গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
মেহেরপুরের গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রীতম সাহা এলাকার শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ‘সান্ধ্যকালীন হোম ভিজিট’ শুরু করেছেন। প্রতিদিন সন্ধ্যার পর তিনি এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের খোঁজখবর নিতে উপজেলার বিভিন্ন গ্রামে ছুটে যাচ্ছেন।
এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার প্রস্তুতির জন্য শিক্ষার্থীদের মনোবল বাড়াতে এবং ভালো ফল অর্জনে তারা কীভাবে আরও মনোযোগী হতে পারে, সে বিষয়ে পরামর্শও দিচ্ছেন প্রীতম সাহা। এ সময় তিনি শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দিচ্ছেন।
মার্চের শুরু থেকে এই কার্যক্রম শুরু করেছেন গাংনীর ইউএনও। তিনি নিজ দায়িত্ববোধ থেকে গাংনী উপজেলার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে চলেছেন। এর মাধ্যমে তিনি শুধু শিক্ষার্থীদের উৎসাহিত করছেন না, অভিভাবকদেরও সন্তানদের সহযোগিতা করতে পরামর্শ দিচ্ছেন।
গাংনী উপজেলার সচেতন মহল, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা ইউএনওর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। এসএসসি পরীক্ষার্থী রিমি খাতুন বলে, ‘কখনো ভাবিনি যে ইউএনও স্যার আমাদের কাছে এসে পড়ালেখার খোঁজ নেবেন। এ জন্য আমরা তাঁকে ধন্যবাদ জানাই।’
এসএসসি পরীক্ষার্থী জুবায়ের হোসেন জানায়, ‘ইউএনও স্যারের উপহার এবং উৎসাহ আমাদের অনুপ্রাণিত করবে। ইনশা আল্লাহ, আমরা তাঁর উৎসাহের মাধ্যমে আরও ভালো অর্জন করতে পারব।’
মোছা. জুলেখা খাতুন নামের এক অভিভাবক বলেন, ‘এ ধরনের উদ্যোগ আমাদের সন্তানের পড়াশোনায় উৎসাহ জোগাবে। আমরা এর জন্য ইউএনও স্যারের প্রতি কৃতজ্ঞ।’
ডিজেএমসি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান মো. মোসলেম উদ্দিন বলেন, ‘এমন ব্যতিক্রমী উদ্যোগ কখনো দেখিনি। স্যারের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।’
গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হোসনে মোবারক বলেন, ‘ইউএনও স্যারের উদ্যোগ আমাদের জন্য বড় একটি অনুপ্রেরণা। তিনি নিয়মিত রাত ১২টা পর্যন্ত শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে পরামর্শ দিচ্ছেন।’
এ বিষয়ে জানতে চাইলে গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রীতম সাহা আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা শুধু প্রশাসনিক দায়িত্বই পালন করছি না, শিক্ষাক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনার চেষ্টা করছি। আশা করছি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার মাধ্যমে তাদের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হবে।’
মেহেরপুরের গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রীতম সাহা এলাকার শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ‘সান্ধ্যকালীন হোম ভিজিট’ শুরু করেছেন। প্রতিদিন সন্ধ্যার পর তিনি এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের খোঁজখবর নিতে উপজেলার বিভিন্ন গ্রামে ছুটে যাচ্ছেন।
এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার প্রস্তুতির জন্য শিক্ষার্থীদের মনোবল বাড়াতে এবং ভালো ফল অর্জনে তারা কীভাবে আরও মনোযোগী হতে পারে, সে বিষয়ে পরামর্শও দিচ্ছেন প্রীতম সাহা। এ সময় তিনি শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দিচ্ছেন।
মার্চের শুরু থেকে এই কার্যক্রম শুরু করেছেন গাংনীর ইউএনও। তিনি নিজ দায়িত্ববোধ থেকে গাংনী উপজেলার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে চলেছেন। এর মাধ্যমে তিনি শুধু শিক্ষার্থীদের উৎসাহিত করছেন না, অভিভাবকদেরও সন্তানদের সহযোগিতা করতে পরামর্শ দিচ্ছেন।
গাংনী উপজেলার সচেতন মহল, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা ইউএনওর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। এসএসসি পরীক্ষার্থী রিমি খাতুন বলে, ‘কখনো ভাবিনি যে ইউএনও স্যার আমাদের কাছে এসে পড়ালেখার খোঁজ নেবেন। এ জন্য আমরা তাঁকে ধন্যবাদ জানাই।’
এসএসসি পরীক্ষার্থী জুবায়ের হোসেন জানায়, ‘ইউএনও স্যারের উপহার এবং উৎসাহ আমাদের অনুপ্রাণিত করবে। ইনশা আল্লাহ, আমরা তাঁর উৎসাহের মাধ্যমে আরও ভালো অর্জন করতে পারব।’
মোছা. জুলেখা খাতুন নামের এক অভিভাবক বলেন, ‘এ ধরনের উদ্যোগ আমাদের সন্তানের পড়াশোনায় উৎসাহ জোগাবে। আমরা এর জন্য ইউএনও স্যারের প্রতি কৃতজ্ঞ।’
ডিজেএমসি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান মো. মোসলেম উদ্দিন বলেন, ‘এমন ব্যতিক্রমী উদ্যোগ কখনো দেখিনি। স্যারের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।’
গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হোসনে মোবারক বলেন, ‘ইউএনও স্যারের উদ্যোগ আমাদের জন্য বড় একটি অনুপ্রেরণা। তিনি নিয়মিত রাত ১২টা পর্যন্ত শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে পরামর্শ দিচ্ছেন।’
এ বিষয়ে জানতে চাইলে গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রীতম সাহা আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা শুধু প্রশাসনিক দায়িত্বই পালন করছি না, শিক্ষাক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনার চেষ্টা করছি। আশা করছি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার মাধ্যমে তাদের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হবে।’
বরিশালে সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে ছাত্রদলের নতুন কমিটি গঠনে কাউন্সিলের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য প্রায় ২ হাজার ৭০০ শিক্ষার্থীকে সদস্যপদ দিয়ে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম শেষ পর্যায়ে।
৩ ঘণ্টা আগেসিরাজগঞ্জের সদর উপজেলার ছাতিয়ানতলীতে গড়ে উঠছে অন্যতম বৃহৎ বিসিক শিল্পপার্ক। উত্তরবঙ্গকে দেশের অন্যতম শিল্পাঞ্চলে রূপ দেওয়ার স্বপ্ন ছিল এ প্রকল্প ঘিরে। তবে ৭১৯ কোটি টাকার এ প্রকল্পের কাজ শেষ না করেই উদ্যোক্তাদের কাছে প্লট হস্তান্তর করায় ক্ষোভে ফুঁসছেন শিল্পোদ্যোক্তারা।
৩ ঘণ্টা আগেহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের কার্গো ভিলেজের আমদানি কার্গো (পণ্য) কমপ্লেক্সে বিভিন্ন আমদানি পণ্যের পাশাপাশি মেয়াদোত্তীর্ণ রাসায়নিক দ্রব্যও মজুত ছিল। স্তূপাকারে ছিল দীর্ঘ দিন ধরে বাজেয়াপ্ত পুরোনো ও নষ্ট মালামাল। ঢাকা কাস্টমস সূত্রে এসব তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগেরাজধানীর মিরপুরের শিয়ালবাড়ী এলাকায় একটি কারখানার ফটকে দায়িত্ব পালন করেন পঞ্চাশোর্ধ্ব ফোরকান মোল্লা। ছয় দিন আগে পাশের রাস্তায় রাসায়নিক গুদাম ও পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের পর তিনি অসুস্থ হয়ে পড়েন। ঘটনার পরদিন তাঁর চোখে জ্বালাপোড়া, শ্বাসকষ্ট ও বমিভাব দেখা দেয়। চিকিৎসার পর কিছুটা সুস্থ হয়েছেন।
৩ ঘণ্টা আগে