Ajker Patrika

তালায় করোনা সংক্রমণের হার ৪৮.৩৬%

প্রতিনিধি
আপডেট : ১৫ জুন ২০২১, ১৯: ১৭
তালায় করোনা সংক্রমণের হার ৪৮.৩৬%

(তালা) সাতক্ষীরা: তালা উপজেলায় দুই সপ্তাহে ৫৯ জন কোভিড রোগী শনাক্ত হয়েছেন। গত ১৫ দিনে ১২২ জনের নমুনা পরীক্ষায় পজিটিভ এসেছে ৫৯ জনের। সে হিসাবে উপজেলায় করোনা আক্রান্তের হার ৪৮ দশমিক ৩৬ শতাংশ। আজ মঙ্গলবার বিকেলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব সরদার এ তথ্য নিশ্চিত করেন।

করোনা সংক্রমণের প্রতিরোধক টিকার দুই ডোজ গ্রহণের পরও করোনায় আক্রান্ত হয়েছেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উপসচিব-প্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক ও তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু ও তাঁর স্ত্রী সুতপা রাহা। আজ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টে তাঁদের করোনা শনাক্ত হয়।

এদিকে, করোনা সংক্রমণ রোধে দ্বিতীয় দফায় লকডাউন আগামী ১৮ জুন মধ্যরাত পর্যন্ত বাড়ানো হয়েছে। জেলাব্যাপী এই লকডাউন কার্যকর থাকবে। দ্বিতীয় মেয়াদের লকডাউনে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী কেনাকাটার সময় দুপুর ১২টা পর্যন্ত করা হয়েছে।

প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই লকডাউন বাস্তবায়নে এবং মানুষকে ঘরে রাখতে নিরবচ্ছিন্ন সেবা অব্যাহত রেখেছে। রাস্তায় ছোট যানবাহন ও সীমিত পরিসরে মানুষ চলাচল করছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব সরদার বলেন, আজ ২৮টি নমুনা পরীক্ষায় করোনাভাইরাস পজিটিভ এসেছে ১৪ জনের এবং গত ১৫ দিনে ১২২ জনের নমুনা পরীক্ষায় পজিটিভ এসেছে ৫৯ জনের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

অস্থিরতার সামান্য ইঙ্গিত পেলেই আমরা চলে যাব

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জর্ডান-মিসরকে নিয়ে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করতে চান নেতানিয়াহু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত