Ajker Patrika

বেতন-বোনাস না পেলে জমছে না ঈদবাজার

মাগুরা প্রতিনিধি
আপডেট : ২৯ মার্চ ২০২৪, ১৫: ৫৯
বেতন-বোনাস না পেলে জমছে না ঈদবাজার

মাগুরা শহরের বেবী প্লাজা মার্কেটে স্ত্রীর জন্য শাড়ি দেখতে এসেছেন স্কুলশিক্ষক নাজমুল হোসেন। ছুটির দিনে সকাল থেকে বিভিন্ন দোকান ঘুরে পোশাকের দাম শুনে বাড়ি ফিরছেন। এ সময় কথা হয় এই প্রতিবেদকের সঙ্গে। তিনি বলেন, ‘জামা কাপড়ের দাম শুনতে এসেছি। এবার মনে হচ্ছে দাম বেশি। সবার জন্য হয়তো ঈদে কেনা হবে না। এখনো বেতন-বোনাস পাইনি। পেলে কিছু জামাকাপড় কিনতে পারব।’ 

নাজমুল হোসেন বলেন, ‘এবার শাড়ির দাম অত্যধিক। পাঞ্জাবির দামও লাগামছাড়া। বাচ্চাদের জামার দামও বেশি দেখলাম।’ 

ঈদের সপ্তাহখানেক বাকি থাকলেও মাগুরায় জমেনি ঈদের কেনাকাটা। শহরের বড় শপিং মল থেকে শুরু করে ছোট দোকানেও তেমন ক্রেতা নেই বলে বিক্রেতারা চেয়ে আছেন বাকি দিনগুলোর অপেক্ষায়। 

শহরের বেবি প্লাজার কাপড় ব্যবসায়ী তারিকুল ইসলাম বলেন, ঈদের ১০ দিন বাকি। তবে কেনাকাটা জমেনি। বেশির ভাগ মানুষ কাপড় দেখে দাম শুনে চলে যাচ্ছেন। বেতন-বোনাসের ওপর নির্ভর করা ক্রেতাই বেশি। মাস শেষ হলে হয়তো ক্রেতারা অনেকে ভিড় করবে। 

পাঞ্জাবির চাহিদা বেশি বলে জানান বিক্রেতা মাসুদ পারভেজ। তবে এবার ভালো মানের পাঞ্জাবির দাম ১ হাজার ৫০০ টাকার নিচে নেই। গতবার একই পাঞ্জাবির দাম ছিল ১ হাজার ২০০ টাকা মতো। 

শহরের বেশ কয়েকটি কাপড়ের দোকান ঘুরে দেখা গেছে, মেয়েদের থ্রি-পিসের চাহিদা বেশি রয়েছে। তবে দেশি থ্রি-পিসের দাম এবার বেশি বললেন রেশমি নামে এক ক্রেতা। 

রেশমি বলেন, ভালো মানের থ্রি-পিসের দাম আকাশ ছোঁয়া, ৩ হাজার ৫০০ টাকার নিচে নেই। অথচ একই থ্রি-পিস যশোর মার্কেটগুলোই ২ হাজার টাকার ভেতরে কেনা যায়। 

অপরদিকে দেশি শাড়ির চাহিদা এবার বেড়েছে বলে জানালেন বিক্রেতা রওনোক হোসেন। বিশেষ করে প্রিন্টের শাড়ির চাহিদা এবার ঈদে বেশি লক্ষ করছেন বিক্রেতারা। তবে এ শাড়ি মানভেদে ২ হাজার থেকে ১৫ হাজার টাকার দাম চাওয়া হচ্ছে। 

মাগুরা কাপড় ব্যবসায়ী সমিতির সভাপতি মসিউর রহমান রিপন বলেন, এখনো ঈদের বাজার জমেনি। অনেকে বেতন-বোনাস পাবেন, তখন ভিড় হবে। তবে এবার কাপড়ের দাম পাইকারি হিসেবে অনেক বেশি। ফলে খুচরা বিক্রি করতে হচ্ছে সামান্য লাভ রেখে। অনেকের আর্থিক অবস্থা তেমন ভালো নয় বলে কেনাকাটা করতে আসছেন না। এ রকম চললে ব্যবসায়ীরা বেশ বিপদে পড়বেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন ইরানের ৩০০ কিলোমিটারের মধ্যে ঢুকতে পারবে না ইসরায়েলি যুদ্ধবিমান

ভারী বৃষ্টি কোথায় কতদিন থাকবে, জানাল আবহাওয়া অধিদপ্তর

দক্ষিণ এশিয়ার নয়া আঞ্চলিক জোটের সম্ভাব্য নাম ‘সাকা’, প্রথম সম্মেলন ইসলামাবাদে

সেভেন সিস্টার্সকে সংযোগকারী ভারত-মিয়ানমারের কালাদান প্রকল্প চালু হবে ২০২৭ সালে

কক্সবাজার সমুদ্রসৈকতে তলিয়ে গেছেন চবির ৩ শিক্ষার্থী, একজনের লাশ উদ্ধার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত