাজ শেষে আবার বাড়ি ফিরে যাচ্ছে।
তবে, কারফিউ শিথিল হলেও সকাল থেকেই সেনাবাহিনী ও বিজিবির বেশ কয়েকটি দলকে জেলাজুড়ে টহল দিতে দেখা গেছে। পাশাপাশি এখনো শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশ মোতায়েন রয়েছে। সন্দেহভাজন কাউকে দেখলেই তল্লাশি চালানো হচ্ছে।
শহরে প্রয়োজনীয় কেনাকাটা করতে আসা মুজিবনগর উপজেলার শিবপুর গ্রামের বাসিন্দা ডালিম সানোয়ার আজকের পত্রিকাকে বলেন, ‘গত কয়েক দিন কারফিউর কারণে রাস্তায় নামতেই ভয় পাচ্ছিলাম। এখন স্বস্তিতে বাজারে আসতে পারছি। কেনাকাটা করে বাড়িতে ফিরছি।’ তবে বাজারে প্রতিটি জিনিসের দাম অনেক বেড়ে গেছে বলে দাবি করেছেন তিনি।
শহরে পূবাশা টিকিট কাউন্টারের মাস্টার সাখাওয়াত হোসেন সবুজ আজকের পত্রিকাকে বলেন, ‘কারফিউর কারণে বেশ কয়েক দিন দূরপাল্লার কোনো বাস কাউন্টার থেকে ছাড়তে পারেনি। ভোর থেকে জেলার সব কাউন্টার থেকে দু-একটি করে দূরপাল্লার বাস ছেড়ে গেছে। সন্ধ্যার পর থেকে সব বাসই ছেড়ে যাবে।’
তিনি আরও বলেন, ‘কারফিউর সময় শ্রমিকেরা বেকার সময় পার করেছেন। অভাব-অনটনের মধ্যে তাঁরা দিন যাপন করেছেন। বাস চলাচলের খবরে যাত্রীরাও খুশি, তাঁরাও খুশি।’ জেলা থেকে প্রতিদিন ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, ফরিদপুর, খুলনার উদ্দেশে বাস ছেড়ে যায় বলে জানান তিনি।
জেলার সার্বিক বিষয়ে জেলা প্রশাসক শামিম হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘মেহেরপুর শুরু থেকেই শান্ত ছিল। কোনো অপ্রীতিকর ঘটনা এই জেলায় ঘটেনি। কারফিউ শিথিল করা হয়েছে। জনজীবন স্বাভাবিক রয়েছে।’
তিনি আরও বলেন, ‘আগামীকাল (বৃহস্পতিবার) কারফিউ আরও বেশি সময় ধরে শিথিল করা হবে। সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত।’
সারা দেশে চার দিনের টানা কারফিউর পর আজ (বুধবার) পঞ্চম দিনে স্বাভাবিক হতে শুরু করেছে মেহেরপুরের জনজীবন। স্বল্প পরিমাণে ছেড়ে গেছে দূরপাল্লার বাস। জেলার পরিস্থিতিও অনেকটাই স্বাভাবিক। সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জেলায় কারফিউ শিথিল করেছে জেলা প্রশাসন।
দেখা গেছে, বুধবার ভোর থেকেই দূরপাল্লার কয়েকটি পরিবহন জেলা থেকে ঢাকাসহ বিভিন্ন বিভাগীয় শহরের উদ্দেশে ছেড়ে গেছে। খুলেছে শহরের বেশ কিছু দোকানপাট। সাধারণ মানুষ রাস্তায় বেরিয়ে এসেছে। প্রয়োজনীয় কাজ শেষে আবার বাড়ি ফিরে যাচ্ছে।
তবে, কারফিউ শিথিল হলেও সকাল থেকেই সেনাবাহিনী ও বিজিবির বেশ কয়েকটি দলকে জেলাজুড়ে টহল দিতে দেখা গেছে। পাশাপাশি এখনো শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশ মোতায়েন রয়েছে। সন্দেহভাজন কাউকে দেখলেই তল্লাশি চালানো হচ্ছে।
শহরে প্রয়োজনীয় কেনাকাটা করতে আসা মুজিবনগর উপজেলার শিবপুর গ্রামের বাসিন্দা ডালিম সানোয়ার আজকের পত্রিকাকে বলেন, ‘গত কয়েক দিন কারফিউর কারণে রাস্তায় নামতেই ভয় পাচ্ছিলাম। এখন স্বস্তিতে বাজারে আসতে পারছি। কেনাকাটা করে বাড়িতে ফিরছি।’ তবে বাজারে প্রতিটি জিনিসের দাম অনেক বেড়ে গেছে বলে দাবি করেছেন তিনি।
শহরে পূবাশা টিকিট কাউন্টারের মাস্টার সাখাওয়াত হোসেন সবুজ আজকের পত্রিকাকে বলেন, ‘কারফিউর কারণে বেশ কয়েক দিন দূরপাল্লার কোনো বাস কাউন্টার থেকে ছাড়তে পারেনি। ভোর থেকে জেলার সব কাউন্টার থেকে দু-একটি করে দূরপাল্লার বাস ছেড়ে গেছে। সন্ধ্যার পর থেকে সব বাসই ছেড়ে যাবে।’
তিনি আরও বলেন, ‘কারফিউর সময় শ্রমিকেরা বেকার সময় পার করেছেন। অভাব-অনটনের মধ্যে তাঁরা দিন যাপন করেছেন। বাস চলাচলের খবরে যাত্রীরাও খুশি, তাঁরাও খুশি।’ জেলা থেকে প্রতিদিন ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, ফরিদপুর, খুলনার উদ্দেশে বাস ছেড়ে যায় বলে জানান তিনি।
জেলার সার্বিক বিষয়ে জেলা প্রশাসক শামিম হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘মেহেরপুর শুরু থেকেই শান্ত ছিল। কোনো অপ্রীতিকর ঘটনা এই জেলায় ঘটেনি। কারফিউ শিথিল করা হয়েছে। জনজীবন স্বাভাবিক রয়েছে।’
তিনি আরও বলেন, ‘আগামীকাল (বৃহস্পতিবার) কারফিউ আরও বেশি সময় ধরে শিথিল করা হবে। সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত।’
খাগড়াছড়িতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সমর্থিত দুই সংগঠন পাহাড়ি ছাত্র পরিষদ ও নারী সংগঠন হিল উইমেন্স ফেডারেশনের ডাকা আধাবেলা সড়ক অবরোধ চলছে। আজ বুধবার সকাল থেকে জেলায় দূরপালার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। জেলার কোথাও বড় ধরনের কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
৪৩ মিনিট আগেকুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান কান্দিপাড়া এলাকায় মন্ডল গ্রুপ ও সর্দার গ্রুপের সংঘর্ষ হয়। এতে সর্দার গ্রুপের দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
১ ঘণ্টা আগেটইটুম্বুর রাঙামাটির কাপ্তাই লেক। লেকের পানির উচ্চতা নিয়ন্ত্রণে না আসায় গতকাল দিবাগত রাত থেকে সাড়ে ৩ ফুট করে পানি ছেড়ে দেওয়া হয়েছে কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের (কপাবিক) ১৬টি জলকপাট দিয়ে। এতে প্রতি সেকেন্ডে ৬৩ হাজার কিউসেক পানি কাপ্তাই লেক হতে কর্ণফুলী নদীতে নিষ্কাশন হচ্ছে।
২ ঘণ্টা আগেবাগেরহাটের চারটি সংসদীয় আসন পুর্নবহালের দাবিতে জেলা জুড়ে টানা দুইদিনের হরতাল ও সড়কপথ অবরোধ কর্মসূচি শুরু হয়েছে। আজ বুধবার (১০ সেপ্টেম্বর) হরতালের প্রথমদিন সকাল ৬টা থেকে বিভিন্ন সড়কে আগুন জ্বালিয়ে ও গাছের গুড়ি ফেলে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতা কর্মীরা। আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ছয়টা পর্যন্ত...
২ ঘণ্টা আগে