Ajker Patrika

যশোরকে আন্তর্জাতিক বিমানবন্দর করা হবে : বিমান প্রতিমন্ত্রী

যশোর প্রতিনিধি
আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২১, ১৯: ৪৫
যশোরকে আন্তর্জাতিক বিমানবন্দর করা হবে : বিমান প্রতিমন্ত্রী

বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেছেন, যশোরকে পর্যায়ক্রমে আন্তর্জাতিক বিমানবন্দর করা হবে। ভৌগোলিক অবস্থানের কারণেই যশোর এর যোগ্য। এই ধারাবাহিকতায় যশোর বিমান বন্দরের টার্মিনাল সম্প্রসারণ করা হয়েছে। এ প্রক্রিয়া চলমান থাকবে।

আজ বৃহস্পতিবার যশোর বিমানবন্দর চত্বরে যশোর-চট্টগ্রাম ও যশোর-কক্সবাজার রুটে ইউএস বাংলা এয়ারলাইনসের ফ্লাইট চালুর উদ্বোধনকালে এ কথা বলেন বিমান প্রতিমন্ত্রী।

মাহবুব আলী বলেন, সবজি ও ফুল চাষে যশোর দেশের অন্যতম একটি জেলা হিসেবে বিবেচিত হয়ে আসছে। ক্রমেই এখানকার কৃষি ও মৎস্য খাত বিস্তৃতি লাভ করছে। বিষয়টি বিবেচনায় রেখে যশোর রুটে পরিবহন বিমান চলাচলেরও উদ্যোগ নেওয়া হবে।

ইউএস বাংলা এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বলেন, ২০১৪ সালে মাত্র ১৫০ জন কর্মকর্তা-কর্মচারী নিয়ে অভ্যন্তরীণ রুটে আমাদের যাত্রা শুরু হয়েছিল। আজ অভ্যন্তরীণ রুট ছাড়াও দোহা, মাস্কট, গুয়াংজুসহ ৯টি আন্তর্জাতিক রুটে ইউএস বাংলার ফ্লাইট চলাচল করে। এখন আমাদের কর্মকর্তা-কর্মচারী দেড় সহস্রাধিক। আগামী দুবছরের মধ্যে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটগুলো আরও সম্প্রসারণ করা হবে। এ সময়ে বর্তমানের ১৪টি এয়ারক্রাফটের সঙ্গে আরও ১৬টি অত্যাধুনিক এয়ারক্রাফট যুক্ত করার পরিকল্পনা রয়েছে আমাদের।

 আবদুল্লাহ আল মামুন জানান, প্রাথমিকভাবে রবি, মঙ্গল ও বৃহস্পতিবার যশোর থেকে সকাল ৯টা ১৫ মিনিটে চট্টগ্রামের উদ্দেশে ইউএস বাংলার বিমান উড্ডয়ন করবে। একই দিন বিকেল ৫টা ১০ মিনিটে চট্টগ্রামের হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর থেকে যশোরের উদ্দেশে যাত্রা করবে। 

এ সময় যশোর-কলকাতা রুটে বিমান যোগাযোগের দাবি তোলেন যশোর-১ আসনের সাংসদ শেখ আফিল উদ্দিন ও প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন। 

এ ছাড়া পর্যটকদের সময় ও অর্থ সাশ্রয়ের উদ্দেশে যশোর থেকে দেশের অন্যতম পর্যটন কেন্দ্র কক্সবাজারে সপ্তাহে চার দিন ফ্লাইট পরিচালনা করবে ইউএস বাংলা এয়ারলাইনস। প্রাথমিকভাবে শনি, সোম, বুধ ও শুক্রবার যশোর থেকে দুপুর ১টা ৪৫ মিনিটে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যাবে। অপরদিকে কক্সবাজার থেকে বিকেল ৩টা ২৫ মিনিটে যশোরের উদ্দেশে ছেড়ে যাবে। 

সব ধরনের ট্যাক্স ও সারচার্জসহ যশোর থেকে চট্টগ্রামে ওয়ানওয়ের ন্যূনতম ভাড়া ৬ হাজার টাকা ও রিটার্ন ভাড়া ১২ হাজার টাকা। এ ছাড়া যশোর থেকে কক্সবাজারে ওয়ানওয়ের ন্যূনতম ভাড়া সাড়ে ৬ হাজার টাকা ও রিটার্ন ভাড়া ১৩ হাজার টাকা। 

ইউএস বাংলা এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, যশোর-২ আসনের সাংসদ মেজর জেনারেল নাসির উদ্দিন, ঝিনাইদহ–৩ আসনের সাংসদ আনোয়ারুল আজিম আনার, যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান, পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, খুলনা রেঞ্জের ডিআইজি ড. খন্দকার মহিব উদ্দিন প্রমুখ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জামায়াতের সমাবেশের জন্য বিশেষ ট্রেন, যে ব্যাখ্যা দিল রেল মন্ত্রণালয়

আবাসিক হোটেলে অভিযানে গিয়ে অবরুদ্ধ ভ্রাম্যমাণ আদালতের কর্মকর্তারা, সেনাবাহিনীর হস্তক্ষেপে উদ্ধার

কোটালীপাড়ায় আওয়ামী লীগের দেড় হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১২

শর্তের জালে মার্কিন চাপ

হাবিপ্রবিতে শাস্তি পাচ্ছেন ছাত্রলীগের ১০২ জন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত