Ajker Patrika

দর্শনায় ১১ সোনার বারসহ যুবক গ্রেপ্তার

চুয়াডাঙ্গা প্রতিনিধি
দর্শনায় ১১ সোনার বারসহ যুবক গ্রেপ্তার

চুয়াডাঙ্গার দর্শনা থেকে ১১টি সোনার বারসহ তরিকুল ইসলাম (৩২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে বিজিবি। আজ শনিবার সকাল ১০টার দিকে দর্শনা থানার সুলতানপুর সীমান্ত এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আজ বিকেলে সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬-বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান। গ্রেপ্তার তরিকুলের বাড়ি দর্শনা থানার পারকৃষ্ণপুর গ্রামে।

কর্নেল সাঈদ জানান, গোপন খবরের ভিত্তিতে বিজিবি সুলতানপুর সীমান্ত এলাকায় অভিযান চালায়। আজ সকাল ১০টার দিকে তরিকুল হেঁটে ঝাঝাডাঙ্গা গ্রামের মধ্য দিয়ে সীমান্তর দিকে যেতে দেখলে বিজিবি সদস্যরা তাঁকে চ্যালেঞ্জ করেন। এ সময় তরিকুল দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাঁকে ধাওয়া করে আটক করেন।

তরিকুলের শরীর তল্লাশি করে কোমরে লুকিয়ে রাখা ১১টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন ৮১৬ গ্রাম। এর আনুমানিক মূল্য ৭০ লাখ টাকা। এ ছাড়া একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এই ঘটনায় সংশ্লিষ্ট বিজিবির নায়েক মো. রবিউল ইসলাম বাদী হয়ে দর্শনা থানায় মামলা করেন। তরিকুলকে থানায় হস্তান্তর করা হয়েছে। সোনার বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমার দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কৌশলে বিনিয়োগ সরাচ্ছে বহুজাতিক কোম্পানি

বিমান বিধ্বস্ত: এক ঘণ্টা পর উদ্ধার হন পাইলট, তখনো বেঁচে ছিলেন

মোহাম্মদপুর থানায় ভুক্তভোগীকে হেনস্তা: চার পুলিশ সদস্যকে প্রত্যাহার, ৩ ছিনতাইকারী গ্রেপ্তার

‘ওসি হয়েও আমার কম দামি ফোন, দামি ফোন নিয়ে ঘুরলে ছিনতাই তো হবেই’, ভুক্তভোগীকে মোহাম্মদপুরের ওসি

রংপুরের ১০ কিমি সড়কে ৩৬৫ টন পাথর উধাও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত