Ajker Patrika

বাগেরহাটে ইয়াবা ও ফেনসিডিলসহ ২ দুজন আটক

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে ইয়াবা ও ফেনসিডিলসহ ২ দুজন আটক

বাগেরহাটে ইয়াবা ও ফেনসিডিলসহ ২ দুজনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। আজ সোমবার সকালে সদর উপজেলার চুলকাঠি বাজার এলাকায় অভিযান চালিয়ে র‍্যাব-৬ এর সদস্যরা তাঁদের আটক করে।

এ সময় আটকদের কাছ থেকে ৫৬০টি ইয়াবা ও ৩৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক আটকদের বাগেরহাট মডেল থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে। আটকরা হলেন বাগেরহাট সদর উপজেলার চুলকাঠি এলাকার মো. কামরুজ্জামান শেখ (৪৫) ও মো. মিরান শেখ (২৫)।

র‍্যাব-৬ খুলনার সহকারী পরিচালক মিডিয়া তারেক আনাম বান্না বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক কারবারি মো. কামরুজ্জামান শেখ (৪৫) ও মো. মিরান শেখকে (২৫) আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মামলা দিয়ে বাগেরহাট থানায় সোপর্দ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত