শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি
যমুনায় প্রবল স্রোত ও নাব্যসংকটে মানিকগঞ্জে আরিচা-কাজীরহাট নৌপথে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ হয়ে গেছে। আজ শুক্রবার সকাল থেকে রাত ৮টা পর্যন্ত আরিচার ৩ ও ২ নম্বর ঘাটে ফেরিতে যানবাহন লোড-আনলোড বন্ধ থাকে। ফলে ঘাট পার হতে আসা যানবাহন বিকল্প পথে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছে।
এ ছাড়া ফেরিঘাটের দক্ষিণে আরিচা লঞ্চঘাট ঝুঁকিপূর্ণ হওয়ায় পন্টুনযোগে যাত্রী ওঠানামা বন্ধ রয়েছে। এতে আরিচা-কাজীরহাটের মধ্যে লঞ্চ চলাচলও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
বিআইডব্লিউটিসি আরিচা আঞ্চলিক ম্যানেজার মোহাম্মদ আব্দুল্লাহ আজকের পত্রিকাকে বলেন, আরিচা ঘাট বরাবর বেসিং পয়েন্টে ড্রেজিং চলমান থাকলেও মূল চ্যানেলে নাব্যতা ঠিক না থাকায় শুক্রবার সকাল থেকে ফেরি চলাচল করা সম্ভব হচ্ছে না। এর সঙ্গে বৈরী আবহাওয়া ও যমুনায় প্রবল স্রোতের কারণে ফেরি চলাচল মারাত্মক বিঘ্নিত হয়।
তিনি বলেন, আরিচা ঘাটের দুটি মাত্র পন্টুন সরিয়ে রাখা হয়েছে। তবে, সুফিয়া কামাল বেগম রোকেয়া ও কুঞ্জলতা নামে কম ধারণক্ষমতার ফেরিগুলো চলানোর চেষ্টা করা হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক রোরো ফেরির এক চালক বলেন, লোডকৃত ফেরি চলাচলের জন্য মূল চ্যানেল কম হলেও ৮-৯ ফুট নাব্যতা প্রয়োজন। বর্তমানে সেখানে পাঁচ থেকে ছয় ফুট গভীরতা রয়েছে। যে কারণে ফেরি চলাচল বন্ধ রাখা রয়েছে।
আরিচা ঘাটে অপেক্ষমাণ ট্রাকচালক বাদশা মিয়া বলেন, ‘সকাল থেকে ফেরির অপেক্ষায় আছি। কখন চালু হবে জানি না।’
বিআইডব্লিউটিএ ড্রেজিং ইউনিটের সহকারী প্রকৌশলী আক্কাস আলী আজকের পত্রিকাকে বলেন, যমুনায় ফেরি-লঞ্চসহ অন্যান্য ভারী নৌযান চলাচল স্বাভাবিক রাখতে ঘাট এলাকায় পাঁচটি ড্রেজার পলি অপসারণের কাজ করছে। প্রবল স্রোতের কারণে ড্রেজিং করা চ্যানেল পুনরায় ভরাট হচ্ছে। শুষ্ক মৌসুমে ১০ ফুট নাব্যতা থাকে এমন লক্ষ্যমাত্রায় ড্রেজিং করা হচ্ছে।
এদিকে আরিচা ফেরিঘাটের একটি সূত্র জানায়, পাবনার কাজীরহাট থেকে অল্পসংখ্যক যানবাহন নিয়ে ছোট আকারের একটি ফেরি পরীক্ষামূলক মানিকগঞ্জের আরিচা ঘাটের উদ্দেশে রওনা হয়েছে। সেটি আসার পর অন্য ফেরি চলাচলের সিদ্ধান্ত নেওয়া হবে।
যমুনায় প্রবল স্রোত ও নাব্যসংকটে মানিকগঞ্জে আরিচা-কাজীরহাট নৌপথে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ হয়ে গেছে। আজ শুক্রবার সকাল থেকে রাত ৮টা পর্যন্ত আরিচার ৩ ও ২ নম্বর ঘাটে ফেরিতে যানবাহন লোড-আনলোড বন্ধ থাকে। ফলে ঘাট পার হতে আসা যানবাহন বিকল্প পথে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছে।
এ ছাড়া ফেরিঘাটের দক্ষিণে আরিচা লঞ্চঘাট ঝুঁকিপূর্ণ হওয়ায় পন্টুনযোগে যাত্রী ওঠানামা বন্ধ রয়েছে। এতে আরিচা-কাজীরহাটের মধ্যে লঞ্চ চলাচলও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
বিআইডব্লিউটিসি আরিচা আঞ্চলিক ম্যানেজার মোহাম্মদ আব্দুল্লাহ আজকের পত্রিকাকে বলেন, আরিচা ঘাট বরাবর বেসিং পয়েন্টে ড্রেজিং চলমান থাকলেও মূল চ্যানেলে নাব্যতা ঠিক না থাকায় শুক্রবার সকাল থেকে ফেরি চলাচল করা সম্ভব হচ্ছে না। এর সঙ্গে বৈরী আবহাওয়া ও যমুনায় প্রবল স্রোতের কারণে ফেরি চলাচল মারাত্মক বিঘ্নিত হয়।
তিনি বলেন, আরিচা ঘাটের দুটি মাত্র পন্টুন সরিয়ে রাখা হয়েছে। তবে, সুফিয়া কামাল বেগম রোকেয়া ও কুঞ্জলতা নামে কম ধারণক্ষমতার ফেরিগুলো চলানোর চেষ্টা করা হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক রোরো ফেরির এক চালক বলেন, লোডকৃত ফেরি চলাচলের জন্য মূল চ্যানেল কম হলেও ৮-৯ ফুট নাব্যতা প্রয়োজন। বর্তমানে সেখানে পাঁচ থেকে ছয় ফুট গভীরতা রয়েছে। যে কারণে ফেরি চলাচল বন্ধ রাখা রয়েছে।
আরিচা ঘাটে অপেক্ষমাণ ট্রাকচালক বাদশা মিয়া বলেন, ‘সকাল থেকে ফেরির অপেক্ষায় আছি। কখন চালু হবে জানি না।’
বিআইডব্লিউটিএ ড্রেজিং ইউনিটের সহকারী প্রকৌশলী আক্কাস আলী আজকের পত্রিকাকে বলেন, যমুনায় ফেরি-লঞ্চসহ অন্যান্য ভারী নৌযান চলাচল স্বাভাবিক রাখতে ঘাট এলাকায় পাঁচটি ড্রেজার পলি অপসারণের কাজ করছে। প্রবল স্রোতের কারণে ড্রেজিং করা চ্যানেল পুনরায় ভরাট হচ্ছে। শুষ্ক মৌসুমে ১০ ফুট নাব্যতা থাকে এমন লক্ষ্যমাত্রায় ড্রেজিং করা হচ্ছে।
এদিকে আরিচা ফেরিঘাটের একটি সূত্র জানায়, পাবনার কাজীরহাট থেকে অল্পসংখ্যক যানবাহন নিয়ে ছোট আকারের একটি ফেরি পরীক্ষামূলক মানিকগঞ্জের আরিচা ঘাটের উদ্দেশে রওনা হয়েছে। সেটি আসার পর অন্য ফেরি চলাচলের সিদ্ধান্ত নেওয়া হবে।
বরিশালে সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে ছাত্রদলের নতুন কমিটি গঠনে কাউন্সিলের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য প্রায় ২ হাজার ৭০০ শিক্ষার্থীকে সদস্যপদ দিয়ে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম শেষ পর্যায়ে।
৩ ঘণ্টা আগেসিরাজগঞ্জের সদর উপজেলার ছাতিয়ানতলীতে গড়ে উঠছে অন্যতম বৃহৎ বিসিক শিল্পপার্ক। উত্তরবঙ্গকে দেশের অন্যতম শিল্পাঞ্চলে রূপ দেওয়ার স্বপ্ন ছিল এ প্রকল্প ঘিরে। তবে ৭১৯ কোটি টাকার এ প্রকল্পের কাজ শেষ না করেই উদ্যোক্তাদের কাছে প্লট হস্তান্তর করায় ক্ষোভে ফুঁসছেন শিল্পোদ্যোক্তারা।
৩ ঘণ্টা আগেহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের কার্গো ভিলেজের আমদানি কার্গো (পণ্য) কমপ্লেক্সে বিভিন্ন আমদানি পণ্যের পাশাপাশি মেয়াদোত্তীর্ণ রাসায়নিক দ্রব্যও মজুত ছিল। স্তূপাকারে ছিল দীর্ঘ দিন ধরে বাজেয়াপ্ত পুরোনো ও নষ্ট মালামাল। ঢাকা কাস্টমস সূত্রে এসব তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগেরাজধানীর মিরপুরের শিয়ালবাড়ী এলাকায় একটি কারখানার ফটকে দায়িত্ব পালন করেন পঞ্চাশোর্ধ্ব ফোরকান মোল্লা। ছয় দিন আগে পাশের রাস্তায় রাসায়নিক গুদাম ও পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের পর তিনি অসুস্থ হয়ে পড়েন। ঘটনার পরদিন তাঁর চোখে জ্বালাপোড়া, শ্বাসকষ্ট ও বমিভাব দেখা দেয়। চিকিৎসার পর কিছুটা সুস্থ হয়েছেন।
৩ ঘণ্টা আগে