Ajker Patrika

নড়াইলে কৃষক হত্যার দায়ে ২ ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড

নড়াইল প্রতিনিধি 
নড়াইলে আদালতের সামনে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ পাওয়া এক আসামি। ছবি: আজকের পত্রিকা
নড়াইলে আদালতের সামনে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ পাওয়া এক আসামি। ছবি: আজকের পত্রিকা

নড়াইলের কালিয়া উপজেলার রাজাপুর গ্রামের কৃষক সাহেব আলীকে হত্যার দায়ে দুই ভাইকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. শাজাহান আলী এ রায় ঘোষণা করেন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন কালিয়া উপজেলার রাজাপুর গ্রামের খলিল ফকির ও তাঁর ভাই মারুফ ফকির।

কারাদণ্ডাদেশের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) কাজী জিয়াউর রহমান পিকুল। তিনি বলেন, দণ্ডপ্রাপ্তদের মধ্যে মারুফ ফকির রায় ঘোষণার সময় আদালতে অনুপস্থিত ছিলেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে ২০০২ সালে ১৯ অক্টোবর সকালে কালিয়া উপজেলার রাজাপুর গ্রামের কৃষক সাহেব আলী প্রতিপক্ষ লোকজনের ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন। এ ঘটনায় বিশ্বাস আজিজুর রহমান বাদী হয়ে ১৪ জনকে আসামি করে কালিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। সাক্ষীদের সাক্ষ্য নেওয়া শেষে দুজনকে যাবজ্জীবন এবং বাকি আসামিদের বেকসুর খালাস দেন বিচারক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত