Ajker Patrika

মনিরামপুরে হতাশা থেকে কলেজছাত্রের আত্মহত্যা

আপডেট : ২৪ জুলাই ২০২২, ১৬: ০৪
মনিরামপুরে হতাশা থেকে কলেজছাত্রের আত্মহত্যা

যশোরের মনিরামপুরে রুহুল আমিন নামে কলেজ পড়ুয়া এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ৯টার দিকে তাঁর ঘর থেকে মরদেহ উদ্ধার করে পুলিশকে খবর দেন স্বজনেরা।

রুহুল আমিন উপজেলার রাজগঞ্জ বাজার এলাকার নূর ইসলামের ছেলে। সে যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিল। পারিবারিক আর্থিক অসচ্ছলতায় হতাশায় পড়ে রুহুল আমিন আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ।

স্বজনেরা জানান, রুহুল আমিন রাতে খেয়ে নিজের ঘরে ঘুমাতে যায়। সকাল সাড়ে ৯টার দিকে তাঁর মা রহিমা বেগম খাবারের জন্য ছেলেকে ডাকতে গিয়ে দেখেন ওড়না ও গামছা জোড়া দিয়ে ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছেন রুহুল আমিন।

এ বিষয়ে রাজগঞ্জ তদন্ত কেন্দ্রের সহকারী পরিদর্শক (এসআই) আশিকুর রহমান বলেন, রুহুল আমিন শহরে ছাত্রাবাসে থেকে লেখাপড়া করতেন। ঈদের আগে তিনি বাড়ি আসেন। টাকার অভাবে ছাত্রাবাসে ফিরতে পারছিলেন না। পারিবারিক আর্থিক অসচ্ছলতায় হতাশায় পড়ে তিনি আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।

আশিকুর বলেন, অন্য কোনো কারণ না থাকায় বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত