ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি
মানিকগঞ্জের শিবালয় উপজেলায় যমুনা নদীতে দুটি ট্রলারের মুখোমুখি সংঘর্ষে ২০টি গরু ও ২টি মহিষ নিয়ে ট্রলারডুবির ঘটনা ঘটেছে।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার আরিচা লঞ্চঘাটের দেড় কিলোমিটার পশ্চিমে যমুনা নদীতে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় ট্রলারে থাকা দুটি গরু নিখোঁজ থাকলেও বাকি গরু-মহিষ উদ্ধার করা হয়েছে। ট্রলারচালক ও ব্যাপারীদেরও উদ্ধার করা হয়েছে।
আজ শুক্রবার দুপুর ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন শিবালয় থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল রউফ সরকার।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে কাজীরহাট থেকে মো. আফজাল হোসেন তার ট্রলারে ২০টি গরু ২টি মহিষ নিয়ে আরিচার উদ্দেশে রওনা হন।
নদীর মাঝপথে হঠাৎ গরুবোঝাই ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। তখন আরিচা লঞ্চঘাট থেকে প্রায় দেড় কিলোমিটার পশ্চিমে যমুনা নদীতে হঠাৎ সামনের দিক থেকে আসা আরেকটি খালি ট্রলার রাতের অন্ধকারে গরুবোঝাই ট্রলারকে সজোরে ধাক্কা দেয়।
সংবাদ পেয়ে শিবালয় থানার পুলিশ, নৌ-পুলিশ, ফায়ার সার্ভিস, গরু-মহিষ ও ট্রলারে থাকা মানুষদের উদ্ধার করে। এ ঘটনায় দুটি গরু নিখোঁজ রয়েছে বলে জানান ব্যাপারীরা।
শিবালয় থানার ওসি আব্দুর রউফ সরকার বলেন, নিখোঁজ দুটি গরুর সঠিক কোনো তথ্য দিতে পারছেন না ব্যাপারীরা। আমরা তাঁদের কথা অনুযায়ী গরু দুটি উদ্ধারের চেষ্টা করছি।
মানিকগঞ্জের শিবালয় উপজেলায় যমুনা নদীতে দুটি ট্রলারের মুখোমুখি সংঘর্ষে ২০টি গরু ও ২টি মহিষ নিয়ে ট্রলারডুবির ঘটনা ঘটেছে।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার আরিচা লঞ্চঘাটের দেড় কিলোমিটার পশ্চিমে যমুনা নদীতে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় ট্রলারে থাকা দুটি গরু নিখোঁজ থাকলেও বাকি গরু-মহিষ উদ্ধার করা হয়েছে। ট্রলারচালক ও ব্যাপারীদেরও উদ্ধার করা হয়েছে।
আজ শুক্রবার দুপুর ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন শিবালয় থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল রউফ সরকার।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে কাজীরহাট থেকে মো. আফজাল হোসেন তার ট্রলারে ২০টি গরু ২টি মহিষ নিয়ে আরিচার উদ্দেশে রওনা হন।
নদীর মাঝপথে হঠাৎ গরুবোঝাই ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। তখন আরিচা লঞ্চঘাট থেকে প্রায় দেড় কিলোমিটার পশ্চিমে যমুনা নদীতে হঠাৎ সামনের দিক থেকে আসা আরেকটি খালি ট্রলার রাতের অন্ধকারে গরুবোঝাই ট্রলারকে সজোরে ধাক্কা দেয়।
সংবাদ পেয়ে শিবালয় থানার পুলিশ, নৌ-পুলিশ, ফায়ার সার্ভিস, গরু-মহিষ ও ট্রলারে থাকা মানুষদের উদ্ধার করে। এ ঘটনায় দুটি গরু নিখোঁজ রয়েছে বলে জানান ব্যাপারীরা।
শিবালয় থানার ওসি আব্দুর রউফ সরকার বলেন, নিখোঁজ দুটি গরুর সঠিক কোনো তথ্য দিতে পারছেন না ব্যাপারীরা। আমরা তাঁদের কথা অনুযায়ী গরু দুটি উদ্ধারের চেষ্টা করছি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থী জিসান ও ফাহাদের সঙ্গে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তানভিন সিফাতের কথা-কাটাকাটিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে সিফাত তাঁর বহিরাগত বন্ধুদের ডেকে আনেন। তাঁরা ধারালো দেশীয় অস্ত্র নিয়ে প্রতিপক্ষের ওপর হামলা চালান।
২৩ মিনিট আগেসিরাজগঞ্জের তাড়াশ উপজেলার চকমির্জাপুর গ্রামের রেজাউল করিমের মেয়ে ও সিরাজগঞ্জ নার্সিং ইনস্টিটিউটের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মোছা. সুমী খাতুন (২২) তিন মাস আগে ভালোবেসে বিয়ে করেন পার্শ্ববর্তী রোকনপুর দামরা গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে ও সিরাজগঞ্জ বিএ কলেজের শিক্ষার্থী সজীব হাসানকে।
৩৬ মিনিট আগেচাঁদপুর সদরের বাগাদিতে খাবার হোটেলের গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন লেগে সাতটি ব্যবসাপ্রতিষ্ঠানের মালামাল পুড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। সোমবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে চাঁদপুর-রায়পুর সড়কের বাগাদি চৌরাস্তা মোড় ব্রিজসংলগ্ন এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
৪০ মিনিট আগেবিভাগ সূত্রে জানা গেছে, অনলাইনে গুগল ফরমের মাধ্যমে ইতিমধ্যে সাবেক ২৬০ জন এবং বর্তমানে অধ্যয়নরত প্রায় ৩০০ জন শিক্ষার্থী পুনর্মিলনীতে অংশগ্রহণের জন্য নিবন্ধন করেছেন। দুই দিনব্যাপী এই আয়োজনে চলমান পাঁচটি ব্যাচসহ মোট ২০টি ব্যাচের শিক্ষার্থীরা অংশ নেবেন।
৪১ মিনিট আগে