ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
ঢাকা–খুলনা মহাসড়কে ফকিরহাট বিশ্বরোড মোড়ে বটগাছের ডাল কেটে দেওয়ায় হাজারো চড়ুই ও শালিক আশ্রয়স্থল হারিয়ে বিদ্যুতের তারে বসে চেঁচামেচি করছে। আজ রোববার বেলা ৩টার দিকে ফকিরহাট পল্লী বিদ্যুতের লোকজন গাছটির ডালগুলো গোড়া থেকে কেটে দেয়। ফলে আশ্রয় হারায় হাজারো পাখি। সন্ধ্যায় পাখিগুলোকে গাছের চারপাশে উড়ে ‘আর্তনাদ’ করতে দেখা যায়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় একাধিক দোকানি জানান, সকালে খাবারের খোঁজে উড়ে গেলেও বিকেল হলেই কয়েক হাজার পাখি প্রতিদিন এখানে এসে গাছটিতে আশ্রয় নেয়। প্রতিটি পাতার ফাঁকে প্রায় সমপরিমাণ পাখি দেখা যায়। পাখির কলতানে আশপাশের পরিবেশ মুখরিত হয়ে ওঠে। কিন্তু পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ হঠাৎ এসে গাছটির ডালগুলো কেটে রেখে চলে যায়। বিকেল হতেই পাখিগুলো গাছে আশ্রয় নিতে এসে ডালপালাহীন গাছের চারপাশে উড়ে শব্দ করতে থাকে। এ সময় হাজারো পাখি বৈদ্যুতিক তার ও আশপাশের ভবনের কার্নিসে আশ্রয় নেয়।
পাখিদের এ অসহায়ত্ব দেখে স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়েছেন। স্থানীয়দের দাবি, গাছের পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের তারগুলো মোটা রাবারে মোড়ানো ছিল। তাছাড়া ডালগুলো কোনো অবস্থায়ই তারের সঙ্গে লাগানো ছিল না। ফলে রক্ষণাবেক্ষণের নামে ডাল কাটার কোনো যৌক্তিকতা নেই।
পাখি বিশেষজ্ঞ শরীফ খান আজকের পত্রিকাকে বলেন, ‘পরিবেশের বন্ধু পাখিদের আশ্রয় ধ্বংস না করে বিকল্প ব্যবস্থা নেওয়া যেত। অথবা গাছের শুধু মগডালগুলো কাটা যেত।’
ফকিরহাট পল্লী বিদ্যুতের ডিজিএম আহসানুল করীম আজকের পত্রিকা বলেন, ‘কাভার তার হলেও ৫ ফুট দূরত্ব পর্যন্ত গাছের ডাল কাটার নিয়ম রয়েছে। অনেক সময় ভুল করে ডালের গোড়া থেকে কেটে দেয় কর্মীরা।’
ঢাকা–খুলনা মহাসড়কে ফকিরহাট বিশ্বরোড মোড়ে বটগাছের ডাল কেটে দেওয়ায় হাজারো চড়ুই ও শালিক আশ্রয়স্থল হারিয়ে বিদ্যুতের তারে বসে চেঁচামেচি করছে। আজ রোববার বেলা ৩টার দিকে ফকিরহাট পল্লী বিদ্যুতের লোকজন গাছটির ডালগুলো গোড়া থেকে কেটে দেয়। ফলে আশ্রয় হারায় হাজারো পাখি। সন্ধ্যায় পাখিগুলোকে গাছের চারপাশে উড়ে ‘আর্তনাদ’ করতে দেখা যায়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় একাধিক দোকানি জানান, সকালে খাবারের খোঁজে উড়ে গেলেও বিকেল হলেই কয়েক হাজার পাখি প্রতিদিন এখানে এসে গাছটিতে আশ্রয় নেয়। প্রতিটি পাতার ফাঁকে প্রায় সমপরিমাণ পাখি দেখা যায়। পাখির কলতানে আশপাশের পরিবেশ মুখরিত হয়ে ওঠে। কিন্তু পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ হঠাৎ এসে গাছটির ডালগুলো কেটে রেখে চলে যায়। বিকেল হতেই পাখিগুলো গাছে আশ্রয় নিতে এসে ডালপালাহীন গাছের চারপাশে উড়ে শব্দ করতে থাকে। এ সময় হাজারো পাখি বৈদ্যুতিক তার ও আশপাশের ভবনের কার্নিসে আশ্রয় নেয়।
পাখিদের এ অসহায়ত্ব দেখে স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়েছেন। স্থানীয়দের দাবি, গাছের পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের তারগুলো মোটা রাবারে মোড়ানো ছিল। তাছাড়া ডালগুলো কোনো অবস্থায়ই তারের সঙ্গে লাগানো ছিল না। ফলে রক্ষণাবেক্ষণের নামে ডাল কাটার কোনো যৌক্তিকতা নেই।
পাখি বিশেষজ্ঞ শরীফ খান আজকের পত্রিকাকে বলেন, ‘পরিবেশের বন্ধু পাখিদের আশ্রয় ধ্বংস না করে বিকল্প ব্যবস্থা নেওয়া যেত। অথবা গাছের শুধু মগডালগুলো কাটা যেত।’
ফকিরহাট পল্লী বিদ্যুতের ডিজিএম আহসানুল করীম আজকের পত্রিকা বলেন, ‘কাভার তার হলেও ৫ ফুট দূরত্ব পর্যন্ত গাছের ডাল কাটার নিয়ম রয়েছে। অনেক সময় ভুল করে ডালের গোড়া থেকে কেটে দেয় কর্মীরা।’
পঞ্চগড়ের বোদা উপজেলায় একটি রাস্তা নির্মাণকাজে ‘অনিয়ম হয়নি’ দাবি করায় এলজিইডির কার্যসহকারী জাহিদুল ইসলামকে পিটুনি দিয়েছে বিক্ষুব্ধ জনতা। এ সময় তিনি একটি ধানখেতে আশ্রয় নিয়ে প্রাণে রক্ষা পান। আজ শনিবার (২ আগস্ট) দুপুরে উপজেলার ময়দানদীঘি ইউনিয়নের গাইঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।
১০ মিনিট আগেডিএমপির বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল শাহবাগ মোড়ে ছাত্রদলের সমাবেশ, কেন্দ্রীয় শহীদ মিনারে এনসিপির সমাবেশ এবং সোহরাওয়ার্দী উদ্যানে শিবিরের সাইমুম শিল্পীগোষ্ঠীর অনুষ্ঠান উপলক্ষে এসব এলাকায় যান চলাচল সীমিত থাকবে। সমাবেশ চলাকালীন নগরবাসীকে বিকল্প পথ হিসেবে হেয়ার রোড, মিন্টু রোড, নীলক্ষেত, পলাশী ও বাংলামো
১৭ মিনিট আগেমুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার চর বাউশিয়া বড়কান্দি গ্রামের আবুল কাশেম হত্যা মামলার যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। তাঁর নাম মো. রিপন মিয়া (৪৭)।
১৮ মিনিট আগেসাতক্ষীরার শ্যামনগরে বিরোধপূর্ণ একটি জমির দখল নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও পাঁচজন। শনিবার বিকেলে শ্যামনগর উপজেলার রামজীবনপুরের কেয়াতলা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ চারজনকে আটক করেছে।
২১ মিনিট আগে