কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের নিজস্ব ওয়েবসাইট (www.paglamosque.org) উদ্বোধন করা হয়েছে। এই ওয়েবসাইটের মাধ্যমে মসজিদটির ইতিহাস, ঐতিহ্য, নামাজের সময়সূচি ও নানা তথ্য জানা যাবে। একই সঙ্গে দেশ-বিদেশের যেকোনো প্রান্ত থেকে ঘরে বসেই অনলাইনে দান পাঠানো যাবে।
শুক্রবার (৪ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে পাগলা মসজিদ ও ইসলামিক কমপ্লেক্সের সভাপতি ও কিশোরগঞ্জের জেলা প্রশাসক (যুগ্মসচিব) ফৌজিয়া খান ওয়েবসাইটটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় তিনি ওয়েবসাইটের পেমেন্ট গেটওয়ের মাধ্যমে বিকাশ ব্যবহার করে ৫ হাজার ৪০০ টাকা দান করেন।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন পাগলা মসজিদের খতিব মাওলানা আশরাফ আলী। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মুকিত সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মসজিদ কমিটির সদস্য সচিব মো. এরশাদ মিয়া, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কিশোরগঞ্জ জেলা আমির অধ্যাপক মো. রমজান আলী, আল-জামিয়াতুল ইমদাদিয়ার মুহতামিম মাওলানা শাব্বির আহমাদ রশিদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের কিশোরগঞ্জ জেলা সভাপতি হাফেজ মাওলানা আলমগীর হোসাইন তালুকদার, কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি ইকরাম হোসাইন প্রমুখ।
এছাড়া পাগলা মসজিদের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, অঙ্গসংগঠনের প্রতিনিধি ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
কিশোরগঞ্জ শহরের পশ্চিম প্রান্তে হারুয়া এলাকায় নরসুন্দা নদীর তীরে অবস্থিত পাগলা মসজিদ জেলার অন্যতম ঐতিহাসিক ও ধর্মীয় প্রতিষ্ঠান। এই মসজিদ শুধু কিশোরগঞ্জ নয়, সারাদেশের মানুষের কাছে একটি আবেগের নাম। প্রতিদিনই দেশের নানা প্রান্ত থেকে মানুষ এখানে এসে দান করে যান। প্রতিবার দানসিন্দুক খোলার সময় কোটি টাকার বেশি পাওয়া যায়। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে এ মসজিদে দানের পরিমাণও বেড়েই চলেছে।
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই এই মসজিদকে ঘিরে গর্ববোধ করেন।
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের নিজস্ব ওয়েবসাইট (www.paglamosque.org) উদ্বোধন করা হয়েছে। এই ওয়েবসাইটের মাধ্যমে মসজিদটির ইতিহাস, ঐতিহ্য, নামাজের সময়সূচি ও নানা তথ্য জানা যাবে। একই সঙ্গে দেশ-বিদেশের যেকোনো প্রান্ত থেকে ঘরে বসেই অনলাইনে দান পাঠানো যাবে।
শুক্রবার (৪ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে পাগলা মসজিদ ও ইসলামিক কমপ্লেক্সের সভাপতি ও কিশোরগঞ্জের জেলা প্রশাসক (যুগ্মসচিব) ফৌজিয়া খান ওয়েবসাইটটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় তিনি ওয়েবসাইটের পেমেন্ট গেটওয়ের মাধ্যমে বিকাশ ব্যবহার করে ৫ হাজার ৪০০ টাকা দান করেন।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন পাগলা মসজিদের খতিব মাওলানা আশরাফ আলী। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মুকিত সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মসজিদ কমিটির সদস্য সচিব মো. এরশাদ মিয়া, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কিশোরগঞ্জ জেলা আমির অধ্যাপক মো. রমজান আলী, আল-জামিয়াতুল ইমদাদিয়ার মুহতামিম মাওলানা শাব্বির আহমাদ রশিদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের কিশোরগঞ্জ জেলা সভাপতি হাফেজ মাওলানা আলমগীর হোসাইন তালুকদার, কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি ইকরাম হোসাইন প্রমুখ।
এছাড়া পাগলা মসজিদের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, অঙ্গসংগঠনের প্রতিনিধি ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
কিশোরগঞ্জ শহরের পশ্চিম প্রান্তে হারুয়া এলাকায় নরসুন্দা নদীর তীরে অবস্থিত পাগলা মসজিদ জেলার অন্যতম ঐতিহাসিক ও ধর্মীয় প্রতিষ্ঠান। এই মসজিদ শুধু কিশোরগঞ্জ নয়, সারাদেশের মানুষের কাছে একটি আবেগের নাম। প্রতিদিনই দেশের নানা প্রান্ত থেকে মানুষ এখানে এসে দান করে যান। প্রতিবার দানসিন্দুক খোলার সময় কোটি টাকার বেশি পাওয়া যায়। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে এ মসজিদে দানের পরিমাণও বেড়েই চলেছে।
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই এই মসজিদকে ঘিরে গর্ববোধ করেন।
বাগেরহাটের চারটি সংসদীয় আসন পুর্নবহালের দাবিতে জেলা জুড়ে টানা দুইদিনের হরতাল ও সড়কপথ অবরোধ কর্মসূচি শুরু হয়েছে। আজ বুধবার (১০ সেপ্টেম্বর) হরতালের প্রথমদিন সকাল ৬টা থেকে বিভিন্ন সড়কে আগুন জ্বালিয়ে ও গাছের গুড়ি ফেলে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতা কর্মীরা। আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ছয়টা পর্যন্ত...
৪ মিনিট আগেনাটোরের লালপুরে রাস্তা পারাপারের সময় পিকআপ ভ্যানের ধাক্কায় আব্দুর রাজ্জাক (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর ২০২৫) সন্ধ্যায় উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের নবীনগর এলাকায় লালপুর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেনওগাঁর রাণীনগরে অভ্যন্তরীণ ধান-চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারিত সময়ে অর্জিত হয়নি। কৃষকেরা ধান না দেওয়ায় এবং মিলাররা চাল না দেওয়ায় এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। এই অবস্থায় মিলারদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে সুপারিশ করে প্রতিবেদন দাখিল করেছেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা।
৫ ঘণ্টা আগেযশোর জেলায় এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত গত পাঁচ মাসে ৩৬ জন খুন হয়েছেন। বিভিন্ন থানায় ধর্ষণের মামলা করা হয়েছে ২২টি। সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের কারণে এসব ঘটনা ঘটছে বলে মনে করছেন সমাজবিজ্ঞানীরা। রাজনৈতিক পটপরিবর্তনের পর অপরাধপ্রবণতা বেড়েছে বলে অভিযোগ উঠেছে।
৮ ঘণ্টা আগে