Ajker Patrika

মোবাইল ফোন কিনে না দেওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২২, ১৭: ২৮
মোবাইল ফোন কিনে না দেওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

কুষ্টিয়ার কুমারখালীতে মোবাইল ফোন কিনে না দেওয়ায় শাহানাজ আক্তার তুবা (১৫) নামের এক শিক্ষার্থী আত্মহত্যা করার অভিযোগ পাওয়া গেছে। শনিবার রাতে নন্দলালপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

তুবা ওই গ্রামের শাহীনুর রহমান শাহীনের মেয়ে এবং দুর্গাপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। 

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কয়েক দিন ধরে তুবা তার মা-বাবার কাছে একটি স্মার্টফোন চেয়েছিল। কিন্তু মোবাইল ফোন কিনে দিতে অপারগতা প্রকাশ করে তার পরিবার। এরপর শনিবার সন্ধ্যায় অভিমানে নিজ ঘরে বাঁশের আড়ার সঙ্গে গলায় কাপড় পেঁচিয়ে আত্মহত্যা করে সে। পরে পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

তুবার বাবা শাহীনুর রহমান বলেন, ‘আমি ও আমার স্ত্রী দুজনই ঢাকাতে গার্মেন্টসে চাকরি করি। আমার মেয়ে তুবা একটু মানসিকভাবে অসুস্থ ছিল। সে একটি মোবাইল ফোন চেয়েছিল। কিন্তু দিতে পারিনি। সেই অভিমানেই সে আত্মহত্যা করেছে।’ 

নন্দলালপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার মানিক শেখ বলেন, ‘তুবা খুব সহজসরল মেয়ে ছিল। তবে কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিল। এমন মৃত্যু আমাদের কারওই কাম্য নয়।’ 

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার বলেন, মোবাইল ফোন না পেয়ে অভিমানে এক স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়ায় মরদেহ হস্তান্তর করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত