পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
খুলনার পাইকগাছায় ইউপি সদস্যদের বিরুদ্ধে দুস্থ মহিলা উন্নয়ন কর্মসূচি (ভিজিডি) কার্ডের জামানতের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। আজ রোববার উপজেলার রাড়ুলী ইউনিয়নের অভিযুক্ত ইউপি সদস্যদের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দায়ের করছেন ভুক্তভোগীরা।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘অভিযোগটি পেয়েছি। তদন্তের জন্য মহিলাবিষয়ক কর্মকর্তাকে দিয়েছি। টাকা আত্মসাতের প্রমাণ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার রাড়ুলী ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষ অসহায়–দরিদ্রদের ৩০ কেজি করে ভিজিডির চাল দিয়ে আসছে। যার মেয়াদ দুই বছর। প্রতি মাসে ৩০ কেজি করে এ চাল পান হত দরিদ্ররা। এ জন্য তাদের কাছ থেকে প্রতি মাসে জামানাত হিসেবে ২০০ টাকা করে রাখা হয়। দুই বছর পূর্ণ হলে কার্ডটি বাতিল করে জামানতের টাকা ফেরত দেওয়ার নিয়ম রয়েছে।
কিন্তু উপজেলার রাড়ুলী ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য মফিজুল ইসলাম, ৩ নম্বর ওয়ার্ডের সদস্য ইলিয়াস হোসেন ও ৪ নম্বর ওয়ার্ডের সদস্য ছহিল উদ্দীনের কাছে জামানতের টাকা সম্পূর্ণ ফেরত চাইলে ভয়ভীতি ও মিথ্যা মামলায় জড়ানোর হুমকি দেওয়ার কথা জানান ভুক্তভোগীরা।
উপায় না পেয়ে আজ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের কার্ডধারীরা জামানতের টাকা ফেরত পাওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দায়ের করেন।
অভিযুক্ত ইউপি সদস্য ইলিয়াস হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘যাদের যেমন জমা হয়েছে তাদের তেমন টাকা দেওয়া হচ্ছে।’
এ বিষয় রাড়ুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ আজকের পত্রিকাকে বলেন, ‘আমার সময় ইউনিয়ন পরিষদে ১৪ মাসের টাকা জমা রয়েছে। বাকি ১০ মাসের টাকা সাবেক চেয়ারম্যান হিসাব দেবেন। হতদরিদ্র কার্ডধারীদের টাকা ইউপি সদস্যরা দিতে বাধ্য।’
খুলনার পাইকগাছায় ইউপি সদস্যদের বিরুদ্ধে দুস্থ মহিলা উন্নয়ন কর্মসূচি (ভিজিডি) কার্ডের জামানতের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। আজ রোববার উপজেলার রাড়ুলী ইউনিয়নের অভিযুক্ত ইউপি সদস্যদের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দায়ের করছেন ভুক্তভোগীরা।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘অভিযোগটি পেয়েছি। তদন্তের জন্য মহিলাবিষয়ক কর্মকর্তাকে দিয়েছি। টাকা আত্মসাতের প্রমাণ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার রাড়ুলী ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষ অসহায়–দরিদ্রদের ৩০ কেজি করে ভিজিডির চাল দিয়ে আসছে। যার মেয়াদ দুই বছর। প্রতি মাসে ৩০ কেজি করে এ চাল পান হত দরিদ্ররা। এ জন্য তাদের কাছ থেকে প্রতি মাসে জামানাত হিসেবে ২০০ টাকা করে রাখা হয়। দুই বছর পূর্ণ হলে কার্ডটি বাতিল করে জামানতের টাকা ফেরত দেওয়ার নিয়ম রয়েছে।
কিন্তু উপজেলার রাড়ুলী ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য মফিজুল ইসলাম, ৩ নম্বর ওয়ার্ডের সদস্য ইলিয়াস হোসেন ও ৪ নম্বর ওয়ার্ডের সদস্য ছহিল উদ্দীনের কাছে জামানতের টাকা সম্পূর্ণ ফেরত চাইলে ভয়ভীতি ও মিথ্যা মামলায় জড়ানোর হুমকি দেওয়ার কথা জানান ভুক্তভোগীরা।
উপায় না পেয়ে আজ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের কার্ডধারীরা জামানতের টাকা ফেরত পাওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দায়ের করেন।
অভিযুক্ত ইউপি সদস্য ইলিয়াস হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘যাদের যেমন জমা হয়েছে তাদের তেমন টাকা দেওয়া হচ্ছে।’
এ বিষয় রাড়ুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ আজকের পত্রিকাকে বলেন, ‘আমার সময় ইউনিয়ন পরিষদে ১৪ মাসের টাকা জমা রয়েছে। বাকি ১০ মাসের টাকা সাবেক চেয়ারম্যান হিসাব দেবেন। হতদরিদ্র কার্ডধারীদের টাকা ইউপি সদস্যরা দিতে বাধ্য।’
চাকরির জন্য দালালের খপ্পরে পড়ে রাশিয়া গিয়ে রুশ-ইউক্রেন যুদ্ধে নিহত হয়েছেন নাটোরের সিংড়ার যুবক হুমায়ুন কবির। হুমায়ুনের দুলাভাই রহমত আলীকেও বাধ্য করা হয়েছে ওই যুদ্ধে অংশ নিতে। স্বজনদের কাছে প্রাণে বাঁচার আকুতি জানিয়েছেন তিনি।
২ মিনিট আগেবরগুনার বঙ্গবন্ধু নৌকা জাদুঘর ভেঙে ফেলা হয়েছে। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) বিএনপির নেতা-কর্মীরা এটি ভেঙে ফেলেন বলে জানা গেছে।
২৬ মিনিট আগেধর্ষণের শিকার নারীর মেডিকো-লিগ্যাল পরীক্ষার ক্ষেত্রে টু ফিঙ্গার টেস্ট নিষিদ্ধ করে রায় দিয়েছেন উচ্চ আদালত। কিন্তু দেশের বিভিন্ন স্থানে ফরেনসিক মেডিসিন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক এবং মেডিকো-লিগ্যাল পরীক্ষার সঙ্গে যাঁরা কাজ করেন, তাঁদের অনেকেই এই রায় সম্পর্কে জানেন না। শনিবার (১ ফেব্রুয়ারি) বাংলাদেশ মহিল
২৭ মিনিট আগেমৃত্যুদণ্ড কার্যকর হওয়া যুদ্ধাপরাধী নেতাদের বিষয়ে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দুনিয়ার জেলকে তাঁরা পরোয়া করেন না। তাঁদের নেতাদের ফাঁসির আদেশ হওয়ার পর তাঁরা বলতেন আলহামদুলিল্লাহ। ফাঁসির দড়ি তাঁদের কাছে জুতার ফিতার মতো। তাঁরা স্বেচ্ছায় ফাঁসির তক্তায় গিয়ে দাঁড়াতেন।
৩১ মিনিট আগে