Ajker Patrika

চিতলমারীতে এসএসসি পরীক্ষার্থীর মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল কৃষকের

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি
চিতলমারীতে এসএসসি পরীক্ষার্থীর মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল কৃষকের

বাগেরহাটের চিতলমারীতে সড়ক দুর্ঘটনায় হরিপদ মন্ডল ভোলা (৬০) নামের এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে এসএসসি পরীক্ষার্থী সজীব ফরাজী (১৬)। 

আজ রোববার সকাল ১০টার দিকে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের কীর্ত্তনখালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত কৃষক হরিপদ মন্ডল ওই গ্রামের মৃত বিপিন মন্ডলের ছেলে। এসএসসি পরীক্ষার্থী সজীব উপজেলার হিজলা ইউনিয়নের বেতিবুনিয়া গ্রামের বাবুল ফরাজীর ছেলে। 

আহত সজীবকে প্রথমে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। 

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকাল ১০টার দিকে হরিপদ মন্ডল হেঁটে খাসেরহাট বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় কীর্ত্তনখালী গ্রামে তাঁর বাড়ির সামনে রাস্তায় উঠলে দুজন আরোহীসহ সজীব ফরাজী মোটরসাইকেল দিয়ে পেছন থেকে ধাক্কা দেয়। এতে কৃষকসহ মোটরসাইকেলের আরোহীরা ছিটকে পড়ে। এলাকাবাসীর ভিড়ের মধ্যে দুজন আরোহী পালিয়ে যান। বাকি দুজনকে (সজীব ও হরিপদ) স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে চিকিৎসক হরিপদ মন্ডলকে মৃত ঘোষণা করেন। 

চিতলমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক মামুন হাসান জানান, এসএসসি পরীক্ষার্থী সজীব ফরাজীর অবস্থা আশঙ্কাজনক। তাকে উন্নত চিকিৎসার জন্য খুমেক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। 

চিতলমারী থানার পরিদর্শক (তদন্ত) শেখ লিয়াকত আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত