পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
খুলনার পাইকগাছায় ইউপি সদস্যদের বিরুদ্ধে দুস্থ মহিলা উন্নয়ন কর্মসূচি (ভিজিডি) কার্ডের জামানতের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। আজ রোববার উপজেলার রাড়ুলী ইউনিয়নের অভিযুক্ত ইউপি সদস্যদের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দায়ের করছেন ভুক্তভোগীরা।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘অভিযোগটি পেয়েছি। তদন্তের জন্য মহিলাবিষয়ক কর্মকর্তাকে দিয়েছি। টাকা আত্মসাতের প্রমাণ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার রাড়ুলী ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষ অসহায়–দরিদ্রদের ৩০ কেজি করে ভিজিডির চাল দিয়ে আসছে। যার মেয়াদ দুই বছর। প্রতি মাসে ৩০ কেজি করে এ চাল পান হত দরিদ্ররা। এ জন্য তাদের কাছ থেকে প্রতি মাসে জামানাত হিসেবে ২০০ টাকা করে রাখা হয়। দুই বছর পূর্ণ হলে কার্ডটি বাতিল করে জামানতের টাকা ফেরত দেওয়ার নিয়ম রয়েছে।
কিন্তু উপজেলার রাড়ুলী ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য মফিজুল ইসলাম, ৩ নম্বর ওয়ার্ডের সদস্য ইলিয়াস হোসেন ও ৪ নম্বর ওয়ার্ডের সদস্য ছহিল উদ্দীনের কাছে জামানতের টাকা সম্পূর্ণ ফেরত চাইলে ভয়ভীতি ও মিথ্যা মামলায় জড়ানোর হুমকি দেওয়ার কথা জানান ভুক্তভোগীরা।
উপায় না পেয়ে আজ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের কার্ডধারীরা জামানতের টাকা ফেরত পাওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দায়ের করেন।
অভিযুক্ত ইউপি সদস্য ইলিয়াস হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘যাদের যেমন জমা হয়েছে তাদের তেমন টাকা দেওয়া হচ্ছে।’
এ বিষয় রাড়ুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ আজকের পত্রিকাকে বলেন, ‘আমার সময় ইউনিয়ন পরিষদে ১৪ মাসের টাকা জমা রয়েছে। বাকি ১০ মাসের টাকা সাবেক চেয়ারম্যান হিসাব দেবেন। হতদরিদ্র কার্ডধারীদের টাকা ইউপি সদস্যরা দিতে বাধ্য।’
খুলনার পাইকগাছায় ইউপি সদস্যদের বিরুদ্ধে দুস্থ মহিলা উন্নয়ন কর্মসূচি (ভিজিডি) কার্ডের জামানতের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। আজ রোববার উপজেলার রাড়ুলী ইউনিয়নের অভিযুক্ত ইউপি সদস্যদের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দায়ের করছেন ভুক্তভোগীরা।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘অভিযোগটি পেয়েছি। তদন্তের জন্য মহিলাবিষয়ক কর্মকর্তাকে দিয়েছি। টাকা আত্মসাতের প্রমাণ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার রাড়ুলী ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষ অসহায়–দরিদ্রদের ৩০ কেজি করে ভিজিডির চাল দিয়ে আসছে। যার মেয়াদ দুই বছর। প্রতি মাসে ৩০ কেজি করে এ চাল পান হত দরিদ্ররা। এ জন্য তাদের কাছ থেকে প্রতি মাসে জামানাত হিসেবে ২০০ টাকা করে রাখা হয়। দুই বছর পূর্ণ হলে কার্ডটি বাতিল করে জামানতের টাকা ফেরত দেওয়ার নিয়ম রয়েছে।
কিন্তু উপজেলার রাড়ুলী ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য মফিজুল ইসলাম, ৩ নম্বর ওয়ার্ডের সদস্য ইলিয়াস হোসেন ও ৪ নম্বর ওয়ার্ডের সদস্য ছহিল উদ্দীনের কাছে জামানতের টাকা সম্পূর্ণ ফেরত চাইলে ভয়ভীতি ও মিথ্যা মামলায় জড়ানোর হুমকি দেওয়ার কথা জানান ভুক্তভোগীরা।
উপায় না পেয়ে আজ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের কার্ডধারীরা জামানতের টাকা ফেরত পাওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দায়ের করেন।
অভিযুক্ত ইউপি সদস্য ইলিয়াস হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘যাদের যেমন জমা হয়েছে তাদের তেমন টাকা দেওয়া হচ্ছে।’
এ বিষয় রাড়ুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ আজকের পত্রিকাকে বলেন, ‘আমার সময় ইউনিয়ন পরিষদে ১৪ মাসের টাকা জমা রয়েছে। বাকি ১০ মাসের টাকা সাবেক চেয়ারম্যান হিসাব দেবেন। হতদরিদ্র কার্ডধারীদের টাকা ইউপি সদস্যরা দিতে বাধ্য।’
সিরাজগঞ্জে ছোট ভাইকে হত্যার দায়ে বড় ভাই স্বপন শেখ ওরফে ডোবারকে (৩১) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
৫ মিনিট আগেরাজশাহীর বাঘায় বিদ্যুতের খুঁটিতে মোটরসাইকেলের ধাক্কায় সম্রাট আহম্মেদ (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল সোমবার (২৮ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বাঘা-ঈশ্বরদী মহাসড়কের হাবাসপুর এলাকায় এ ঘটনা ঘটে।
৭ মিনিট আগেগ্রেপ্তার এড়াতে নাম বদল করে ঝিনাইদহের কোটচাঁদপুরে আবাসিক হোটেলে পালিয়ে ছিলেন ধর্ষণ মামলায় অভিযুক্ত রুস্তম আলী কালা (৩৪)। তবে শেষ রক্ষা হয়নি তাঁর। গতকাল সোমবার রাতে তাঁকে আটক করেছে থানা-পুলিশ।
১৪ মিনিট আগেসাবেক সংস্কৃতিমন্ত্রী ও নীলফামারী-২ আসনের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান নূরের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রাজধানীর মিরপুরে সংঘটিত একটি হত্যা মামলায় গ্রেপ্তারের পর এখন কারাগারে আছেন তিনি।
১৮ মিনিট আগে