যশোরের মনিরামপুরে কাভার্ডভ্যান চাপায় নিহত পাঁচ জনের পরিবারকে ২৫ হাজার টাকা করে সহায়তা দিয়েছেন জেলা প্রশাসক।
আজ সোমবার দুপুরে উপজেলার ভোজগাতী ইউনিয়ন পরিষদে জেলা প্রশাসক তমিজুল ইসলাম খানের পক্ষে নিহতদের স্বজনদের হাতে এ অর্থ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কবির হোসেন।
এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম, উপজেলা ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ বায়েজিদ, ভোজগাতী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনিচুর রহমান, তরুণ কান্তি হালদার বাপন প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে জেলা প্রশাসকের পাশাপাশি নিহতদের চারজনের পরিবারকে পাঁচ হাজার করে টাকা দিয়েছে উপজেলা যুবলীগ।
ভোজগাতী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেছেন।
চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বলেন, ‘জেলা প্রশাসক ও যুবলীগের সহায়তার পাশাপাশি নিহত হাবিবুর রহমানের স্ত্রী ও তৌহিদুল ইসলামের স্ত্রীকে আমার পক্ষ থেকে দুটি সেলাই মেশিন দিয়েছি।’
গত শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে মনিরামপুরের বেগারীতলা বাজারে কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে একটি হোটেলে ঢুকে পড়ে। এ সময় কাভার্ড ভ্যানের ধাক্কায় নিচে চাপা পড়ে টুনিয়াঘরা গ্রামের হাবিবুর রহমান, তাঁর শিশু ছেলে তাওশীন, একই গ্রামের সামছুর রহমান, তাঁর নাতী তৌহিদুল ইসলাম ও জয়পুর গ্রামের জিয়াউর রহমান নিহত হন। নিহতদের সবাই ওই সময় বাজারে নাস্তা করতে এসেছিলেন।
যশোরের মনিরামপুরে কাভার্ডভ্যান চাপায় নিহত পাঁচ জনের পরিবারকে ২৫ হাজার টাকা করে সহায়তা দিয়েছেন জেলা প্রশাসক।
আজ সোমবার দুপুরে উপজেলার ভোজগাতী ইউনিয়ন পরিষদে জেলা প্রশাসক তমিজুল ইসলাম খানের পক্ষে নিহতদের স্বজনদের হাতে এ অর্থ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কবির হোসেন।
এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম, উপজেলা ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ বায়েজিদ, ভোজগাতী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনিচুর রহমান, তরুণ কান্তি হালদার বাপন প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে জেলা প্রশাসকের পাশাপাশি নিহতদের চারজনের পরিবারকে পাঁচ হাজার করে টাকা দিয়েছে উপজেলা যুবলীগ।
ভোজগাতী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেছেন।
চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বলেন, ‘জেলা প্রশাসক ও যুবলীগের সহায়তার পাশাপাশি নিহত হাবিবুর রহমানের স্ত্রী ও তৌহিদুল ইসলামের স্ত্রীকে আমার পক্ষ থেকে দুটি সেলাই মেশিন দিয়েছি।’
গত শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে মনিরামপুরের বেগারীতলা বাজারে কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে একটি হোটেলে ঢুকে পড়ে। এ সময় কাভার্ড ভ্যানের ধাক্কায় নিচে চাপা পড়ে টুনিয়াঘরা গ্রামের হাবিবুর রহমান, তাঁর শিশু ছেলে তাওশীন, একই গ্রামের সামছুর রহমান, তাঁর নাতী তৌহিদুল ইসলাম ও জয়পুর গ্রামের জিয়াউর রহমান নিহত হন। নিহতদের সবাই ওই সময় বাজারে নাস্তা করতে এসেছিলেন।
দীর্ঘদিনের পুরোনো বসতি হলেও এ পথে এখনো উন্নয়নের ছোঁয়া লাগেনি। সড়কটি কাঁচা থাকায় বর্ষা এলেই পরিণত হয় কাদা-পথে। এ সময় এই পথ হয়ে কৃষিপণ্য পরিবহন, শিক্ষার্থীদের যাতায়াত কিংবা অসুস্থ রোগীকে হাসপাতালে নেওয়া—সবই হয়ে ওঠে দুঃসাধ্য।
২ মিনিট আগেস্থানীয় পুলিশ ও মিল সূত্রে জানা গেছে, দীর্ঘ এক বছর বন্ধ থাকার পর গত ২৮ জুলাই গাভুরকাছ গ্রামের ওমর হাসান, মাঈনুল হাসান মিল্টন ও মোবারকপুর গ্রামের রুহুল আমিন মিলে আবু সাঈদ অটো রাইসমিলটি আবার চালু করেন। বর্তমানে সেখানে ১৮ থেকে ২০ জন শ্রমিক কাজ করেন।
৭ মিনিট আগেরানিহাটি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থী বলেন, ‘পরীক্ষার হলে বসে খাতায় লিখছিলাম। হঠাৎ বাইরে থেকে মাইকের প্রচণ্ড শব্দ আসতে থাকে। এতে খুব বিরক্ত লাগছিল। এভাবে পরীক্ষা চলাকালে মাইক ব্যবহার একদমই উচিত হয়নি।’
৯ মিনিট আগেঘটনাস্থল থেকে একটি মাটি কাটার যন্ত্র ও একটি বালুভর্তি ট্রাক জব্দ করা হয়। পরে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই শেষে সড়ক পরিবহন আইনে এক ব্যক্তিকে ৭ দিনের কারাদণ্ড এবং অপর একজনকে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনে ১ লাখ ১০০ টাকা জরিমানা করা হয় এবং তার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।
১১ মিনিট আগে