জাহিদ হাসান, যশোর
যশোরের মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের অ্যাকাউন্ট্যান্ট ক্লার্ক শাহীন আলমকে মারধরের অভিযোগ উঠেছে উপজেলা যুবদলের আহ্বায়ক মোতাহারুল ইসলাম রিয়াদের বিরুদ্ধে। ভুক্তভোগীর দাবি, গত বুধবার বিকেলে ইউএনও কার্যালয়সংলগ্ন শহীদ মিনারের সামনে তাঁকে মারধর করা হয়। এর প্রতিবাদে ঘটনার এক দিন পর ইউএনওর নেতৃত্বে উপজেলা পরিষদের কর্মকর্তা ও কর্মচারীরা মানববন্ধন করেছেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে মোতাহারুলকে বহিষ্কার করেছে যুবদল।
একই দিন সকালে সীমান্তবর্তী উপজেলা শার্শায় খাদ্যবান্ধব কর্মসূচির আওতার ১৫৫ বস্তা চাল বাগআঁচড়া খাদ্যগুদাম থেকে ডিলারের কাছে পৌঁছানোর সময় লুটের অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির সহসভাপতি রুহুল কুদ্দুসের বিরুদ্ধে। প্রশাসনের অভিযোগের ভিত্তিতে জেলা বিএনপি রুহুলের সব পদ স্থগিত করেছে। যদিও ঘটনার এক দিন পর সংবাদ সম্মেলন করে চাল লুটের অভিযোগ মিথ্যা দাবি করেছেন রুহুল কুদ্দুস।
দলীয় ও স্থানীয় সূত্র বলেছে, শুধু মোতাহারুল কিংবা রুহুলই নয়, ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর যশোরে বিএনপি নেতা-কর্মীদের নামে উঠে আসছে একের পর অনিয়মের অভিযোগ। তবে এসব বিষয়ে প্রথম থেকেই বেশ কঠোর যশোর বিএনপির শীর্ষস্থানীয় নেতারা। এ ছাড়া নেতা-কর্মীদের তৎপরতা নিয়ন্ত্রণে গঠন করা হয়েছে মনিটরিং সেলও। তারপরও অনিয়ম থামছে না। দোকানপাট, নওয়াপাড়া নৌবন্দর ঘাট, মৎস্য ঘের, জায়গাজমি, মার্কেট—সব জায়গায় দখলের প্রতিযোগিতা শুরু হয়েছে। এখন পর্যন্ত দুই শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে জেলা, নগর ও উপজেলার শতাধিক নেতা-কর্মীকে বহিষ্কার করা হয়েছে। পদ স্থগিত করা হয়েছে অন্তত ৩০ জনের। বেশির ভাগ ক্ষেত্রে দলীয় শৃঙ্খলাভঙ্গের কারণ দেখানো হয়েছে।
এসব ব্যাপারে জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ বলেন, ‘রাজনীতিক পটপরিবর্তনের পর যুবদলের প্রায় শতাধিক নেতা-কর্মীকে শোকজ ও বহিষ্কার করা হয়েছে। সঙ্গে সঙ্গে হার্ড লাইনে গিয়ে বহিষ্কার করাতে এখন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে।’ তিনি বলেন, ‘বিশৃঙ্খলা করায় অনেক ত্যাগী ও নির্যাতিত নেতাকেও বহিষ্কার করা হয়েছে।’
স্থানীয় সূত্র বলেছে, রাজনীতিক পটপরিবর্তনের পরপরই যশোরের নওয়াপাড়া নৌবন্দরের অন্তত ২০টি ঘাট দখলে নিয়েছেন স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা। নওয়াপাড়া ৬ নম্বর ওয়ার্ডে আবাহনী ক্রীড়া চক্রের দুই দশকের বেশি পুরোনো কার্যালয় দখল করে স্থানীয় ওয়ার্ড বিএনপির কার্যালয় ও কোকো ক্রীড়া চক্র অফিস করেছেন নওয়াপাড়া বিএনপির নেতা-কর্মীরা। ঘাট দখলসহ নানা অভিযোগে নওয়াপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান জনির পদ ও সাংগঠনিক কর্মকাণ্ড স্থগিত করেছে দল।
এদিকে যশোরের গদখালী পাইকারি ফুলের মোকামের শতাধিক ব্যবসায়ীর ফুলের ব্যবসা দখলের অভিযোগ উঠেছে বিএনপি ও যুবদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে। তাঁদের হুমকিতে চার মাস ধরে ওই ব্যবসায়ীরা বাজারে আসতে পারছেন না। ফুল ব্যবসায়ী না হয়েও গদখালী ফুলচাষি ও ফুল ব্যবসায়ী কল্যাণ সমিতির কার্যালয় দখল করেছেন নেতারা। ব্যবসায়ীদের অভিযোগ, বিএনপি ও যুবদলের লোকজন ব্যবসা কেড়ে নেওয়ায় শতাধিক ব্যবসায়ী বিপদে পড়েছেন। কেউ প্রতিবাদ করলে ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে মারধর করা হচ্ছে। এমন পরিস্থিতিতে গদখালী ও পানিসারা এলাকার অন্তত ছয় হাজার ফুলচাষি ও ব্যবসায়ীর মধ্যে অস্থিরতা তৈরি হয়েছে।
অভিযোগের বিষয়ে বিএনপি নেতা আবুল খায়ের বলেন, ‘এই সমিতির তেমন কার্যকারিতা ছিল না। তা ছাড়া এত দিন আওয়ামী লীগের লোকজনের দখলে ছিল সমিতির নেতৃত্ব। আমরা নতুন কমিটি গঠন করেছি। এতে ফুলচাষি ও ব্যবসায়ীরা খুশি। কারও ব্যবসায় বাধা দেওয়া হচ্ছে না।’
দেশের অন্যতম বৃহৎ সীমান্ত শার্শা-বেনাপোলও নিয়ন্ত্রণে নিয়েছেন স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা। ৫ আগস্ট পটপরিবর্তনের পর মোটা অঙ্কের টাকার বিনিময়ে আওয়ামী লীগের নেতা-কর্মীদের পার করে দেওয়ার অভিযোগ রয়েছে। একই সঙ্গে চোরাই কারবারিও নিয়ন্ত্রণ করছেন বিএনপির নেতা-কর্মীরা। জেলা যুবদলের বহিষ্কৃত প্রচার সম্পাদক এসকেন্দার আলী জনি সম্প্রতি ফেসবুকে লাইভে এসে এসব অভিযোগ করেন। এ ছাড়া বিএনপির নেতা-কর্মীরা বিভিন্ন উপজেলা ও জেলা শহরের বিভিন্ন বাজার, মাছের ঘের ও বাঁওড় দখলে নিয়েছেন বলেও অভিযোগ উঠেছে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন বলেন, ‘বিশৃঙ্খলাসহ নানা অভিযোগে দুই শতাধিক নেতা-কর্মীর নামে অভিযোগ আসে। তার পরিপ্রেক্ষিতে আমরা দেড় শতাধিক নেতা-কর্মীকে বহিষ্কার, শোকজ ও পদ স্থগিত করেছি। ৫ আগস্টের পরে দলের তরুণ নেতা-কর্মীরা অনেকটা লাগামহীন হয়ে পড়েছিলেন, এটা সত্য। যারা বিশৃঙ্খলা করেছে, তারাই তো আওয়ামী লীগের দুশাসন দেখে বড় হয়েছে। তারা মনে করেছে, দখল-প্রতিশোধ—এসবই মনে হয় রাজনীতি। পরে বহিষ্কার, শোকজসহ সাংগঠনিক ব্যবস্থা নেওয়াতে অনেকটা কমে এসেছে।’
যশোরের মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের অ্যাকাউন্ট্যান্ট ক্লার্ক শাহীন আলমকে মারধরের অভিযোগ উঠেছে উপজেলা যুবদলের আহ্বায়ক মোতাহারুল ইসলাম রিয়াদের বিরুদ্ধে। ভুক্তভোগীর দাবি, গত বুধবার বিকেলে ইউএনও কার্যালয়সংলগ্ন শহীদ মিনারের সামনে তাঁকে মারধর করা হয়। এর প্রতিবাদে ঘটনার এক দিন পর ইউএনওর নেতৃত্বে উপজেলা পরিষদের কর্মকর্তা ও কর্মচারীরা মানববন্ধন করেছেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে মোতাহারুলকে বহিষ্কার করেছে যুবদল।
একই দিন সকালে সীমান্তবর্তী উপজেলা শার্শায় খাদ্যবান্ধব কর্মসূচির আওতার ১৫৫ বস্তা চাল বাগআঁচড়া খাদ্যগুদাম থেকে ডিলারের কাছে পৌঁছানোর সময় লুটের অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির সহসভাপতি রুহুল কুদ্দুসের বিরুদ্ধে। প্রশাসনের অভিযোগের ভিত্তিতে জেলা বিএনপি রুহুলের সব পদ স্থগিত করেছে। যদিও ঘটনার এক দিন পর সংবাদ সম্মেলন করে চাল লুটের অভিযোগ মিথ্যা দাবি করেছেন রুহুল কুদ্দুস।
দলীয় ও স্থানীয় সূত্র বলেছে, শুধু মোতাহারুল কিংবা রুহুলই নয়, ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর যশোরে বিএনপি নেতা-কর্মীদের নামে উঠে আসছে একের পর অনিয়মের অভিযোগ। তবে এসব বিষয়ে প্রথম থেকেই বেশ কঠোর যশোর বিএনপির শীর্ষস্থানীয় নেতারা। এ ছাড়া নেতা-কর্মীদের তৎপরতা নিয়ন্ত্রণে গঠন করা হয়েছে মনিটরিং সেলও। তারপরও অনিয়ম থামছে না। দোকানপাট, নওয়াপাড়া নৌবন্দর ঘাট, মৎস্য ঘের, জায়গাজমি, মার্কেট—সব জায়গায় দখলের প্রতিযোগিতা শুরু হয়েছে। এখন পর্যন্ত দুই শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে জেলা, নগর ও উপজেলার শতাধিক নেতা-কর্মীকে বহিষ্কার করা হয়েছে। পদ স্থগিত করা হয়েছে অন্তত ৩০ জনের। বেশির ভাগ ক্ষেত্রে দলীয় শৃঙ্খলাভঙ্গের কারণ দেখানো হয়েছে।
এসব ব্যাপারে জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ বলেন, ‘রাজনীতিক পটপরিবর্তনের পর যুবদলের প্রায় শতাধিক নেতা-কর্মীকে শোকজ ও বহিষ্কার করা হয়েছে। সঙ্গে সঙ্গে হার্ড লাইনে গিয়ে বহিষ্কার করাতে এখন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে।’ তিনি বলেন, ‘বিশৃঙ্খলা করায় অনেক ত্যাগী ও নির্যাতিত নেতাকেও বহিষ্কার করা হয়েছে।’
স্থানীয় সূত্র বলেছে, রাজনীতিক পটপরিবর্তনের পরপরই যশোরের নওয়াপাড়া নৌবন্দরের অন্তত ২০টি ঘাট দখলে নিয়েছেন স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা। নওয়াপাড়া ৬ নম্বর ওয়ার্ডে আবাহনী ক্রীড়া চক্রের দুই দশকের বেশি পুরোনো কার্যালয় দখল করে স্থানীয় ওয়ার্ড বিএনপির কার্যালয় ও কোকো ক্রীড়া চক্র অফিস করেছেন নওয়াপাড়া বিএনপির নেতা-কর্মীরা। ঘাট দখলসহ নানা অভিযোগে নওয়াপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান জনির পদ ও সাংগঠনিক কর্মকাণ্ড স্থগিত করেছে দল।
এদিকে যশোরের গদখালী পাইকারি ফুলের মোকামের শতাধিক ব্যবসায়ীর ফুলের ব্যবসা দখলের অভিযোগ উঠেছে বিএনপি ও যুবদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে। তাঁদের হুমকিতে চার মাস ধরে ওই ব্যবসায়ীরা বাজারে আসতে পারছেন না। ফুল ব্যবসায়ী না হয়েও গদখালী ফুলচাষি ও ফুল ব্যবসায়ী কল্যাণ সমিতির কার্যালয় দখল করেছেন নেতারা। ব্যবসায়ীদের অভিযোগ, বিএনপি ও যুবদলের লোকজন ব্যবসা কেড়ে নেওয়ায় শতাধিক ব্যবসায়ী বিপদে পড়েছেন। কেউ প্রতিবাদ করলে ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে মারধর করা হচ্ছে। এমন পরিস্থিতিতে গদখালী ও পানিসারা এলাকার অন্তত ছয় হাজার ফুলচাষি ও ব্যবসায়ীর মধ্যে অস্থিরতা তৈরি হয়েছে।
অভিযোগের বিষয়ে বিএনপি নেতা আবুল খায়ের বলেন, ‘এই সমিতির তেমন কার্যকারিতা ছিল না। তা ছাড়া এত দিন আওয়ামী লীগের লোকজনের দখলে ছিল সমিতির নেতৃত্ব। আমরা নতুন কমিটি গঠন করেছি। এতে ফুলচাষি ও ব্যবসায়ীরা খুশি। কারও ব্যবসায় বাধা দেওয়া হচ্ছে না।’
দেশের অন্যতম বৃহৎ সীমান্ত শার্শা-বেনাপোলও নিয়ন্ত্রণে নিয়েছেন স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা। ৫ আগস্ট পটপরিবর্তনের পর মোটা অঙ্কের টাকার বিনিময়ে আওয়ামী লীগের নেতা-কর্মীদের পার করে দেওয়ার অভিযোগ রয়েছে। একই সঙ্গে চোরাই কারবারিও নিয়ন্ত্রণ করছেন বিএনপির নেতা-কর্মীরা। জেলা যুবদলের বহিষ্কৃত প্রচার সম্পাদক এসকেন্দার আলী জনি সম্প্রতি ফেসবুকে লাইভে এসে এসব অভিযোগ করেন। এ ছাড়া বিএনপির নেতা-কর্মীরা বিভিন্ন উপজেলা ও জেলা শহরের বিভিন্ন বাজার, মাছের ঘের ও বাঁওড় দখলে নিয়েছেন বলেও অভিযোগ উঠেছে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন বলেন, ‘বিশৃঙ্খলাসহ নানা অভিযোগে দুই শতাধিক নেতা-কর্মীর নামে অভিযোগ আসে। তার পরিপ্রেক্ষিতে আমরা দেড় শতাধিক নেতা-কর্মীকে বহিষ্কার, শোকজ ও পদ স্থগিত করেছি। ৫ আগস্টের পরে দলের তরুণ নেতা-কর্মীরা অনেকটা লাগামহীন হয়ে পড়েছিলেন, এটা সত্য। যারা বিশৃঙ্খলা করেছে, তারাই তো আওয়ামী লীগের দুশাসন দেখে বড় হয়েছে। তারা মনে করেছে, দখল-প্রতিশোধ—এসবই মনে হয় রাজনীতি। পরে বহিষ্কার, শোকজসহ সাংগঠনিক ব্যবস্থা নেওয়াতে অনেকটা কমে এসেছে।’
ধর্ষণের বিরুদ্ধে মানববন্ধন করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। আজ রোববার দুপুরে ক্যাম্পাসের গোলচত্বরে এই কর্মসূচি পালিত হয়। কর্মসূচি শেষে শিক্ষার্থীদের পক্ষ থেকে সন্ধ্যায় মশাল মিছিল আয়োজনের ঘোষণা দেওয়া হয়।
১ মিনিট আগেপুলিশ পরিচয়ে বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে একটি রাবার গোডাউনে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় অস্ত্রসহ একজনকে আটক করেছে গ্রামবাসী। গতকাল শনিবার উপজেলার বাইশারী ইউনিয়নের নতুন পরিষদপাড়ায় এ ঘটনা ঘটে।
২ মিনিট আগেসুনামগঞ্জের জগন্নাথপুরে ডাকাতি মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি নজরুল ইসলামকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার দুপুরে তাঁকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
১৩ মিনিট আগেকুড়িগ্রামের উলিপুরে মোটরসাইকেল ও ট্রাক্টরের সংঘর্ষে দুই কলেজশিক্ষার্থী নিহত হয়েছেন। আজ রোববার (৯ মার্চ) দুপুরে কুড়িগ্রাম-চিলমারী সড়কের নিরাশিরপাথার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
২১ মিনিট আগে