Ajker Patrika

মুখে বলে ভোট দিলেন দৃষ্টিপ্রতিবন্ধী দুধ মল্লিক

চুয়াডাঙ্গা প্রতিনিধি
মুখে বলে ভোট দিলেন দৃষ্টিপ্রতিবন্ধী দুধ মল্লিক

চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৮টা থেকেই সুষ্ঠু পরিবেশে ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো। বহু ভোটারের ভিড়ে একজন বৃদ্ধ অন্য একজনের হাত ধরে ভোট কেন্দ্রের কক্ষে ঢুকছেন। জানা গেলো তিনি দৃষ্টিপ্রতিবন্ধি। নাম দুধ মল্লিক। বয়স ৭০ বছর পার হয়েছে। পরে কেন্দ্রের সহকারী প্রিসাইডিং কর্মকর্তাকে বললেন পছন্দের প্রার্থীদের নাম। সহকারী প্রিসাইডিং কর্মকর্তার সহায়তায় দুধ মল্লিকের পছন্দের প্রার্থীকে তাঁর ছেলে হেলাল উদ্দীন ব্যালটে সিল মেরে দেন।  

আজ সোমবার সপ্তম ধাপে চুয়াডাঙ্গার তিতুদহ ইউপি নির্বাচনে চুয়াডাঙ্গা সদর উপজেলার বড়শলুয়া উত্তরপাড়া প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এভাবেই নিজের ভোটাধিকার প্রয়োগ করেন দৃষ্টিপ্রতিবন্ধি দুধ মল্লিক (৭০)। 

জানাগেছে, দুধ মল্লিকের পরিবারে বংশগত অন্ধত্বের একটি রোগ আছে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তিনি প্রথমে কম দেখতেন। প্রায় ১৫ থেকে ২০ বছর তিনি পুরোপুরি দৃষ্টিপ্রতিবন্ধি হয়ে গেছেন। চোখে একেবারেই দেখেন না।  

ভোট দেওয়ার পর বৃদ্ধ দুধ মল্লিক জানান, তিনি বড় শলুয়া দক্ষিণপাড়ার বাসিন্দা। পছন্দের প্রার্থীকেই ভোট দিতে পেরেছি। আমার পছন্দমত আমার নিজের ছেলে সিল মেরেছে। ওখানে অফিসাররাও ছিল। তারা সহযোগীতা করেছে। 

কেন্দ্রের সহকারী প্রিসাইডিং কর্মকর্তা মাসুদ পারভেজ বলেন, ‘তিনি চোখে দেখেন না। আমাকে বলেছে আমি যেন উনাকে সাহায্য করি। পরে উনি যাকে যাকে বলেছেন আমিসহ সকলের সামনেই ওনার ছেলে প্রতীকে সিল দিয়ে বক্সে পুরে দেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত