দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুরে তিন সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় থানায় মামলা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ওই হামলার পর মামলা করা হলে রাতেই এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার দুজন হলেন মজনু (৩৫) ও শিপন (২৭)।
গতকাল বৃহস্পতিবার দুপুরে সন্ত্রাসী হামলায় আহত তিন সাংবাদিক হলেন বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টিফোরের কুষ্টিয়া প্রতিনিধি ও দৈনিক কালবেলার জেলা প্রতিনিধি শরীফ বিশ্বাস ও তাঁর ক্যামেরাপারসন এস আই সুমন এবং স্থানীয় একটি পত্রিকার সাংবাদিক বিদ্যুৎ হোসেন। এ সময় সুমনের ব্যবহৃত ক্যামেরাও ভাঙচুর করা হয়।
এ ঘটনায় ওই দিন রাতে ছয়জনের নাম উল্লেখসহ ৮-১০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা করেন শরীফ।
হামলার শিকার শরীফ বিশ্বাস বলেন, গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের সিরাজনগর এলাকায় এক ব্যক্তির মুক্তিযোদ্ধা সনদ জালিয়াতি করে প্রশাসন ক্যাডারে চাকরির সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন তাঁরা। দুই ঘণ্টার বেশি সময় ধরে অবরুদ্ধ থাকা অবস্থায় মারধরের শিকার তাঁদের তিনজনকে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে চিকিৎসার জন্য দৌলতপুর হাসপাতালে পাঠানো হয়।
আহত শরীফ বিশ্বাস আরও বলেন, ‘পেশাগত দায়িত্ব পালনকালে সন্ত্রাসীরা আমাদের ওপর হামলা চালায়। এ সময় তারা আমাদের ক্যামেরা ভাঙচুর করে অবরুদ্ধ করে রাখে। পরে স্থানীয় হাসপাতালে চিকিৎসার পর সন্ধ্যায় দৌলতপুর থানায় লিখিত অভিযোগ দিই।’
এদিকে এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বিভিন্ন কর্মসূচির ডাক দেয় স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন সংগঠন। এ সময় অবিলম্বে এ হামলায় জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়।
দৌলতপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম বলেন, ‘গণমাধ্যমকর্মীদের ওপর হামলা একটি ন্যক্কারজনক ঘটনা। হামলায় জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’
এ বিষয়ে জানতে চাইলে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, এ ঘটনায় মামলা হলে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদেরও আইনের আওতায় নেওয়া হবে।
কুষ্টিয়ার দৌলতপুরে তিন সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় থানায় মামলা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ওই হামলার পর মামলা করা হলে রাতেই এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার দুজন হলেন মজনু (৩৫) ও শিপন (২৭)।
গতকাল বৃহস্পতিবার দুপুরে সন্ত্রাসী হামলায় আহত তিন সাংবাদিক হলেন বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টিফোরের কুষ্টিয়া প্রতিনিধি ও দৈনিক কালবেলার জেলা প্রতিনিধি শরীফ বিশ্বাস ও তাঁর ক্যামেরাপারসন এস আই সুমন এবং স্থানীয় একটি পত্রিকার সাংবাদিক বিদ্যুৎ হোসেন। এ সময় সুমনের ব্যবহৃত ক্যামেরাও ভাঙচুর করা হয়।
এ ঘটনায় ওই দিন রাতে ছয়জনের নাম উল্লেখসহ ৮-১০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা করেন শরীফ।
হামলার শিকার শরীফ বিশ্বাস বলেন, গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের সিরাজনগর এলাকায় এক ব্যক্তির মুক্তিযোদ্ধা সনদ জালিয়াতি করে প্রশাসন ক্যাডারে চাকরির সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন তাঁরা। দুই ঘণ্টার বেশি সময় ধরে অবরুদ্ধ থাকা অবস্থায় মারধরের শিকার তাঁদের তিনজনকে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে চিকিৎসার জন্য দৌলতপুর হাসপাতালে পাঠানো হয়।
আহত শরীফ বিশ্বাস আরও বলেন, ‘পেশাগত দায়িত্ব পালনকালে সন্ত্রাসীরা আমাদের ওপর হামলা চালায়। এ সময় তারা আমাদের ক্যামেরা ভাঙচুর করে অবরুদ্ধ করে রাখে। পরে স্থানীয় হাসপাতালে চিকিৎসার পর সন্ধ্যায় দৌলতপুর থানায় লিখিত অভিযোগ দিই।’
এদিকে এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বিভিন্ন কর্মসূচির ডাক দেয় স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন সংগঠন। এ সময় অবিলম্বে এ হামলায় জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়।
দৌলতপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম বলেন, ‘গণমাধ্যমকর্মীদের ওপর হামলা একটি ন্যক্কারজনক ঘটনা। হামলায় জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’
এ বিষয়ে জানতে চাইলে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, এ ঘটনায় মামলা হলে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদেরও আইনের আওতায় নেওয়া হবে।
রাজশাহী ওপেন স্কাউট গ্রুপের সেবা স্তরের তিনজন রোভার ১৫০ কিলোমিটার পথ হেঁটে পরিভ্রমণের উদ্দেশ্যে রওনা হয়েছেন। পাঁচ দিনব্যাপী এই যাত্রার শুরু হয়েছে রাজশাহী কলেজ থেকে। গন্তব্য জয়পুরহাট সরকারি কলেজ।
৬ মিনিট আগেনিহত শিক্ষার্থীর মামা মো. সেলিম জানান, রাগীবের বাড়ি পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলার কাউনখালী গ্রামে। বর্তমানে হাতিরঝিল থানার নয়াটোলা এলাকায় একটি সাততলা ভবনের ছয়তলায় ভাড়া থাকেন তাঁর পরিবার। রাগীবের বাবার নাম মেহেবুবুর রহমান। রাগীব বিয়াম মডেল স্কুলের অ্যান্ড কলেজ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা দিচ্ছি
১০ মিনিট আগেচিটাগাং ক্লাবে ছেলের বিয়ে অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতা জাহেদুল হককে খুঁজে পায়নি পুলিশ। গতকাল শুক্রবার রাতে চট্টগ্রাম নগরীর সাইফুদ্দিন খালেদ রোডে চিটাগাং ক্লাবের সামনে বিক্ষোভ শুরু করে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা। পরে পুলিশ ক্লাবের ভেতরে গিয়ে আওয়ামী লীগ নেতাকে ধরতে তল্লাশি চালায়। কিন্তু তাঁর খোঁজ মেলেনি।
১৬ মিনিট আগেবাগেরহাটের ফকিরহাটে একটি প্রতিষ্ঠানে নিরাপত্তা প্রহরী ও শ্রমিকদের অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে রেখে কোটি টাকার মালামাল লুট করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
৩৫ মিনিট আগে