Ajker Patrika

মেহেরপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২

প্রতিনিধি, মেহেরপুর
মেহেরপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২

মেহেরপুরের মুজিবনগর কেদারগঞ্জ বাজারের কাছে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এঘটনায় দুই মোটরসাইকেল চালকসহ তিনজন নিহত হয়েছেন।

বুধবার ঈদের দিনদুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-মুজিবনগর সোনাপুর গ্রামের মাঠপাড়ার মিনারুল ইসলামের ছেলে শামিম হোসেন (২২), একই গ্রামের শরিফুল ইসলামের ছেলে শাকিল আহমেদ (২৩) এবং মেহেরপুরের গাংনী গাড়াডোব গ্রামের রিয়াজুল ইসলামের ছেলে মুস্তাকিন হোসেন (২৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোনাপুর মাঠপাড়ার শামিম ও শাকিল মোটরসাইকেল নিয়ে মানিকনগর থেকে মুজিবনগর সড়কে উঠছিল। এ সময় মুজিবনগর ঘুরতে যাচ্ছিল মুস্তাকিন। তখন দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল চালক শামিম ও মুস্তাকিনের মৃত্যু হয়। পরে গুরুতর আহত শাকিলের মৃত্যু হয়।

পরে পুলিশ হতাহতদের উদ্ধার করে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মাহফুজুর রহমান তাঁদের মৃত ঘোষণা করেন।

মুজিবনগর থানার ওসি আব্দুল হাশেম জানান, ঘটনাস্থল থেকে দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। দুই মোটরসাইকেলে মোট ৫ জন আরোহী ছিলেন। দ্রুত গতির কারণেই এ দুঘর্টনা ঘটেছে। আহত হয়েছে আরও দুজন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যবসায়ীকে বালুতে পুঁতে রেখে ‘৪ কোটি টাকা আদায়’

সব কমিটি থেকে নারীদের সিস্টেমেটিক্যালি সাইড করা হয়েছে: সামান্তা শারমিন

ঢাবিতে ‘তুর্কি এনজিও সমর্থিত’ সংগঠনের ‘বৃহত্তর বাংলাদেশ’ মানচিত্রে ভারতের অংশ, বললেন জয়শঙ্কর

কালো জাদুর অভিযোগে মবের তাণ্ডব, এক পরিবারে পাঁচজনকে জীবন্ত পুড়িয়ে হত্যা

একে একে আট বিয়ে, নয়বারের বেলায় গ্রেপ্তার ‘লুটেরা দুলহান’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত