মাহিদুল ইসলাম মাহি, হরিরামপুর (মানিকগঞ্জ)
মানিকগঞ্জের হরিরামপুরে কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে রাজা বাদশাহ নামের বিশাল একটি ষাঁড়। উপজেলার চালা ইউনিয়নের রাজরা লাউতা গ্রামের নিজ বাড়িতে রাজা বাদশাহর দেখাশোনা করছেন কৃষক শাহজাহান ও তার স্ত্রী ফুলজান বেগম। ৩৩ মণ ওজনের রাজা বাদশাহকে দেখতে প্রতিদিনই ভিড় জমাচ্ছেন এলাকাবাসী।
সাদা-কালো রঙের মিশেলে ফ্রিজিয়ান জাতের ৪২ মাস বয়সী ষাঁড়টির নাম আদর করে রেখেছেন রাজা বাদশাহ, জানান স্বামী–স্ত্রী। ষাঁড়টি বিক্রির জন্য ১৫ লাখ টাকা দাম হাঁকাচ্ছেন শাহজাহান।
শাহজানের স্ত্রী ফুলজান বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘৪২ মাস আগে আমার নিজের বাড়িতে জন্ম রাজা বাদশাহর। শুরুর দিকে কিছুটা কম খরচ হলেও মায়ের দুধ বেশি খাইতো। তবে গত এক বছর ধরে প্রতি মাসে রাজা বাদশাহর পেছনে আমার ২০-২৫ হাজার টাকা খরচ হয়েছে। এ পর্যন্ত এক বছরে খাবার বাবদ প্রায় তিন লাখ টাকা খরচ হয়েছে। সম্পূর্ণ ভেজালমুক্ত খাবার দিয়ে গরুটাকে এত বড় করেছি।’
শাহজাহান ও ফুলজান জানান, গরুটির খাবার তালিকায় এক বছরে ৬০০ বস্তা গমের ভুসি ছিল। এ ছাড়া ছিল ছোলা, খড়, তাজা ঘাস, ভুট্টা এমনকি মালটা ও আঙুরের মতো ফলও। নিয়ম করে দুই–তিন বেলা শ্যাম্পু দিয়ে রাজা বাদশাহকে করানো হয় গোসল। গরুটির যেন গরম না লাগে সে জন্য বড় একটি ফ্যানের ব্যবস্থা করা হয়েছে গোয়াল ঘরে। ষাঁড়টিকে এক নজর দেখতে প্রতিদিনই বিভিন্ন এলাকার মানুষ ভিড় জমাচ্ছেন বলে জানান তাঁরা।
হরিরামপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জহিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আট ফুটের বেশি দৈর্ঘ্যের ও পাঁচ ফুট দুই ইঞ্চি উচ্চতার রাজা বাদশাহকে ভালো দামে বিক্রি করতে পারলে লাভবান হবেন খামারি। আমরা নিয়মিত খামারির বাড়ি যাই ও খামারিকে পরামর্শ দিচ্ছি।’
মানিকগঞ্জের হরিরামপুরে কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে রাজা বাদশাহ নামের বিশাল একটি ষাঁড়। উপজেলার চালা ইউনিয়নের রাজরা লাউতা গ্রামের নিজ বাড়িতে রাজা বাদশাহর দেখাশোনা করছেন কৃষক শাহজাহান ও তার স্ত্রী ফুলজান বেগম। ৩৩ মণ ওজনের রাজা বাদশাহকে দেখতে প্রতিদিনই ভিড় জমাচ্ছেন এলাকাবাসী।
সাদা-কালো রঙের মিশেলে ফ্রিজিয়ান জাতের ৪২ মাস বয়সী ষাঁড়টির নাম আদর করে রেখেছেন রাজা বাদশাহ, জানান স্বামী–স্ত্রী। ষাঁড়টি বিক্রির জন্য ১৫ লাখ টাকা দাম হাঁকাচ্ছেন শাহজাহান।
শাহজানের স্ত্রী ফুলজান বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘৪২ মাস আগে আমার নিজের বাড়িতে জন্ম রাজা বাদশাহর। শুরুর দিকে কিছুটা কম খরচ হলেও মায়ের দুধ বেশি খাইতো। তবে গত এক বছর ধরে প্রতি মাসে রাজা বাদশাহর পেছনে আমার ২০-২৫ হাজার টাকা খরচ হয়েছে। এ পর্যন্ত এক বছরে খাবার বাবদ প্রায় তিন লাখ টাকা খরচ হয়েছে। সম্পূর্ণ ভেজালমুক্ত খাবার দিয়ে গরুটাকে এত বড় করেছি।’
শাহজাহান ও ফুলজান জানান, গরুটির খাবার তালিকায় এক বছরে ৬০০ বস্তা গমের ভুসি ছিল। এ ছাড়া ছিল ছোলা, খড়, তাজা ঘাস, ভুট্টা এমনকি মালটা ও আঙুরের মতো ফলও। নিয়ম করে দুই–তিন বেলা শ্যাম্পু দিয়ে রাজা বাদশাহকে করানো হয় গোসল। গরুটির যেন গরম না লাগে সে জন্য বড় একটি ফ্যানের ব্যবস্থা করা হয়েছে গোয়াল ঘরে। ষাঁড়টিকে এক নজর দেখতে প্রতিদিনই বিভিন্ন এলাকার মানুষ ভিড় জমাচ্ছেন বলে জানান তাঁরা।
হরিরামপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জহিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আট ফুটের বেশি দৈর্ঘ্যের ও পাঁচ ফুট দুই ইঞ্চি উচ্চতার রাজা বাদশাহকে ভালো দামে বিক্রি করতে পারলে লাভবান হবেন খামারি। আমরা নিয়মিত খামারির বাড়ি যাই ও খামারিকে পরামর্শ দিচ্ছি।’
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পারিবারিক কলহের জেরে পারুল বেগম (৬০) নামে এক বৃদ্ধাকে হাতুড়িপেটা করে হত্যার অভিযোগ উঠেছে তাঁর পুত্রবধূ লিলি আক্তারের (৩০) বিরুদ্ধে। গতকাল রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা সদরের আসাদনগর মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত পারুল বেগম ওই এলাকার আব্দুল ওয়াহিদের স্ত্রী
৫ মিনিট আগেউপজেলা মৎস্য কর্মকর্তা রবিউল আলো বলেন, ‘জেলেদের নাম আমরা তালিকাভুক্ত করিনি। ২০০৭-০৮ সালের দিকে ওই নামগুলো তালিকাভুক্ত করা হয়েছে। ওই সময় তালিকাভুক্ত করার পর কিছু জেলে মৃত্যুবরণ করেছেন, আবার বিভিন্ন ত্রুটির কারণে ৫৫৪ জেলেকে সহায়তার কার্ড দেওয়া হয়নি। ওই তালিকা ধরেই আমরা এখনো সহায়তা দিয়ে থাকি। সরকার যদি
১৯ মিনিট আগেওবায়দুর মাসুম বলেন, ‘আমি প্রায়ই অফিস শেষে নরসিংদীর মাধবদীতে নিজ বাড়িতে চলে আসি। আজও (রোববার) রাত ৯টার দিকে মহাখালীর অফিস থেকে বের হয়ে মোটরসাইকেলে বাড়িতে ফিরছিলাম। বনানীতে চশমার দোকানে যাওয়ার কারণে কিছুটা দেরি হয়। ঢাকা-সিলেট মহাসড়কের কান্দাইল এলাকায় পৌঁছালে হঠাৎ দুটি মোটরসাইকেল এসে আমার বাইকের...
১ ঘণ্টা আগেকয়েক দিন আগে জিহাদ কলেজ থেকে ছুটি নিয়ে টঙ্গীর বাসায় আসেন। গতকাল রোববার সন্ধ্যায় রহমান ও আরিফ হোসেন নামে দুই বন্ধুর সঙ্গে দেখা হয় জিহাদের। তাঁরা তিনজন একসঙ্গে টঙ্গী হোসেন মার্কেট এলাকায় পৌঁছালে কয়েকজন যুবক ছুরি নিয়ে তাঁদের পথরোধ করে। এ সময় রহমান ও আরিফ দৌড়ে পালিয়ে যান। জিহাদকে একা পেয়ে হাম
১ ঘণ্টা আগে