Ajker Patrika

পাইকগাছায় ধানখেত থেকে গৃহবধূর লাশ উদ্ধার

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
আপডেট : ৩১ জানুয়ারি ২০২৩, ১৪: ৪৮
পাইকগাছায় ধানখেত থেকে গৃহবধূর লাশ উদ্ধার

খুলনার পাইকগাছা উপজেলায় এক গৃহবধূকে ধারালো অস্ত্রের আঘাতে মৃত্যু নিশ্চিত করে ধানখেতের আইলে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে উপজেলার চাঁদখালী ইউনিয়নের ধামরাই গ্রামে। সে ধামরাই গ্রামের মীর ওবাইদুল্লার স্ত্রী তাজমীরা বেগম (৩৮)।

মঙ্গলবার সকালে পুলিশ ধানখেতের আইল থেকে লাশটি উদ্ধার করে। লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

তাজমীরা বেগমের স্বামী মীর ওবায়দুল্লাহ বলেন, ‘মঙ্গলবার ভোরে আমার স্ত্রী ঘরের বাইরে আসে। পরে সে ফিরে না আসায় খুঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির  অদূরে ধানখেতের আইলে তাঁকে দেখতে পাই। তাঁকে গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ফেলে গেছে কে বা কারা।’ 

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘আমি সাড়ে ৬টার দিকে সংবাদ পাই ধামরাইয়ে ধানখেতের পাশে একটি লাশ পড়ে আছে। তাৎক্ষণিক সেখানে যাই এবং লাশটি উদ্ধার করি। লাশের গলার বাম পাশে ধারালো অস্ত্রের আঘাতের ৩টি চিহ্ন রয়েছে। কে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তার তদন্ত চলছে। নিহতের স্বামী মীর ওবায়দুল্লাহ ও তাঁর ছোট ভাই শহিদুল্লাহকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত