দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুরে তিন সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় থানায় মামলা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ওই হামলার পর মামলা করা হলে রাতেই এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার দুজন হলেন মজনু (৩৫) ও শিপন (২৭)।
গতকাল বৃহস্পতিবার দুপুরে সন্ত্রাসী হামলায় আহত তিন সাংবাদিক হলেন বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টিফোরের কুষ্টিয়া প্রতিনিধি ও দৈনিক কালবেলার জেলা প্রতিনিধি শরীফ বিশ্বাস ও তাঁর ক্যামেরাপারসন এস আই সুমন এবং স্থানীয় একটি পত্রিকার সাংবাদিক বিদ্যুৎ হোসেন। এ সময় সুমনের ব্যবহৃত ক্যামেরাও ভাঙচুর করা হয়।
এ ঘটনায় ওই দিন রাতে ছয়জনের নাম উল্লেখসহ ৮-১০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা করেন শরীফ।
হামলার শিকার শরীফ বিশ্বাস বলেন, গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের সিরাজনগর এলাকায় এক ব্যক্তির মুক্তিযোদ্ধা সনদ জালিয়াতি করে প্রশাসন ক্যাডারে চাকরির সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন তাঁরা। দুই ঘণ্টার বেশি সময় ধরে অবরুদ্ধ থাকা অবস্থায় মারধরের শিকার তাঁদের তিনজনকে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে চিকিৎসার জন্য দৌলতপুর হাসপাতালে পাঠানো হয়।
আহত শরীফ বিশ্বাস আরও বলেন, ‘পেশাগত দায়িত্ব পালনকালে সন্ত্রাসীরা আমাদের ওপর হামলা চালায়। এ সময় তারা আমাদের ক্যামেরা ভাঙচুর করে অবরুদ্ধ করে রাখে। পরে স্থানীয় হাসপাতালে চিকিৎসার পর সন্ধ্যায় দৌলতপুর থানায় লিখিত অভিযোগ দিই।’
এদিকে এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বিভিন্ন কর্মসূচির ডাক দেয় স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন সংগঠন। এ সময় অবিলম্বে এ হামলায় জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়।
দৌলতপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম বলেন, ‘গণমাধ্যমকর্মীদের ওপর হামলা একটি ন্যক্কারজনক ঘটনা। হামলায় জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’
এ বিষয়ে জানতে চাইলে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, এ ঘটনায় মামলা হলে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদেরও আইনের আওতায় নেওয়া হবে।
কুষ্টিয়ার দৌলতপুরে তিন সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় থানায় মামলা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ওই হামলার পর মামলা করা হলে রাতেই এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার দুজন হলেন মজনু (৩৫) ও শিপন (২৭)।
গতকাল বৃহস্পতিবার দুপুরে সন্ত্রাসী হামলায় আহত তিন সাংবাদিক হলেন বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টিফোরের কুষ্টিয়া প্রতিনিধি ও দৈনিক কালবেলার জেলা প্রতিনিধি শরীফ বিশ্বাস ও তাঁর ক্যামেরাপারসন এস আই সুমন এবং স্থানীয় একটি পত্রিকার সাংবাদিক বিদ্যুৎ হোসেন। এ সময় সুমনের ব্যবহৃত ক্যামেরাও ভাঙচুর করা হয়।
এ ঘটনায় ওই দিন রাতে ছয়জনের নাম উল্লেখসহ ৮-১০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা করেন শরীফ।
হামলার শিকার শরীফ বিশ্বাস বলেন, গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের সিরাজনগর এলাকায় এক ব্যক্তির মুক্তিযোদ্ধা সনদ জালিয়াতি করে প্রশাসন ক্যাডারে চাকরির সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন তাঁরা। দুই ঘণ্টার বেশি সময় ধরে অবরুদ্ধ থাকা অবস্থায় মারধরের শিকার তাঁদের তিনজনকে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে চিকিৎসার জন্য দৌলতপুর হাসপাতালে পাঠানো হয়।
আহত শরীফ বিশ্বাস আরও বলেন, ‘পেশাগত দায়িত্ব পালনকালে সন্ত্রাসীরা আমাদের ওপর হামলা চালায়। এ সময় তারা আমাদের ক্যামেরা ভাঙচুর করে অবরুদ্ধ করে রাখে। পরে স্থানীয় হাসপাতালে চিকিৎসার পর সন্ধ্যায় দৌলতপুর থানায় লিখিত অভিযোগ দিই।’
এদিকে এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বিভিন্ন কর্মসূচির ডাক দেয় স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন সংগঠন। এ সময় অবিলম্বে এ হামলায় জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়।
দৌলতপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম বলেন, ‘গণমাধ্যমকর্মীদের ওপর হামলা একটি ন্যক্কারজনক ঘটনা। হামলায় জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’
এ বিষয়ে জানতে চাইলে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, এ ঘটনায় মামলা হলে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদেরও আইনের আওতায় নেওয়া হবে।
মাদারীপুর জেলার শিবচরের এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় পিকআপের চালক ও তাঁর সহকারীর মৃত্যু হয়েছে। আজ সোমবার ভোর ৪টার দিকে এক্সপ্রেসওয়ের মুন্সীরবাজার এলাকায় দুর্ঘটনাটি ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
১২ মিনিট আগেসুচিকিৎসা, পুনর্বাসন ও রাষ্ট্রীয় স্বীকৃতিসহ সাত দফা দাবিতে বিক্ষোভরত জুলাই আন্দোলনে আহতরা সরকারের আশ্বাসে হাসপাতালে ফিরে গেছেন। গতকাল রোববার দিবাগত রাত পৌনে ২টার দিকে তাঁরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে থেকে চলে যান।
১ ঘণ্টা আগেসনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব সরস্বতী পূজা আজ। বিদ্যার দেবী সরস্বতীর আরাধনার পুরোদস্তুর আয়োজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলে। হল প্রশাসন এবং বিভিন্ন বিভাগ ইনস্টিটিউটের মোট ৭৪টি মণ্ডপে এবার পূজা পালন হচ্ছে...
১ ঘণ্টা আগেপ্রায় ১৯ ঘণ্টা পর উপাচার্যের আশ্বাসে অনশন স্থগিত করেছেন পোষ্য কোটা বাতিলের দাবিতে আমরণ অনশনরত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। আজ সোমবার ভোর পৌনে ছয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান অনশনরত শিক্ষার্থীদের জুস পান করিয়ে অনশন ভাঙান...
২ ঘণ্টা আগে