Ajker Patrika

পুরস্কৃত হলেন চার গ্রামপুলিশ

মনিরামপুর, প্রতিনিধি 
Thumbnail image

মনিরামপুরে রোহিতা ইউনিয়নে শূন্য থেকে এক বছর বয়সী শিশুর জন্ম নিবন্ধনের তথ্য সংগ্রহে অবদান রাখায় চার গ্রামপুলিশকে সম্মাননা দেওয়া হয়েছে। পুরস্কারপ্রাপ্ত গ্রামপুলিশ সদস্যরা হলেন, মো. আলম হোসেন, মো. রমজান আলী, মো. আমিনুর রহমান ও মো. জাহাঙ্গীর হোসেন। 

সোমবার রোহিতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু আনছার সরদার তাদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেন। 

রোহিতা ইউনিয়ন পরিষদ সচিব কৃষ্ণ গোপাল মুখার্জি বলেন, ইউনিয়নের নয়টি ওয়ার্ডে নয় গ্রাম পুলিশকে নিবন্ধন খাতা দিয়ে এক সপ্তাহ সময় বেঁধে দেওয়া হয়েছিল। তাদের নিজ নিজ ওয়ার্ডে এক বছর বা তার কম বয়সী কতজন শিশু আছে তার তালিকা করতে বলা হয়েছিল। তাঁরা তালিকা করার পাশাপাশি অভিভাবকদের জন্ম সনদ নিতেও উদ্বুদ্ধ করেছেন। 

সচিব আরও বলেন, গ্রাম পুলিশদের কথায় সাড়া দিয়ে অনেকে ইতিমধ্যে পরিষদ থেকে সন্তানের জন্ম সনদ সংগ্রহ করেছেন। গ্রাম পুলিশদের ভূমিকার কারণে ইতিমধ্যে রোহিতা ইউনিয়ন পরিষদ জন্ম সনদ দেওয়ার ক্ষেত্রে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ হয়েছে। সেই কাজে অগ্রণী ভূমিকা রাখায় চার গ্রাম পুলিশকে পুরস্কৃত করা হয়েছে। 

এ সময় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোহিতা ইউনিয়নের আওয়ামী লীগ নেতা অধীর মণ্ডল, ইউপি সদস্য রেজাউল করিম, মহিতুল ইসলাম, আমিনুল হাসান, খায়রুল ইসলাম, স্থানীয় উদ্যোক্তা আনোয়ার হোসেন প্রমুখ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত