ইবি প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) চারুকলা বিভাগের শিক্ষার্থীরা বরাদ্দ দেওয়া কক্ষ ব্যবহারের দাবিতে আমরণ অনশনে নেমে ১২ ঘণ্টা পর তা স্থগিত করেছেন। আজ মঙ্গলবার চার দফা দাবি রেখে ভোর ৪টায় অনশন স্থগিতের ঘোষণা দেন তাঁরা।
তবে এর আগেই অনশনে ছয় শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। গতকাল সোমবার বিকেলে প্রশাসন ভবনের সামনে আমরণ অনশনে বসেন বিভাগটির ১৫ শিক্ষার্থী। রাতে দফায় দফায় প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের অনশন তুলে নেওয়ার অনুরোধ করা হয়। তবে বিভাগের শিক্ষার্থীরা তাঁদের দাবিতে অনড় থাকেন।
ক্লাসরুম সংকটের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক মন্তব্য করতে দেখা গেছে শিক্ষার্থীদের। সৈকত নামে এক শিক্ষার্থী লেখেন, পড়ার ক্লাসরুমের জন্য শিক্ষার্থীদের অনশনে বসতে হচ্ছে। এটা বিশ্ববিদ্যালয়ের জন্য লজ্জার। ন্যূনতম সুযোগ-সুবিধা না দিয়েই বছরে বছরে নতুন বিভাগ খোলার মাশুল দিতে হচ্ছে শিক্ষার্থীদের।
জানা যায়, ২০১৯-২০ শিক্ষাবর্ষে থেকে বিশ্ববিদ্যালয়ে বিভাগটির যাত্রা শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল কলা ভবনের চতুর্থ তলায় চারুকলা বিভাগকে রুম বরাদ্দ করেন প্রশাসন। তবে বরাদ্দকৃত রুমগুলো ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ এবং ফোকলোর স্টাডিজ বিভাগের দখলে।
বিভাগের শিক্ষার্থীরা জানান, ‘আমরা দীর্ঘদিন ধরে ক্লাস পরীক্ষা দিতেছি মাত্র একটা রুমে। আমাদের কোনো রুম নাই। প্রশাসন রুম বরাদ্দ দিয়েছে। কিন্তু আমরা রুমগুলো বুঝে পাইনি।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, সকালে বিষয়টা নিয়ে বসা হবে। আশা করি সমাধান হয়ে যাবে।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) চারুকলা বিভাগের শিক্ষার্থীরা বরাদ্দ দেওয়া কক্ষ ব্যবহারের দাবিতে আমরণ অনশনে নেমে ১২ ঘণ্টা পর তা স্থগিত করেছেন। আজ মঙ্গলবার চার দফা দাবি রেখে ভোর ৪টায় অনশন স্থগিতের ঘোষণা দেন তাঁরা।
তবে এর আগেই অনশনে ছয় শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। গতকাল সোমবার বিকেলে প্রশাসন ভবনের সামনে আমরণ অনশনে বসেন বিভাগটির ১৫ শিক্ষার্থী। রাতে দফায় দফায় প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের অনশন তুলে নেওয়ার অনুরোধ করা হয়। তবে বিভাগের শিক্ষার্থীরা তাঁদের দাবিতে অনড় থাকেন।
ক্লাসরুম সংকটের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক মন্তব্য করতে দেখা গেছে শিক্ষার্থীদের। সৈকত নামে এক শিক্ষার্থী লেখেন, পড়ার ক্লাসরুমের জন্য শিক্ষার্থীদের অনশনে বসতে হচ্ছে। এটা বিশ্ববিদ্যালয়ের জন্য লজ্জার। ন্যূনতম সুযোগ-সুবিধা না দিয়েই বছরে বছরে নতুন বিভাগ খোলার মাশুল দিতে হচ্ছে শিক্ষার্থীদের।
জানা যায়, ২০১৯-২০ শিক্ষাবর্ষে থেকে বিশ্ববিদ্যালয়ে বিভাগটির যাত্রা শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল কলা ভবনের চতুর্থ তলায় চারুকলা বিভাগকে রুম বরাদ্দ করেন প্রশাসন। তবে বরাদ্দকৃত রুমগুলো ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ এবং ফোকলোর স্টাডিজ বিভাগের দখলে।
বিভাগের শিক্ষার্থীরা জানান, ‘আমরা দীর্ঘদিন ধরে ক্লাস পরীক্ষা দিতেছি মাত্র একটা রুমে। আমাদের কোনো রুম নাই। প্রশাসন রুম বরাদ্দ দিয়েছে। কিন্তু আমরা রুমগুলো বুঝে পাইনি।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, সকালে বিষয়টা নিয়ে বসা হবে। আশা করি সমাধান হয়ে যাবে।
সরাসরি ক্রয় পদ্ধতির (ডিপিএম) দরপত্রের মাধ্যমে উপজেলা যুবদলের সাবেক সভাপতি আশরাফুল ইসলাম দিপু ফরাজি ও উপজেলা যুবদলের সদস্যসচিব জাহিদুল ইসলাম রাসেল বাঁধ সংস্কারের ঠিকাদারি কাজ পান। উপজেলা প্রশাসনের বেঁধে দেওয়া দুই মাস সময়ের মধ্যে তাঁদের বাঁধ নির্মাণকাজ শেষ করতে বলা হয়েছে।
৯ মিনিট আগেরাজধানীর গুলশানে ‘সমন্বয়ক’ পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও গণতান্ত্রিক ছাত্র সংসদের পাঁচজনকে আটক করা হয়েছে। এ প্রসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা।
৩৩ মিনিট আগেআজ রোববার সকাল সাড়ে ৬টা থেকে উপজেলার গাজীপুর ইউনিয়নের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনা বাজার এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন কারখানার কয়েক শ শ্রমিক। সাড়ে তিন ঘণ্টা পর সকাল ১০টার দিকে মহাসড়কে যানচলাচল স্বাভাবিক হয়।
১ ঘণ্টা আগেভুল ট্রেনে উঠে তরুণী ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার তিন আসামি টাঙ্গাইলের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গতকাল শনিবার রাতে পৃথকভাবে টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দুজন বিচারকের কাছে তাঁরা জবানবন্দি দেন। রাত ৯টার দিকে জবানবন্দি গ্রহণ শেষে বিচারক মিনহাজ উদ্দিন ফরাজী এবং রুমেলিয়া
১ ঘণ্টা আগে