বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি
খুলনার দাকোপে গ্রামবাসীর সহযোগিতায় রক্ষা করা হলো লক্ষ্মীখোলা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়ি বাঁধ। নদীর পানি বৃদ্ধি ও প্রচণ্ড স্রোতে হঠাৎ করে লক্ষীখোলা ওয়াপদা রাস্তাটি নদী গর্ভে ধসে পড়ে। দুই দুইবার ভেঙে যাওয়ায় এলাকাবাসীর সহযোগিতায় পাউবো বেড়িবাঁধটি আটকাতে সক্ষম হয়।
স্থানীয়রা জানান, গত ১৮ অক্টোবর মধ্য রাতে ভদ্রা নদীর প্রবল জোয়ারের তোড়ে উপজেলার পাউবোর ৩১ নম্বর পোল্ডারের পানখালী ইউনিয়নের লক্ষ্মীখোলা ওয়াপদা বেড়ি বাঁধটি নদী গর্ভে বিলীন হয়। ১৯ অক্টোবর শনিবার দুপুরে ভাটায় পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে পাউবোর নেতৃত্বে ভাঙনে প্রয়োজনীয় বালু ভর্তি টিউব ব্যাগসহ অন্যান্য মালামাল ফেলে রাতেই বাঁধটি আটকাতে সক্ষম হয়।
তবে বাঁধটি আটকানোর ৬ ঘণ্টা যেতে না যেতেই শনিবার রাতে পুনরায় ভদ্রা নদীর প্রবল জোয়ারের চাপে বাঁধ ভেঙে যায়। পানিতে প্লাবিত হয় শত শত বাড়ি। ২১ অক্টোবর এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় বাঁধটি আটকাতে সক্ষম হয়েছে। গ্রামবাসীর অভিযোগ, দ্রুত টেকসই বেড়িবাঁধ না দিলে আবারও যেকোনো সময় নদী ভাঙনে বিলুপ্ত হতে পারে রাস্তাটি।
দাকোপ উপজেলা কৃষি কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান, পাউবোর বেড়িবাঁধ নদী গর্ভে বিলীন হওয়ার নদীর পানিতে কৃষকের কয়েক’শ একর জমির রোপা আমনের খেত তলিয়ে ব্যাপক ক্ষতি হয়েছে।
খুলনা পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী সুজয় কুমার কর্মকার জানিয়েছেন, পাউবোর বাঁধে প্রয়োজনীয় বালু ভর্তি টিউব, সিনথেক ও জিও ব্যাগ ফেলে বর্তমানে পানি ঢোকা বন্ধ করে বাঁধটি আটকানো সম্ভব হয়েছে।
খুলনার দাকোপে গ্রামবাসীর সহযোগিতায় রক্ষা করা হলো লক্ষ্মীখোলা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়ি বাঁধ। নদীর পানি বৃদ্ধি ও প্রচণ্ড স্রোতে হঠাৎ করে লক্ষীখোলা ওয়াপদা রাস্তাটি নদী গর্ভে ধসে পড়ে। দুই দুইবার ভেঙে যাওয়ায় এলাকাবাসীর সহযোগিতায় পাউবো বেড়িবাঁধটি আটকাতে সক্ষম হয়।
স্থানীয়রা জানান, গত ১৮ অক্টোবর মধ্য রাতে ভদ্রা নদীর প্রবল জোয়ারের তোড়ে উপজেলার পাউবোর ৩১ নম্বর পোল্ডারের পানখালী ইউনিয়নের লক্ষ্মীখোলা ওয়াপদা বেড়ি বাঁধটি নদী গর্ভে বিলীন হয়। ১৯ অক্টোবর শনিবার দুপুরে ভাটায় পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে পাউবোর নেতৃত্বে ভাঙনে প্রয়োজনীয় বালু ভর্তি টিউব ব্যাগসহ অন্যান্য মালামাল ফেলে রাতেই বাঁধটি আটকাতে সক্ষম হয়।
তবে বাঁধটি আটকানোর ৬ ঘণ্টা যেতে না যেতেই শনিবার রাতে পুনরায় ভদ্রা নদীর প্রবল জোয়ারের চাপে বাঁধ ভেঙে যায়। পানিতে প্লাবিত হয় শত শত বাড়ি। ২১ অক্টোবর এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় বাঁধটি আটকাতে সক্ষম হয়েছে। গ্রামবাসীর অভিযোগ, দ্রুত টেকসই বেড়িবাঁধ না দিলে আবারও যেকোনো সময় নদী ভাঙনে বিলুপ্ত হতে পারে রাস্তাটি।
দাকোপ উপজেলা কৃষি কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান, পাউবোর বেড়িবাঁধ নদী গর্ভে বিলীন হওয়ার নদীর পানিতে কৃষকের কয়েক’শ একর জমির রোপা আমনের খেত তলিয়ে ব্যাপক ক্ষতি হয়েছে।
খুলনা পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী সুজয় কুমার কর্মকার জানিয়েছেন, পাউবোর বাঁধে প্রয়োজনীয় বালু ভর্তি টিউব, সিনথেক ও জিও ব্যাগ ফেলে বর্তমানে পানি ঢোকা বন্ধ করে বাঁধটি আটকানো সম্ভব হয়েছে।
নরসিংদীর শিবপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে আপন চাচা ও চাচাতো ভাইদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে আজ বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার চক্রধা ইউনিয়নের বৈলাব গ্রামে। নিহত ব্যক্তিরা হলেন সোহাগ (৪০) ও তাঁর ভাই রানা (৩৫)।
১২ মিনিট আগেনেত্রকোনা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) এক ঠিকাদারকে মারধরের অভিযোগ উঠেছে জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরীর বিরুদ্ধে। আজ বুধবার জেলা এলজিইডি কার্যালয়ে এ ঘটনা ঘটে।
১৬ মিনিট আগেরাজধানীর দক্ষিণখানে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছেন হাসান মাহমুদ কমপ্লেক্সের ‘শিফা ফ্যাশনের’ শ্রমিকেরা। আজ বুধবার (১০ সেপ্টেম্বর) রাত ৮টা থেকে দক্ষিণখানের শাহ কবীর মাজার রোডের আজমপুর কাঁচাবাজার এলাকার হাসান মাহমুদ কমপ্লেক্সের সামনে তারা রাস্তা অবরোধ করে অবস্থান নিয়েছেন।
১৯ মিনিট আগেখাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা বলেন, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চেঙ্গী ব্রিজ এলাকায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা দুজন গুরুতর আহত হন। উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
২২ মিনিট আগে