পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী স্থলবন্দর থেকে পণ্যবাহী গাড়ি থেকে লালমনিরহাট ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান মালিক সমিতি ও লালমনিরহাট জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের নামে বেপরোয়া চাঁদাবাজির অভিযোগ উঠেছে।
ভয়ভীতি দেখিয়ে প্রতিটি গাড়ি থেকে টাকা নেওয়ার কথা উল্লেখ করে একটি অভিযোগ জেলা প্রশাসককে দিয়েছেন বুড়িমারী স্থলবন্দরের ট্রাক, ট্যাংকলরি ও কার্ভাড ভ্যান মালিকেরা। চাঁদাবাজি বন্ধে আজ বৃহস্পতিবার দুপুরে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে অভিযোগটি দেওয়া হয়।
অভিযোগে উল্লেখ করা হয়, গত কয়েক মাস ধরে এ স্থলবন্দর থেকে পণ্য নিয়ে যাওয়া ৬০০ থেকে ৭০০ গাড়ি থেকে নামে–বেনামে নেওয়া হচ্ছে চাঁদার টাকা। টাকা না দিলে গাড়ির চালকদের গালিগালাজ করে ও গাড়ি থেকে নামিয়ে মারধর এমনকি গাড়িতে আগুন দিয়ে চালককে পঙ্গু করার হুমকিও দেওয়া হয়। ৫ মে সন্ধ্যায় বুড়িমারী স্থলবন্দর থেকে পণ্য নিয়ে হাফেজ বজলুর রহমান (রহ.) পরিবহনের একটি ট্রাক দেশের অভ্যন্তরে যেতে থাকে। এ সময় বুড়িমারীর ঘুন্টি এলাকায় উভয় সংগঠনের কয়েকজন সদস্য চালককে ৩০ টাকার একটি রসিদ দিয়ে ১৫০ টাকা চাঁদা দাবি করেন। চালক রসিদের বাইরে অতিরিক্ত টাকা দিতে রাজি না হলে তর্ক বাধে। পরে শতাধিক লোক জড়ো হয়ে তাঁকে মারপিট করে। ঘটনাস্থলে গাড়ির মালিক গেলে তাঁকেও হেনস্তা করে এবং এ রুটে ব্যবসা করতে পারবে না বলে হুমকি দেয়। পরে পুলিশ গিয়ে ট্রাক ও মালিককে উদ্ধার করে।
এ ব্যাপারে হাফেজ বজলুর রহমান (রহ.) পরিবহনের মালিক আব্দুস ছালেক বলেন, ‘সম্পূর্ণ অন্যায়ভাবে জোর করে চাঁদা নেওয়া হচ্ছে। যার কোনো বৈধতা নেই। চাঁদা না দিলে গাড়ির চালক ও মালিকদের হেনস্তা করা হয়। সরকারিভাবে বৈধতা থাকলে আমরা টাকা দিতে রাজি আছি।’
লালমনিরহাট ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি জালাল উদ্দিন চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করে বলেন, ‘শ্রম অধিদপ্তর থেকে নিবন্ধন নিয়ে চালক, সহকারী চালক ও ট্রাক বন্দোবস্তকারীদের (দালাল) কল্যাণ ফান্ডের জন্য ৩০ টাকা ও গাড়ির মালিক এবং গাড়ি নিরাপদে পাঠানোর কাজে নিয়োজিত সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য ১২০ টাকা করে নেওয়া হয়। যারা অভিযোগ করেছে তারা আওয়ামী লীগ সরকারের দোসর। আমাদের সংগঠনকে বিতর্কিত করতে মিথ্যা অভিযোগ করেছে।’
ইউএনও জিল্লুর রহমান বলেন, ‘এ–সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। জেলা প্রশাসককে জানানো হবে।’
এ ব্যাপারে জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কথা বলা যায়নি।
লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী স্থলবন্দর থেকে পণ্যবাহী গাড়ি থেকে লালমনিরহাট ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান মালিক সমিতি ও লালমনিরহাট জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের নামে বেপরোয়া চাঁদাবাজির অভিযোগ উঠেছে।
ভয়ভীতি দেখিয়ে প্রতিটি গাড়ি থেকে টাকা নেওয়ার কথা উল্লেখ করে একটি অভিযোগ জেলা প্রশাসককে দিয়েছেন বুড়িমারী স্থলবন্দরের ট্রাক, ট্যাংকলরি ও কার্ভাড ভ্যান মালিকেরা। চাঁদাবাজি বন্ধে আজ বৃহস্পতিবার দুপুরে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে অভিযোগটি দেওয়া হয়।
অভিযোগে উল্লেখ করা হয়, গত কয়েক মাস ধরে এ স্থলবন্দর থেকে পণ্য নিয়ে যাওয়া ৬০০ থেকে ৭০০ গাড়ি থেকে নামে–বেনামে নেওয়া হচ্ছে চাঁদার টাকা। টাকা না দিলে গাড়ির চালকদের গালিগালাজ করে ও গাড়ি থেকে নামিয়ে মারধর এমনকি গাড়িতে আগুন দিয়ে চালককে পঙ্গু করার হুমকিও দেওয়া হয়। ৫ মে সন্ধ্যায় বুড়িমারী স্থলবন্দর থেকে পণ্য নিয়ে হাফেজ বজলুর রহমান (রহ.) পরিবহনের একটি ট্রাক দেশের অভ্যন্তরে যেতে থাকে। এ সময় বুড়িমারীর ঘুন্টি এলাকায় উভয় সংগঠনের কয়েকজন সদস্য চালককে ৩০ টাকার একটি রসিদ দিয়ে ১৫০ টাকা চাঁদা দাবি করেন। চালক রসিদের বাইরে অতিরিক্ত টাকা দিতে রাজি না হলে তর্ক বাধে। পরে শতাধিক লোক জড়ো হয়ে তাঁকে মারপিট করে। ঘটনাস্থলে গাড়ির মালিক গেলে তাঁকেও হেনস্তা করে এবং এ রুটে ব্যবসা করতে পারবে না বলে হুমকি দেয়। পরে পুলিশ গিয়ে ট্রাক ও মালিককে উদ্ধার করে।
এ ব্যাপারে হাফেজ বজলুর রহমান (রহ.) পরিবহনের মালিক আব্দুস ছালেক বলেন, ‘সম্পূর্ণ অন্যায়ভাবে জোর করে চাঁদা নেওয়া হচ্ছে। যার কোনো বৈধতা নেই। চাঁদা না দিলে গাড়ির চালক ও মালিকদের হেনস্তা করা হয়। সরকারিভাবে বৈধতা থাকলে আমরা টাকা দিতে রাজি আছি।’
লালমনিরহাট ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি জালাল উদ্দিন চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করে বলেন, ‘শ্রম অধিদপ্তর থেকে নিবন্ধন নিয়ে চালক, সহকারী চালক ও ট্রাক বন্দোবস্তকারীদের (দালাল) কল্যাণ ফান্ডের জন্য ৩০ টাকা ও গাড়ির মালিক এবং গাড়ি নিরাপদে পাঠানোর কাজে নিয়োজিত সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য ১২০ টাকা করে নেওয়া হয়। যারা অভিযোগ করেছে তারা আওয়ামী লীগ সরকারের দোসর। আমাদের সংগঠনকে বিতর্কিত করতে মিথ্যা অভিযোগ করেছে।’
ইউএনও জিল্লুর রহমান বলেন, ‘এ–সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। জেলা প্রশাসককে জানানো হবে।’
এ ব্যাপারে জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কথা বলা যায়নি।
সকাল সাড়ে ৭টা। সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভার সামনের আঞ্চলিক সড়ক ধীরে ধীরে ভরে উঠতে থাকে ধান ও সরিষার বস্তায়। আশপাশের চরাঞ্চল থেকে আসা কৃষকেরা নৌকা বা ভ্যানগাড়িতে করে ধান নামাতে থাকেন আর ব্যাপারীরা দরদামে ব্যস্ত। কয়েক ঘণ্টার মধ্যে রাস্তাটি পরিণত হয় বড়সড় হাটে। কেনাবেচা চলে দুপুর পর্যন্ত।
২ ঘণ্টা আগেকুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় ২০২৩-২৪ অর্থবছরে সড়ক সংস্কারের ছয়টি প্রকল্পের কাজ পেয়েছেন ঠিকাদার ও আওয়ামী লীগের নেতা অলি আহাম্মেদ। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এসব প্রকল্পের মধ্যে পাঁচটিতে বরাদ্দ দেয় ১০ কোটি ৪৭ লাখ ২৯ হাজার টাকা। মোট সড়কের দৈর্ঘ্য প্রায় ১৮ কিলোমিটার।
২ ঘণ্টা আগেকারও তিনতলা বাড়ি আছে, কেউ চড়ে প্রাইভেট কারে—তবু পেশা দিনমজুর। এভাবে রাজশাহী মহানগরের ৩ নম্বর ওয়ার্ডে বেড়ে গেছে দিনমজুরের সংখ্যা। কথা বলে জানা গেল, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) কার্ড পেতে এমন চতুরতার আশ্রয় নেওয়া হয়েছে। এতে বঞ্চিত হয়েছে দুস্থরা।
২ ঘণ্টা আগেগোপালগঞ্জ শহরের চেচানিয়াকান্দি এলাকায় প্রেমানন্দ হালদার (৮০) নামের এক বৃদ্ধ ট্রাকচাপায় নিহত হয়েছেন। তাঁর বাড়ি কোটালীপাড়া উপজেলার ভেন্নাবাড়ি গ্রামে। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোহাম্মদ সাজেদুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
৩ ঘণ্টা আগে