Ajker Patrika

বেনাপোলে ১০ রাউন্ড গুলিসহ ৭ আগ্নেয়াস্ত্র উদ্ধার, আটক ১ 

বেনাপোল (যশোর) প্রতিনিধি
আপডেট : ০১ অক্টোবর ২০২২, ১২: ৪৬
বেনাপোলে ১০ রাউন্ড গুলিসহ ৭ আগ্নেয়াস্ত্র উদ্ধার, আটক ১ 

যশোরের বেনাপোল সীমান্তের অগ্রভুলোট ও পুটখালী থেকে সতটি আগ্নেয়াস্ত্র ও ১০ রাউন্ড গুলিসহ সম্রাট হোসেন নামে এক অস্ত্র কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে তিনটি বিদেশি পিস্তল ও চারটি ওয়ান শুটার।

গতকাল শুক্রবার রাত ১০টার দিকে পৃথক দুটি অভিযানে অস্ত্রসহ তাঁকে আটক করে ২১ ব্যাটালিয়ন বিজিবি। আটক অস্ত্র কারবারি বেনাপোলের পুটখালী ইউনিয়নের দৌলতপুর গ্রামের মোশারফ হোসেনের ছেলে।

২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান বলেন, গোপন সংবাদে বিজিবি জানতে পারে, সীমান্তপথে ভারত থেকে অস্ত্রের চালান এপারে প্রবেশ করবে। পরে বিজিবি সীমান্তে নজরদারি বাড়ায়। একপর্যায়ে অগ্রভুলোট সীমান্তে কারবারিদের ধাওয়া করে বিজিবি। এ সময় কারবারিরা একটি ব্যাগ রেখে পালিয়ে যায়। পরে ব্যাগের মধ্য থেকে তিনটি আগ্নেয়াস্ত্র ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়। একই সময়ে পার্শ্ববর্তী পুটখালী সীমান্তে এক কারবারিকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে উদ্ধার হয় চারটি আগ্নেয়াস্ত্র ও চার রাউন্ড গুলি। আটক চোরাকারবারির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত