বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে স্কুল পর্যায়ে প্রত্নতাত্ত্বিক প্রদর্শনী, শপথবাক্য পাঠ ও কুইজ প্রতিযোগিতা হয়েছে। আজ বুধবার সদর উপজেলার উদ্দিপন বদর সামছু বিদ্যানিকেতনে প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর এই আয়োজন করে।
আয়োজকেরা জানিয়েছেন, শিক্ষার্থীদের প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংরক্ষণে উদ্বুদ্ধ করতে জেলায় প্রথমবারের মতো প্রদর্শনী, আলোচনা সভাসহ নানা আয়োজন করা হয়েছে।
শিক্ষার্থীরা বিদ্যানিকেতনের সাংস্কৃতিক ল্যাবে প্রাচীন আমলের বিভিন্ন মাটির তৈজসপত্র, ইট, বালুর ঘড়ি, কলের গান, লাঙল, ঢেঁকিসহ বিভিন্ন প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক নিদর্শন ঘুরে দেখে। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কর্মকর্তারা নিদর্শনের সাংস্কৃতিক ও ঐতিহাসিক মূল্য সম্পর্কে শিক্ষার্থীদের ব্যাখ্যা করেন। প্রদর্শনী শেষে প্রত্নতত্ত্ব অধিদপ্তর, খুলনার আঞ্চলিক পরিচালক লাভলী ইয়াসমিন শিক্ষার্থীদের প্রত্নতাত্ত্বিক নিদর্শন রক্ষার শপথবাক্য পাঠ করান।
অনুষ্ঠানে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সহকারী পরিচালক মো. গোলাম ফেরদাউস, বাগেরহাট জাদুঘরের তত্ত্বাবধায়ক (কাস্টোডিয়ান) মো. যায়েদ, মাঠ কর্মকর্তা আইরিন পারভীন, সামছউদ্দিন নাহার ট্রাস্টের চিফ ফ্যাসিলিটেটর সুব্রত কুমার মুখার্জি উপস্থিত ছিলেন। পরে আলোচনা সভা, প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংরক্ষণবিষয়ক আইন সম্পর্কে ভিডিও চিত্র প্রদর্শন এবং প্রত্নতাত্ত্বিক স্থাপনা সম্পর্কে কুইজ প্রতিযোগিতা হয়।
শিক্ষার্থী সিয়াম আহমেদ বলে, ‘আমরা প্রত্নতাত্ত্বিক নিদর্শন রক্ষার শপথ নিয়েছি। বাগেরহাট শহরের গোড়াপত্তন, খানজাহান আলী (রহ)-এর নির্মিত বিভিন্ন স্থাপনাসহ নানা প্রাচীন বিষয়ে জানতে পেরেছি। আমরা খুব খুশি।’
ফারজানা আফরিন নামের আরেক শিক্ষার্থী বলেছে, ‘আমরা বিভিন্ন প্রাচীন নিদর্শন দেখেছি। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কর্মকর্তারা আমাদের প্রাচীন স্থাপনা সম্পর্কে ধারণা দিয়েছেন। মসজিদের শহর বাগেরহাট, ষাটগম্বুজ মসজিদ ও প্রাচীন স্থাপনা সম্পর্কে অনেক ধারণা পেয়েছি। এর মাধ্যমে আমাদের জ্ঞানের পরিধি বৃদ্ধি পেয়েছে।’
উদ্দিপন বদর সামছু বিদ্যানিকেতনের সামাজিক বিজ্ঞান বিভাগের শিক্ষক নুশরাত ইয়াসমিন বলেছে, আমাদের প্রতিষ্ঠানেই প্রথম সামাজিক বিজ্ঞান ল্যাব করা হয়েছে। সামাজিক বিজ্ঞান সংগ্রহশালা একটি জাতির অতীত ইতিহাস জানতে সহযোগিতা করে। প্রত্নতাত্ত্বিক এই প্রদর্শন শিক্ষার্থীদের আরও সমৃদ্ধ করবে।
প্রত্নতত্ত্ব অধিদপ্তর, খুলনার আঞ্চলিক পরিচালক লাভলী ইয়াসমিন বলেন, প্রথমবারের মতো শিক্ষাপ্রতিষ্ঠানে আয়োজিত প্রদর্শনী ও আলোচনা সভা শিক্ষার্থীদের প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংরক্ষণে উদ্বুদ্ধ করবে। ভবিষ্যতে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে জানান প্রত্নতত্ত্ব অধিদপ্তরের এই কর্মকর্তা।
বাগেরহাটে স্কুল পর্যায়ে প্রত্নতাত্ত্বিক প্রদর্শনী, শপথবাক্য পাঠ ও কুইজ প্রতিযোগিতা হয়েছে। আজ বুধবার সদর উপজেলার উদ্দিপন বদর সামছু বিদ্যানিকেতনে প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর এই আয়োজন করে।
আয়োজকেরা জানিয়েছেন, শিক্ষার্থীদের প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংরক্ষণে উদ্বুদ্ধ করতে জেলায় প্রথমবারের মতো প্রদর্শনী, আলোচনা সভাসহ নানা আয়োজন করা হয়েছে।
শিক্ষার্থীরা বিদ্যানিকেতনের সাংস্কৃতিক ল্যাবে প্রাচীন আমলের বিভিন্ন মাটির তৈজসপত্র, ইট, বালুর ঘড়ি, কলের গান, লাঙল, ঢেঁকিসহ বিভিন্ন প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক নিদর্শন ঘুরে দেখে। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কর্মকর্তারা নিদর্শনের সাংস্কৃতিক ও ঐতিহাসিক মূল্য সম্পর্কে শিক্ষার্থীদের ব্যাখ্যা করেন। প্রদর্শনী শেষে প্রত্নতত্ত্ব অধিদপ্তর, খুলনার আঞ্চলিক পরিচালক লাভলী ইয়াসমিন শিক্ষার্থীদের প্রত্নতাত্ত্বিক নিদর্শন রক্ষার শপথবাক্য পাঠ করান।
অনুষ্ঠানে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সহকারী পরিচালক মো. গোলাম ফেরদাউস, বাগেরহাট জাদুঘরের তত্ত্বাবধায়ক (কাস্টোডিয়ান) মো. যায়েদ, মাঠ কর্মকর্তা আইরিন পারভীন, সামছউদ্দিন নাহার ট্রাস্টের চিফ ফ্যাসিলিটেটর সুব্রত কুমার মুখার্জি উপস্থিত ছিলেন। পরে আলোচনা সভা, প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংরক্ষণবিষয়ক আইন সম্পর্কে ভিডিও চিত্র প্রদর্শন এবং প্রত্নতাত্ত্বিক স্থাপনা সম্পর্কে কুইজ প্রতিযোগিতা হয়।
শিক্ষার্থী সিয়াম আহমেদ বলে, ‘আমরা প্রত্নতাত্ত্বিক নিদর্শন রক্ষার শপথ নিয়েছি। বাগেরহাট শহরের গোড়াপত্তন, খানজাহান আলী (রহ)-এর নির্মিত বিভিন্ন স্থাপনাসহ নানা প্রাচীন বিষয়ে জানতে পেরেছি। আমরা খুব খুশি।’
ফারজানা আফরিন নামের আরেক শিক্ষার্থী বলেছে, ‘আমরা বিভিন্ন প্রাচীন নিদর্শন দেখেছি। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কর্মকর্তারা আমাদের প্রাচীন স্থাপনা সম্পর্কে ধারণা দিয়েছেন। মসজিদের শহর বাগেরহাট, ষাটগম্বুজ মসজিদ ও প্রাচীন স্থাপনা সম্পর্কে অনেক ধারণা পেয়েছি। এর মাধ্যমে আমাদের জ্ঞানের পরিধি বৃদ্ধি পেয়েছে।’
উদ্দিপন বদর সামছু বিদ্যানিকেতনের সামাজিক বিজ্ঞান বিভাগের শিক্ষক নুশরাত ইয়াসমিন বলেছে, আমাদের প্রতিষ্ঠানেই প্রথম সামাজিক বিজ্ঞান ল্যাব করা হয়েছে। সামাজিক বিজ্ঞান সংগ্রহশালা একটি জাতির অতীত ইতিহাস জানতে সহযোগিতা করে। প্রত্নতাত্ত্বিক এই প্রদর্শন শিক্ষার্থীদের আরও সমৃদ্ধ করবে।
প্রত্নতত্ত্ব অধিদপ্তর, খুলনার আঞ্চলিক পরিচালক লাভলী ইয়াসমিন বলেন, প্রথমবারের মতো শিক্ষাপ্রতিষ্ঠানে আয়োজিত প্রদর্শনী ও আলোচনা সভা শিক্ষার্থীদের প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংরক্ষণে উদ্বুদ্ধ করবে। ভবিষ্যতে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে জানান প্রত্নতত্ত্ব অধিদপ্তরের এই কর্মকর্তা।
পটুয়াখালীর বাউফল উপজেলায় খেলতে গিয়ে খাট থেকে পড়ে আয়শা (১৯ মাস) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
২১ মিনিট আগেকক্সবাজার-টেকনাফ মেরিনড্রাইভ সড়কে অবৈধভাবে চলাচল করার অপরাধে ২৮টি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত হিমছড়ি পুলিশ ফাঁড়ির চেকপোস্টে ট্রাফিক পুলিশের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।
৩২ মিনিট আগেঢাকার কেরানীগঞ্জে ফেনসিডিলসহ বিএনপি নেতার ছেলে ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের নেতা ও তাঁর সহযোগীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা দক্ষিণ গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল শুক্রবার বিকেল ৫টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের হিজলতলা কামারপাড়া এলাকায় একটি চিহ্নিত মাদক স্পট থেকে তাঁদের...
১ ঘণ্টা আগেপটুয়াখালীর দুমকীতে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম বাবুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে